পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্য ] বঙ্গের বাহিরে নব্য-বঙ্গীয় কলাশিল্পী ঐ অসিতকুমার হালদার জয়পুরের এই কর্মগ্রহণ করায় লণ্ডন রয়েল কলেজ অব আর্ট এর অধ্যক্ষ আচার্ষ্য রদেনষ্টীন ( Mr. W. “ Rothenstein, Principal Royal College of Art, London ) অসিত-বাবুকে অভিনন্দিত করিয়া লিখিয়াছিলেন— “My dear friend, I was delighted to hear that you have been made Principal of the Jaipur school of arts......I cannot imagine any one better equipped for such a post thau yourself. You will be able both to inspire others and to do creative work yourself в * в « 8 в .Sinceroly always” etc. এই সময় আগ্রা অযোধ্যা যুক্তপ্রদেশের “গবর্ণমেণ্ট স্কুল অব আর্টস"এর প্রিন্সিপ্যালের প্রয়োজন বিজ্ঞাপিত হইলে, শুনা যায় ঐ পদের জন্য দুই শত আবেদন পড়ে ; অমিত-বাবুও দরখাস্ত করেন। নিৰ্ব্বাচনসমিতি সেই দুই শতের মধ্যে হালদার মহাশয়কেই নিৰ্ব্বাচন করেন, মুতরাং ১৯২৫ অব্দের জুলাই মাসে তিনি শ্ৰীযুক্ত হিরন্ময় রায় চৌধুরী এ, আর, সি, এ, মহাশয়ের হস্তে কাৰ্য্যভার ন্যস্ত করিয়া জয়পুর ত্যাগ করেন এবং গবর্ণমেণ্টের নবপ্রতিষ্ঠিত কারু-বিদ্যাপীঠের প্রিন্সিপ্যাল হইয়া লক্ষেী প্রবাসী হন। এই স্বত্রে গবর্ণর জেনারেলের মাননীয় এজেণ্ট, উক্ত গ্লাসী সাহেব ইন্দোর রেসিডেন্সী হইতে ১৯২৫ সালের ৬ই ফেব্রুয়ারী অসিত,বাবুকে অভিনন্দিত করিয়া পত্র দিয়াছিলেন এবং জয়পুরের মন্ত্রীসভার প্রেসিডেণ্ট রেনল্ডস সাহেব (L. W.Reynolds, I.C.S.) জয়পুরে অসিত-বাবুর কার্য্যের প্রশংসা করিয়া লিখিয়াছিলেন— ".........your work in Jaipur now alas ! to tern.inate too soon. I would like to take this opportunity to thank you for the excellent work you have done in bringing the school of arts in Jaipur back into the right path. I am extremely sorry we are to lose you though I rejoice that you have obtained an appointment which will be more to your liking and give greater scope for your ability.” লক্ষ্মেীএ আসিয়াও অসিত-বাবুকে স্কুলের সংস্থার-কার্ধ্যে নিযুক্ত হইতে হইয়াছে, স্কুলের অধ্যক্ষতা ব্যতীত তাহার * Sord “U.P. Arts & Crafts Museum” & “Empo rium”এরও ভার আছে। এম্পোরিয়াম্ একটি স্বতন্ত্র ه بیbb প্রতিষ্ঠান। ইহার কণ্টে লোরের কাৰ্য্যের জন্য র্তাহারস্বতন্ত্র বৃত্তি নিৰ্দ্ধারিত আছে। তিনি এই পণ্যপ্রতিষ্ঠানটিকে কলাভবনের সংস্রব হইতে স্বতন্ত্র করিয়া কেবল ব্যবসায়প্রধান স্থানে স্থানান্তরিত করিবার প্রস্তাব করিয়া সৰ্বকারের মঞ্জুরী গ্রহণ করিয়াছেন । কিন্তু স্বতন্ত্র করিলেও তাহার উন্নতির তত্ত্বাবধান সমানই করিবেন । তিনি এখানে এনগ্রেভিং বিভাগে সোনারূপার উপর মিনার কাজ শিখাইবার নূতন ব্যবস্থা করিয়াছেন। এবং প্রসেস্ (process) 8 go (block) orgē-o'-2'Isà for আরম্ভ করাইয়াছেন। তজ্জন্য একজন শিক্ষককে জয়পুরে লকে শিল্প-বিদ্যালয়ের গৃহসজ্জা ও মওনশিল্প শিক্ষার ক্লাস পাঠাইয়াছেন এবং অন্যান্যকে কলিকাতায় "ইউ রায় এগুসন্স”এর কার্য্যালয়ে পাঠাইয়া তিন বর্ণের ব্লক করা শিখাইয়া লইয়াছেন। সোনারূপার মীনার কার্য্য (enamelling ) বিভাগের ন্যায় মুদ্রাশিল্প বিভাগ (art printing ) (no tin colour process &f=f3 দ্বারা এখানে নূতন প্রবত্তিত হয়। MTRIZeo, “New India” বলিয়াছেন— “The appointment of Mr. Asit Kumar llaldar as Principal of Lucknow School of Art marks a specially important step forward in the cultural movement in India for the first time as ar as we are aware, a working artist in the purely oriental style has been given a front rank appointment of great responsibility in a government school in British India without any of the limitations of পত্রিকা সত্যই