পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যমূ শিবমূ সুন্দরমূ” আশ্রিল-> s్సNల ২৬শ ভাগ । 》 한 বৈকালী স্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুর ( > ) দিন পরে যায় দিন, বসি পথ-পাশে, গান পরে গাই গান, বসন্ত-বাতাসে । ফুরাতে চায় ন বেলা, তাই স্বর গেঁথে খেলা, রাগিণীর মরীচিকা স্বপ্নের আভাসে । দিন পরে যায় দিন, নাই তব দেখা, গান পরে গাই গান, রই ব’সে একা । স্বর থেমে যায় পাছে তাই নাহি আসে কাছে, ভালোবাসা ব্যথা দেয় ধারে ভালোবাসে । ( ૨ ) বনে যদি ফুটুল কুহুম নেই কেন সেই পাখা"। কোন সুদূরের আকাশ হ’তে আনব তারে ডাকি ? ~9~9 | ૭હૈં সংখ্যা হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে, এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি । উদাস-কর হৃদয়-হর না জানি কোন ডাকে সাগর-পারের বনের ধারে কে ভুলালে৷ তাকে । আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তায়, এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাকি । ( ७ ) এসে আমার ঘরে, বাহির হয়ে এসো তুমি যে আছ অস্তরে ।