পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ( ৩৭ ) - ১৫ই অকৃটোবর, ১৯০১ বন্ধ, তুমি লিপিয়াছ, আমার বন্ধুত্ব তোমাকে এমন প্রবল ও গভীরভাবে আকৃষ্ট করিবে তাহা এক বৎসর পূৰ্ব্বে জানিতে না । হয়ত জান না যে, আমার অবস্থাও ঐরূপ । কেন আকৃষ্ট হইয়াছি তাহার কারণ এই যে হৃদয়ের অনেক আকfজক্ষ। যাহা অামার মনেই থাকিত তাই তোমার মুখে তোমার লেখাতে পরিস্ফুট দেখিতে পাই। নিরাশার মধ্যে কে মন বঁাধিতে পারে ? তবুও এক বিশ্বাস যে আমর একদিন আলোর সন্ধান পাইবই, সেই আশায় তোমাকে দেখিয়া বিশ্বস্ত হইয়াছি। দুই অভ্যস্তরের শক্ৰ হইতে আমাদিগকে রক্ষা করিতে ইষ্টবে,-প্রথম মিথ্যা-অভিমানী স্বজাতিবৎসল, আর স্বার্থে স্বজাতিদ্রোহী। আমার মনে হয় এখন বিনয়ী, বিশ্বাসী, ধৈর্য্যশালী, স্বজাতিপ্রেমিকের সংখ্যা দিনদিন বৰ্দ্ধিস্থ হইতেছে । তুমি ইহাদিগকে আকৃষ্ট করিও । এবং একস্থত্রে গথিত করিও । তুমি যে নূতন বিদ্যাশ্রম খুলিয়াছ তাহতে স্বর্থী হইলাম । বৎসরে ২৪টি পুরুষও যদি এইভাবে প্রণোদিত হয়, তাহা হইলে আমরা বিনষ্ট হইব না। তুমি জান না তোমার পত্র পাইয়া আমি কিরূপ আশ্বস্ত হই। আমার পদে পদে কত বিস্তু তাহা তুমি মনেও করিতে পার না। আমি কখন কখন একেবারে নিরীশ্বাস হই । তোমাকে পূৰ্ব্বেই বলিয়াছি আমার কার্য্যে যত নূতনত্ব থাকিবে, সে-পরিমাণে বাধা পাইব । প্রচলিত Çų-TE, Įtztą fsfēCKE HR: Electro-physiology স্থাপিত হইয়াছে, তাহার উপর হাত দিলে অনেক খ্যাতনাম বৈজ্ঞানিকের কাৰ্য্যের উপর হস্তক্ষেপ হয় । অথচ সত্য অপলাপ করিয়া চপ করিয়া থাকিলে কোন দিন সত্য প্রচারিত হইবে না। আর আমার কার্য্য এরূপ কঠিন যে, ইংলণ্ডে ২৩ জন লোক ব্যতীত আমার শ্রোতামগুলী নাই। তাহারাও পুরাতন মতের অবলম্বী। Physicist to physiologistro Noss wax *ist সস্তুষ্ট জগদীশচন্দ্র বস্থর পত্রাবলী ԵԳ2, সংগ্রাম চলিয়াছে, এখন একে অন্যের বিষয়ে হস্তক্ষেপ করিতে চাহেন না । আমাকে এজন্য সম্পূর্ণ একাকী কাৰ্য্য করিতে হইবে, কাৰ্য্যও এত বিস্তীর্ণ যে, অনেক সময় লাগিবে, কত সময় লাগিবে তাত এখন বল অসম্ভব। অর্থাৎ প্রতি বিষয় নূতন করিয়া স্থাপিত করিতে হুইবে । তোমাকে বলিয়াছি যে, আমি আমার থিওরির প্রত্যহুই নূতন ও অত্যশ্চৰ্য্য প্রমাণ পাইতেছি। ক্রমে ক্ৰমে অন্ধকারে আলোকরশি দেখিতেছি । তুমি যদি এখানে থাকিতে তাহা হইলে তোমাকে দেখাইয়া বড় স্বৰ্গী হইতাম । তুমি অনায়াসে বুঝিতে পার, এবং নিশ্চয়ই উৎসাহিত হইতে । o যাহা প্রমাণ দ্বারা একমুহূৰ্ত্তে দেখাইতে পারি তাহ লিখিয়া প্রকাশ করা দুরূহ। তবুও মনে করিতেছি যে, একথানা পুস্তক লিখিব, তাহাতে পুঙ্খানুপুঙ্খরুপে সমস্ত experiment বিবৃত থাকিবে । তাহাও অনেক সময় সাপেক্ষ । Prince Kropotkin co-fi- f.“ Ho SfA সমস্ত , experiment দেখিয়াছেন। তাছার দ্যায় মনস্বী ইয়োরোপে দুলভ। তিনি সমস্ত দেখিয় বলিগেন, “vatrizii: cxperiment qz argument ****ļāIA মধ্যে স্বচ্য গ্র প্রবেশ করাইবার ছিদ্র নাই। আপনি অবধ্য, কেহ আপনার কেশ স্পর্শ করিতে পরিবে না । আপনি অনেক আবরণ ছিন্ন করিয়াছেন, কিন্তু এজন্যই আপনাকে বহু প্রতিবাদ সহ করিতে হইবে।” তোমার জগদীশ এবার B, Assm. এ যে নূতন paper পড়িয়াছি তাহী পাঠাই । - ( ડીઝ ) Royal Institution. London د ۰ ه د ,TCRRHة چrا বন্ধু, তুমি লিখিয়াছ যে আমার নিমন্ত্রণ যেন মনে থাকে ।

  • .J. একথা-ধ সত্য ? তুমি যদি একবার আসিতে পারিতে