পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] চলিতে চলিতে বৃষ্টি হইতে আত্মরক্ষা করিবার বৃক্ষতল আশ্রয় করিয়াই অনেকে বজ্রাঘাতে প্রাণ হারায় । আমেরিকা যুক্তরাজ্যের অরণ্যবিভাগ বজাযাতে লোকের মৃত্যু সম্বন্ধে প্রচুর আলোচনা ও আদমকুমারী করিয়া দেখাইয়াছেন যে, এই অপঘাত মৃত্যুর অৰ্দ্ধেকাংশ প্রাস্তরে খোলা মাঠে ঘটে, এক চতুর্থাংশ বৃক্ষতলে ঘটিয়া থাকে, অবস্ত অনুপাতে বৃক্ষতলেই মৃত্যুর সংখ্যাধিক্য দেখা যায়। ইহার কারণ, (১) গাছপালার সংখ্যাধিক্য, (২) বৃক্ষচুড়া মাটি হইতে অনেকটা উচ্চে সংস্থিত ও মেঘের সন্নিকটবৰ্ত্তা, (৩) গাছের শাখা-প্রশাখা দিকে দিকে বিস্তারিত ও খুব বিদ্যুৎ-বহ, (৪) জল জিনিষটি অত্যাধিক বিদ্যুৎবহ এবং সাধারণতঃ বৃষ্টিপাত সময়ে বৃক্ষের শাখাপ্রশাখা এমনি-কি কাও পয্যন্ত জলে ভিঞ্জিয়৷ যায়। এতদ ব্যতীত বৃক্ষাভ্যন্তরেও জলীয় পদার্থ বিদ্যমান, এমনকি দেখা গিয়াছে ইবনাইট প্রভৃতি যে-সমস্ত গাছ অত্যন্ত বিদ্যুৎ-বিরোধী ( non-conductor ) সেগুলিও ভিজিয়া বিদুৎবহ হইয় পড়ে । ক্যালিফোর্ণিয়ীর জঙ্গলে বজ্রদগ্ধ ফর গাছ সাধারণতঃ খুব উচু ও সোজা গাছেই বজাঘাত হইতে দেখা যায়, তাল নারিকেল, খড়দুর দেবদার, পাইন প্রভৃতি গাছেই প্রায় বক্সাঘাত হয়। একই আঘাতে একসঙ্গে অনেকগুলি গাছ ভস্মীভূত বা আস্থত হয়। বজাঘাতের ফলে গাছে নানা অস্তুত পরিবর্তন হয় । কোন গাছ খালি ঝলসিয়া যায়, পাতা ফল ফুল কিছু থাকে না, গাছটি খালি শিরষ্টীড়া লইয়া দাড়াইয় থাকে। কখনও দেখা যায় গাছের অৰ্দ্ধেকটা পুড়িয়। ছাই হইয়া গিয়াছে, অৰ্দ্ধেকট অক্ষুণ্ণ আছে। কখলে দেখা যায় বৃক্ষকাণ্ডেয় ছলটি মাত্র নষ্ট হইয়াকে । কখনে বৃক্ষের গায়ে ছোট ছোট ছিদ্র হুইয়া যায়—যেন পোকায় খাইয়াছে। বৃক্ষকাণ্ডে বজাঘাত হইলে অনেক সময় সেখান হইতে বৃক্ষচুড়া পৰ্য্যস্ত আরেকবার বিদ্যুৎ থেলিয়৷ যায়, তাহাতে গাছটি একেবারে ছিন্ন-বিচ্ছিন্ন হইয়া যায়। বনের সবচাইতে বড় গাছে বীর বীর বজ্রাঘাত হয়, ফলে গাছগুলি একেবারে ন! মরিলেও ঠিক মত বাড়ে না। 命 ক্যালিফোর্ণিয়, ফুেরিডা, এরিজোম প্রভৃতি স্থানের অরণ্যে র্বাপেক্ষ অধিক বজ্রপাত হয় । এখানে ক্যালিফোর্ণিয়ার জঙ্গলের দুইটি বজ্ৰাহত গাছের ছবি দেওয়া হইল । পঞ্চশস্য—মানুষে-বনমানুষে yరిసె মানুষে-বনমামুষে— জীবজন্তুদের তুলনায় মানুষের শক্তি বেশী কি কম ইহা লইয়া প্রচুর আলোচনা হইয়। গিয়াছে। দেখা গিয়াছে যে, শরীরের আয়তন অনুপাতে C মানুষের দ্বিগুণ জোর স্কজেট ১২৬০ পাউণ্ড টানিয়াছিল