পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉ {n ] বঙ্গের বাহিরে নব্য-বঙ্গীয় কলাশিল্পী স্ত্র অসিতকুমার হালদার তাদের মধ্যে একটি বাঙ্গালী যুবক—শ্ৰী মনোময় ঘোষ (বিল্ল। ) সব-চাইতে মাংসল শরীর গঠন করেছিল। তার শরীরের একটি বিশেষ ভঙ্গীর ছবি এখানে দেওয়া গেল। আর আমার এই তিন বৎসরব্যাপী সাধনার ফলে সামান্য যা কিছু লাভ করেছি তাও আপনাদের সামনে ধ’রে দিলাম। আমার মতে, চেষ্টা করলেই নিজের শরীর মুন্দর এবং বলিষ্ঠ ক’রে তুলতে পারা যায়। শরীর গঠন করতে হ’লেই যে রাজভোগের প্রয়োজন এ-একট। নেহাৎ বাজে কথা। বাদাম, মাখম, মালাই ইত্যাদি না হ’লে যে শরীর বলিষ্ঠ করা যায় না এটা আমাদের একট। মস্ত ভুল ধারণ ছিল। নিজের দিক্‌ থেকেই বলি না কেন আমি সাধারণ গৃহস্থ ঘরের “বাঙ্গালী” ছেলে ; ডাল, ভাত, চচ্চড়ি, আর চুনো-পুটর মুড়ে খেয়েই মাহুষ । মাখম, বাদাম, কিস্থ। ডিম ইত্যাদি যে খুব পেয়েছি সে-কথা আমি চেষ্টা ক’রে ও মনে করতে পারি না । তা ছাড়া আমাদের দলের প্রায় সমস্ত ছেলের অবস্থ। আমারই মতন। সে যাই হোঁকু, عمbسرا ঐী মনোময় যেtষ এ-বিষয়ে আমি জোর ক’রে কিছু বলা যুক্তিসঙ্গত মনে করি না, কারণ সকলেরই এ-বিষয় একটা স্বতন্ত্র মত ՎN|Շ5 | বঙ্গের বাহিরে নব্য-বঙ্গীয় কলাশিপী শ্ৰী অসিতকুমার হালদার শ্রী জ্ঞানেন্দ্রমোহন দাস দেখিতে দেখিতে বঙ্গের গৌরব আচাৰ্য্য অবনীন্দ্রনাথ ঠাকুরের মানসীকন্তু “নব্যবঙ্গীয় চিত্রকল|” বাঙ্গালীর উদ্ভাবনী প্রতিভার বলে, প্রাচীন হিন্দুযুগের সংস্কার, বৌদ্ধ যুগের ধারা, রাজপুত ও মোগলযুগের যর্ণের ভিতর দিয়া এবং নব্যযুগের কল্পনার ঐশ্বৰ্য্যে মণ্ডিত হইয়া বাঙ্গালীরই তৃলিকামুখে এমনই বিশ্বচিত্তজয়ী যৌবনীতে ফুটিয়া উঠিতেছে ; “প্রাচীর" শাশ্বত ভাব ও অহুভূতি এই "গুরুকুলের” (School) রূপকলায় এমন মূৰ্ত্ত হইয় উঠিতেছে যে, তাহার বাস্তবতা ও সৌন্দৰ্য্য, তাহার জাতীয় জীবনের আশা ও আকাঙ্ক্ষা মিটাইবার শক্তি ও প্রয়োজন, তাহার প্রভাব ও ভবিষ্যৎ র্যাহারা পূৰ্ব্বে অস্বীকার করিয়াছিলেন, > > R-8 র্তাহারাও এখন ধে স্বীকার করিয়া লইতেছেন, তাহার লক্ষণ দেখা দিয়াছে। দশান্দ পূৰ্ব্বেও কিন্তু ঠিক এমনটি ছিল না। নব্যতন্ত্রের গুরুগৃহে দশাব্দ মধ্যে ইহার জন্ম হইয়াছিল এবং দুই দশাবা মাত্র হইল ইহা সমালোচনার প্রখর রৌদ্র এবং বিদ্রুপের অবিশ্রান্ত বৃষ্টি মাথায় করিয়া “প্রবাসী”র ভিতর দিয়া আত্মপ্রকাশ করিয়াছে । আচাৰ্য্য স্বয়ং বলিয়াছেন, “বাংলার চিত্রকর সবাই ভবিষ্য অবস্থায় তখন, কেবল সকাল হচ্চে মাত্র । * * * নতুন বাংলার আর্টিষ্টদের ছবি প্রবাসীতে এবং তার [ প্রবাসী-সম্পাদক মহাশয়ের ] আলবমে তার রামায়ণে ছাপিয়ে বারে বারে সমালোচকের হাতে র্তাকে তিরস্কৃত হ’তে হয়েছে * * * |