পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bア58 মখুর-যাত্র ( প্রথম যুগের রাজপুত চিত্র, ১৭শ শতাব্দীর প্রথম দিকে ) সমঝদার তাদেরও এসম্বন্ধে জানবারই সুযোগ হয়নি। কোন চিত্রশালাতেই এরূপ পাটার সংগ্রহ দেখা যায় না। অনেকেই পাটার বর্ণ-বিন্যাস ও অঙ্কন-কলার প্রশংসা ক’রে থাকেন। শ্ৰীযুত ঘোষ এইসব পাট সম্বন্ধে একটি প্রবন্ধ লিখছেন । খেলবার তাসে যে-ছবি আঁকা হ’ত তা ভারতবর্ষের ধনী লোকেরা খুব পছন্দ করত। এরকমের তাস এখন ভারতবর্ষের নানা প্রদেশ থেকেই পাওয়া যাচ্ছে । এই সংগ্রহে খুব দুষ্প্রাপ্য হাতীর দাতের যে-তাস আছে তা খুবই উল্লেখযোগ্য । এই তাসে প্রাচীন মুঘল বা ইন্দপারসিক ধরণের জীবজন্তুর ছবি আছে। এই চিত্রগুলি অতি স্বন্দর ও মনম্বরের চিত্রকে স্মরণ করিয়ে দেয়। এই তাসগুলি সাধারণ গোল আকারের তাস নয়, চৌকোণা আকারের, আর চৌকণা তাস সংগ্রহ করা একটি দুরূহ ব্যাপার। বিষ্ণুপুরের দশ-অবতারযুক্ত যে-তাস আছে তা খুব পুরাণে দেখেই সংগ্রহ করা হয়েছে। এঅবধি আমরা এসংগ্রহে শুধু ভারতীয় অংশেরই আলোচনা করেছি। ইযুত ঘোষের শিল্পাহরাগ শুধু ভারতবর্ষেই আবদ্ধ নয়। তিনি শিল্প-ইতিহাসকে একটি বিরাটু ব্যাপার ব’লেই মনে করেন ও সকল জাতির শিল্পের দিকে এর খুব তীক্ষদৃষ্টি দেখা যায়। যিনিই এর চিত্র সংগ্রহ দেখবেন তিনিই টের পাবেন যে, ইনি চীন ও জাপানের চিত্রের খুব পক্ষপাতী। মুঘল যুগের চিত্র কলার প্রথমকার অবস্থায় পারস্তের চিত্রবিদ্যার সঙ্গে খুব ঘনিষ্ঠত ছিল ব’লে ইনি যে দ্বিতীয়টির প্রতিও আসক্ত হবেন তাতে আর সন্দেহ কি আছে ? পারস্তের মধ্যযুগে অনেক ভাল ভাল চিত্র এখানে আছে। তার মধ্যে রিজা আব্বাসী ও র্তার শিষ্য মুইন মুসাবিরের যে-সব রচনা আছে সেগুলিতে চিত্রকরদের নাম সই করা রয়েছে। এছাড়া চিত্রযুক্ত কতকগুলি চমৎকার হাতে-লেখা পুথিও ংগৃহীত আছে। তার মধ্যে একখানি/এমন পুথি আছে যা কারুকার্য্যের জন্ত বিশেষ ভাবে উল্লেখযোগ্য ; এপুথি বোধ হয় কোথাও প্রকাশিত হয়নি। এই পুথির চিত্রগুলি স্বপ্রসিদ্ধ চিত্রকর বিহ জাদের প্রবর্তিত পদ্ধতিতে রচিত হয়েছে। বহুকালের বিশ্বত কিন্তু গৌরবময় অতীতের সাক্ষী এইসব বর্ণ ও সৌন্দৰ্য্যময় রূপরচনার অবশেষগুলিকে সংগ্রহ ও রক্ষা করবার জন্য আমরা শ্ৰীযুত ঘোষকে ধন্যবাদ জানাতে বাধ্য। আর কোন চিত্র সংগ্রহে এত অধিক সংখ্যায় এত ভাল নিদর্শনগুলির সমাবেশ দেখাই যায় না। আর এতে জৈন, মুঘল, রাজপুত, কাংড়া, পাহাড়ী, শিথ, বাংলার, উড়িষ্যার ও দক্ষিণ ভারতের নানা পদ্ধতিগুলির ও তাদের আবার উপশাখাগুলিরও চিত্র দেখতে পাওয়া যায় ব’লে ভারতীয় শিল্প-রসিকেরা নিশ্চয়ই ঐযুত ঘোষের নিকটে কৃতজ্ঞ থাকৃবেন। বাস্তবিক এই বহুবিস্তৃত ংগ্রহটি দ্বারা আমরা যে শুধু শিল্পচর্চায় একটি নিৰ্ম্মল