পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] ক্রীযুক্ত অজিত ঘোষের প্রাচীন চিত্র-সংগ্ৰহ কল্পত্রের ক্ষুদ্র প্রতিলিপি ( প্রথম যুগের জৈন চিত্র, ১৫শ শতাব্দী ) কোন গুণপন থাকৃবার সম্ভাবনা ছিল । গত শতাব্দীর মাঝামাঝি থেকে আমাদের দেশের ‘ভদ্রলোকের। আর এ-সব ছবির আদর করেননি, এপদ্ধতির যা কিছু পসার সাধারণ বা অশিক্ষিভদের কাছে ছিল তা ও এখন ক’মে ক’মে প্রায় নেই বল্লেষ্ট হয়। এতেই এপদ্ধতির পতন হয়েছে— তাই আগেকার শিল্পীদের হাতে যে দৃঢ়তা ও কমনীয়ত ছিল তার বদলে পরবর্তীর শুধু দেব-দেবী ও সামাজিক জীবনের ঘটনাগুলি একঘেয়ে ভাবে মক্স ক’রে চলেছে দেখ। যায় । এই সংগ্রহের এই অংশের ছবি গুলি দেখলে কালিঘাটের এই দু’ধরণের ছবিই তুলনা ক’রে দেখ বার সুযোগ হ’তে পারে। এই প্রসঙ্গে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে ইচ্ছ। হয় আমাদের বর্ধমান বাংলায় র্যার অতি অদ্ভুত উপায়ে শিল্পচর্চার প্রচলন ও শিল্পষ্পষ্টির প্রবর্তন নতুন করে করেছেন তারা যেন এই লুপ্ত পদ্ধতির শ্রেষ্ঠ কাজগুলি সম্বন্ধে যথেষ্ট খোজ করেননি। অথবা আসলে এর কোন মাহাত্মাই স্বীকার করেননি। তারা কি এইসব গ্রাম্য ও অশিক্ষিত পোটোদের দেশের শিল্পেতিহাসে পূৰ্ব্বগামী বলে মনে করতেও লজ্জ পেয়েছিলেন ? বাংলা দেশেই যখন বাঙালীর শিল্পের এঅবস্থা তখন বিদেশীদের আবার কথা কি ? যখন প্রাচীন ভারতীয় চিত্রের খুব আদর হয়ে উঠল তখন মুঘল, রাজপুত, কাংড়া ইত্যাদি রাজা-রাজড়া দ্বারা পোষিত শিল্পেরই নাম বিদেশে বাংলা দেশের পোটের কপাল এক রকমেরই থেকে গেল। অন্যের কথা দূরে থাক স্বয় হাভেল সাহেব কলিকাতায় থেকেও কোনো দিন কালীঘাটের প্রাচীন পটের কথা জানতেন না । গ জানুয়ারী মাসের “মডান রিভিয়ু” পত্রের প্রবন্ধ প'ক্ৰীে তিনি এ-দিকে উৎসাহিত হন। তার পর শ্ৰীযুত ঘোষে সংগৃহীত কয়েকখন চমৎকার পটের ফোটো পাঠালে তিীি যা লিখেছেন তার মৰ্ম্ম এরূপ—এসব পটে বাস্তবিধ প্রশংসা করবার যথেষ্ট আছে। কোন-কোন পট এম সুন্দর ধে, যদি বাংলা দেশের নাম না ব’লে এগুলিহে “রাজপুত” শিল্প ব’লে চালান যেত তবে অনেকেই এগুদি সংগ্রহ করবার জন্যে ব্যস্ত হ’য়ে উঠতেন। আর তার খু আগ্রহ যে বাংলার এই লুপ্তবিশিষ্ট শিল্পটিকে আবা উৎসাহ দিয়ে দিয়ে বঁচিয়ে ভোলা যায় কি না। আমর বঙ্গালী শিল্পী ও শিল্পরসিকদের দৃষ্টি এদিকে বিশেষ ক’:ে আকর্ষণ করছি । শ্ৰীযুত ঘোষ অসামান্ত পরিশ্রম ক’রে পঞ্চদশ, ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর প্রাচীন ও দুষ্প্রাপ্য বাংলা পুথি: চিত্রিত পটার একটি অনন্যসাধারণ সংগ্রহ করেছেন এসব প্রাচীন শিল্প-নিদর্শন সংখ্যা, সৌন্দর্ঘ্য ও বৈচিত্র হিসাবে আর কোথাও দেখবার উপায় নেই । এগুলি খুব দুষ্প্রাপ্য বলে যারা ভারতীয় শিল্পের খুব নাম-কর ঘোষিত হ’ল ।