পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Iondon ২৯এ নবেম্বর, ১৯৪১ বন্ধু, গাছ মাটি হইতে রস শোষণ করিয়া বাড়িতে থাকে, উত্তাপ ও আলো পাইয়া পুষ্পিত হয়। কাহার গুণে পুপ প্রস্ফুটিত হইল ?—কেবল গাছের গুণে নয়। আমার মাতৃভূমির রসে আমি জীবিত, আমার স্বজাতির * প্রেমালোকে আমি প্রস্ফুটিত। যুগ যুগ ধরিয়া হোমানলের অগ্নি অনিৰ্ব্বাপিত রহিয়াছে, কোটি কোটি হিন্দু সস্তান প্রাণবায়ু দিয়া সেই অগ্নি বক্ষ করিতেছেন, তাহারই এক কণা এই দূরদেশে আধিয়া পড়িয়াছে। আমি সে তোমাদেরষ্ট প্রাণের অংশ, তোমাদেরই সুখ-দুঃখের অংশী, জীবনদোলা । ബ - সৰ্ব্বদা হৃদয়ঙ্গম করাইয়; দাও , তাহা হইলে আমি শত বাধা পাইয়াও ভগ্নেদাম ইব না এবং তোমুদের জন্য জয়লাভ করিব । আমার রয়্যাল ইন্‌ষ্টিটুfসনেব বস্তৃত। পাঠাইতেছি । বিষয়টি বড় কঠিন, সাধ্যাকুসারে সহজ করিতে চেষ্ট্র করিয়াছি । এক ঘণ্টা সময়ে যতটুকু বলা যায় তাহাই বলিয়াছি । কিন্তু আলও কত আশ্চর্য্য বিসয় বলিবার আছে তঃ বলিতে হইলে একখানা পুস্তক লিখিতে হয়। তাঙ্গাই করিতে হইবে । R তুমি কৰে আসিবে ? t,তামার মৃগদীশ ! ক্রমশ: ) জীবনদোল৷ - ঐ শান্ত দেবী

S S )

২২:ভু পৌছিয়া সারাদিনই গৌরী কেমন গম্ভীর হয়। হিপ্প , সন্ধ্যায় তাহার পিত। রোজকার মতই আসিয়া বfললেন, “গৌরী, বেড়াতে যাবি ? চল, আজ নদীর ধারে যাওয়া ধাকু " গেীরী বলিল, “ন। বাব, আfজ আমি খাব ন আমার ভাল লাগছে না।” ব্যস্ত হইয়া উঠিয়া বাবা বলিলেন, “কেন মা, কি হয়েছে, অমুখ-বিসুখ কিছু করেছে নাকি ?” তরঙ্গিণী তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া তাহার কপালে হাত দিয়া বলিলেন, “না, কিসের অস্থখ ? বেল ক’রে গঙ্গা নেয়ে ফিরে আ বেলায় রান্ন-খাওয়া হয়েছে, তাই বোধ হয় ছেলেমামুষের শরীর একটু পারাপ লাগছে । ও কিছু না, আপনি সেবে যাবে।” করিকে শব চলিয়া গেলেন । গৌরী সারাদিন ভাবিয়াছে ; মাকে জিজ্ঞাস করিতে তাহার সঙ্কোচ হইতেছিল ; কিন্তু এই পূব প্রশ্নের উত্তর ম। ছাড়া আর কেহ বা দিতে পারে ? কটু চিন্তিতভাবে একলাঙ্গ বহিরে এতদিন এসব কপ। সে ভাবিয়া দেখে নাই ; কিন্তু আঞ্জ থল পরের প্রশ্নে অকস্মাৎ মনে এসকল কথা জাগিয়া উঠিয়াছে, তখন সব সন্দেই মিটাইম মা লষ্টয় সে স্তির হইতে পারিতেছে ন । সত্যই ত তাহার বিবাহ হইয়াছিল । তবে এত বিষয়ে বিবাহিতাদের সঙ্গে তাহার এমন প্রভেদ কেন ? ময়নার বিবাহ তাহার অনেক পরে হইয়াছে ; অথচ এই দুই সপ্তাহ অ'গেই সে ধৌদিদির চিঠিতে খবর পাইয়াছে যে, ময়না আজ তিন মাস শ্বশুরবাড়ী পুহিয়াছে, পূজার আগে সে শ বাবার কাছে ফিরিবে না । মেজ-বৌদিও গা , প্রায় একপংর্সব ইস্তে চলিল শ্বশুর-বাড়ীতেই লাগিব।