পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন বাংলায় পট, কালিঘাট বহু চমৎকার কাজ পাওয়া গিয়েছে আর পাহাড়ী পদ্ধতিগুলির ইতিহাসে এর একটি বিশিষ্ট স্থান আছে। এই ধরণের এমন কতকগুলি প্রাচীন ও উৎকৃষ্ট ছবি এই সংগ্রহে আছে যা দেখে এরূপ মনে করুবার যথেষ্ট কারণ আছে যে, এগুলি কোন সময়ে ভিত্তিচিত্রাবলী (fresco painting) থেকে উৎপত্তি লাভ করেছে। গীতগোবিন্দের বিষয় নিয়ে একটি চমৎকার চিত্র-পৰ্য্যায় আছে ; তার পিছনে উক্ত বইয়ের শ্লোকগুলিও দেওয়া হয়েছে – এইগুলি বাসোলী পদ্ধতির চরম উন্নতির সময়কার কাজ। চম্বাতে যে-পদ্ধতি চলিত ছিল তাতে একটি বিশিষ্ট ধরণে মানুষের ছবি অঁাকা হ’ত –এরূপ কতকগুলি ছবিও এই সংগ্রহে আছে । আলাদা চিত্র সম্বন্ধে এতক্ষণ বলা হ’ল। চিত্রিত হস্ত লিখিত পুথিও এসংগ্রহে স্থান পেয়েছে। এর আগেই চিত্রিত জৈন পুথির কথা বলা গিয়েছে। হিন্দুর বিষয় নিয়ে লিখিত পুথির মধ্যে হীর ৪০ রন্‌জার প্রেমকাহিনী অতি স্বন্দর রাজপুত পদ্ধতিতে চিত্রিত হয়েছে, আর রাধাকৃষ্ণের লীলার একটি অতি পুরাতন পদসংগ্রহে পাহাড়ী পদ্ধতির চিত্র আছে। এসবের চেয়ে মূল্যবান হচ্ছে নায়িকাদের সম্বন্ধুে একটি প্রাচীন পুথি, যাতে কাংড়ার . একজন প্রাচীন শিল্পীর অতি সুন্দর চিত্র পাওয়া যায়। চিত্রযুক্ত যে কয়খানা হিন্দী ও উড়িয়া কবিতার ( পুথি পাছে তা দেখে আমাদের কৌতুহল বরং বাড়েই। উড়িয়া পুথিগুলিতে লোহার লেখনীর সাহায্যে রেখাপাত ক’রে ছবি আঁকা হয়েছে। , এই সংগ্রহে চিত্রাঙ্কনের দিকে যেমন রেখাঙ্কনেরও তেমনি উৎকৃষ্ট নিদর্শন জমা করা হয়েছে, এগুলি সংখ্যায় কয়েক শ হবে । শিল্প হিসাবে এইরূপ রেখাঙ্কনের চলন মধ্যযুগীয় ভারতবর্ষে খুব বিস্তৃত ছিল জানা যায়। ভারতী, শিল্পী প্রধানেরা এরূপ - কারুকার্ধ্যে উন্নতির শেষ সীমায় পৌছেছিলেন বলা যেতে পারে। কি সরল ও সবল ভঙ্গিতে রেখাগুলিই ন! অঙ্কিত হয়েছিল! এই সংগ্রহে মুঘল, রাজপুত, কাংড়া, শিখ ও প্রাচীন বাংলার পদ্ধতির নানা রকমের রেখাচিত্র দেখতে পাওয়া যায় । রেখ-বিন্যাসে হিন্দু শিল্পীরা পুরুষানুক্রমে যে-কারুকৌশল আরম্ভ ক’রে এসেছে তা সব-চেয়ে ভাল ক’রে ফুটে উঠেছে প্রাচীন রাজপুত শিল্পীদের এই রেখা-চিত্রেতে। এবিষয়ে তারা সব-চেয়ে ভাল মুঘল শিল্পীদের চেয়ে কোনো অংশেই * হীন ত নয় বরং তারা চিত্রে যেরূপ ভাব ফোটাতে . পেরেছে মুঘল শিল্পে সে কমনীয়তার অভাব ঘটেছে মনে হয়। মানুষের প্রতিমূৰ্ত্তি করতে গেলেই রেখা অবিবার হাত টের পাওয়া যায়। বাংলার প্রাচীন শিল্পীরা এই Č