পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জগদীশচন্দ্র বসুর পত্রাবলী ঐ রবীন্দ্রনাথ ঠাকুরকে লিখিত د . « د چTtچ گاه * বন্ধু, তুমি পুনরায় সম্পাদকের ভার লইয়। তোমার সময় নষ্ট করিবে মনে করিয়া প্রথম প্রথম দুঃখিত হইয়াছিলাম । তার পর দুই সংখ্যা বঙ্গদর্শন পড়িয়া অতিশয় সুখী হইয়াছি । আর, সমস্ত লেখাতে একটি নূতন ভাব দেখিয়া অতিশয় আশান্বিত হইয়াছি । এতদিন পর যদি আমাদের চক্ষের আবরণ খুচিয়া যায় এবং আমাদের প্রকৃত মহুয্যত্ব বুঝিতে পারি, তাহ অপেক্ষ আর কিছু অভিপ্রেত নাই । তোমার আকাজক্ষা যেন ভারতবর্যময় ব্যাপ্ত হয়। আর, তুমি যে-সব দুরূহু প্রতিজ্ঞা করিয়াছ, তাহা যেন রক্ষা করিতে সমর্থ হও । আমার সর্বাপেক্ষ ক্ষোভ এই, যে, আমাদের প্রকৃত গৌরব ভুলিয়া মিথ্যা আড়ম্বর লইয়া ভুলিয়া আছি। এখন এসব দেশ ভাল করিয়া দেখিয়াছি, এখন অনেক বুঝিতে পারি। অন্ত কোন দেশে সভ্যতা এতদূর নিম্নস্তর পৰ্য্যন্ত ব্যাপ্ত হইয়াছে ? অন্য কোন জাতি অনার্য্যকে আর্য্য করিতে পারিয়াছে ? অন্য কোথায় নিম্নস্তর পর্য্যস্ত পুণ্য এরূপ প্রসারিত হইয়াছে ? তবে আজকাল জ্ঞান লইয়া সভ্যাসভোর বিচার হয় । তোমরা মূখ, তোমরা কেবল নকল করিতে পার, ইত্যাদি কথা, বিদেশী কেন, স্বদেশী অনেকের নিকটও শুনিয়াছি । এই এক কথা শুনিয়া সমস্ত দেশের লোক মন্ত্রমুগ্ধ হইয়। আছে। তুমি মেহগুণে আমার অনেক প্রশংসা করিয়াছ। যদি কিছু প্রশংসার থাকে, তবে তাহা এই, যে, আমি এই মন্ত্রপাশ হইতে নিজেকে মুক্ত করিতে পারিয়াছি। আমি সত্য বলিতেছি, যে, অন্তে যাহা করিয়াছে, তাহা যতই উচ্চ হউক না কেন, তাহা আমাদের জাতির পক্ষে অসম্ভব নহে। তোমরা আশীৰ্ব্বাদ কর, আমি যেন, ج: صصد ه لا يق সেই Eternal Life, যাহা দ্বারা আমাদের সমস্ত চেষ্টা সমস্ত উৎসাহ নিৰ্ম্মলিত হইয়াছে সেই ঘোর মিথ্যাপাশকে যেন চিরকালের জন্য ছিন্ন করিতে পারি। পাঁচ বৎসর পূর্বে আমি অনেক চেষ্টা করিয়া বিজ্ঞানাগারের জন্য এদেশ হইতে সমস্ত এক প্রকার ঠিক করিয়া গিয়াছিলাম। শেষে ক্ষুদ্র লোকের চেষ্টায় আমার পরাজয় হইল। সেই ক্ষোভ আমার কোনদিন মিটবে না। কারণ আজ সেই পরীক্ষাগার থাকিলে ভারতবর্ষকে পুণ্যক্ষেত্র করিতে পারিতাম। কেবল আমাদের দেশ হইতে আমার শিষ্য দ্বার জগতে একটি সত্য সম্পূর্ণরূপে প্রচারিত হইত। এই আমার যে ইংরেজ এ্যাসিষ্ট্যাণ্টআছে, সে যখন আসিয়াছিল, তখন একান্ত গো-বেচারী। এখন উৎসাহে তাহার মূখের এক নূতন জ্যোতি ফুটিয়াছে। আমি এখন আরও কত নূতন বিষয়ের সন্ধান পাইতেছি, তাহা লিখিয়া জানাইতে পারি না। রমেশবাবুর সহিত সেদিন দেখা হইয়াছিল। তিনি আমার দেশে ফিরিয়া যাইবার কথায় পুনঃ পুনঃ নিষেধ করিলেন। একবার এইভাবে বাধা পাইলে যে আর ফিরিয়া যাইব না, তাহা বুঝিতে পারি। এদিকে দেশের মায়ার বন্ধনও সম্পূর্ণ কাটাইতে পারি নাই। কি করিব কিছুই স্থির করিতে পারি না। তোমার পত্র পাইলে স্থির করিব । লোকেনের সহিত সাক্ষাৎ পাওয়া দুষ্কর ; একদিন আমি যাইয়া দেখা করি, তার পর আর দেখা নাই । মহারাজার যে এদেশ হইতে tutor লইবার কথা লিথিয়াছিলে, তা’ একজন ভাল লোক দেখিয়া দিতে পারি। কিন্তু একবার ভাবিয়া দেখিও । আমাদের দেশের ও এদেশের আচার্য্যের অনেক প্রভেদ । আমাদের দেশীয় গুরু-শিষ্যের উন্নতিতেই সস্তুষ্ট, কিন্তু এদেশ হইতে