পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] ম্যামুয়েল এলোনসে। অতি-মানুষ জন্মাবার আগে মাকুযই লোপাট হ’য়ে ধ/বে । এই প্রবন্ধের নামের নীচেই যে-ছবিটি ছাপা হয়েছে সেটি কেন্থি জ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিখ্যাত বাচ খেলায় ১৯২৩ সালের প্রতিযোগিতার ছবি । যারা যে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নেমেছে তারা সেই সেই বিশ্ববিদ্যালয়ের মুখ রাখবার জন্যে প্রাণপণ সাধন করতে ৯পেছপাও হয়নি। টেম্স নদীর ওপর বাচ-খেলার এই বাৎসরিক প্রতিযোগিতায় জয়ী হবার জন্যে কত কায়দ

  • cववि' नॉर्कन बन (य १९ निcन्छन

yఫిలి কুমারী রেড টম্সন কামুন তাদের শিখতে হয়েছে,—মাসের পর মাস কত কঠোর পরিশ্রমই না তারা করেছে ! চমৎকার সব ছেলে ! যে-কোনও জাত এদের নিয়ে গৰ্ব্ব করতে পারে। ছেলের শিক্ষানবিশীর সময় দলে দলে দাড় টানবার জন্যে ঘর থেকে বেরিয়ে আসে ;—কত ঝড়-জল, কত তুষার তাদের মাথার ওপর দিয়ে যায়, জীবনের সকল রকম স্থখ-স্বাচ্ছন্দ্য তাদের বিসর্জন দিতে হয় ! নিজের বিশ্ববিদ্যালয়ের গৌরব, আর শারীরিক সৌষ্ঠবচর্চার একটা মহৎ দৃষ্টান্ত রেখে যাওয়াই তাদের লক্ষ্য। বাচ-খেলা এক চমৎকার ব্যায়াম। শরীরের মাংসপেশী বলিষ্ঠ সবল হ’য়ে ওঠে, মানুষ তেজীয়ান হয় ; একাগ্রত ও একসঙ্গে কাজ করার শিক্ষাও এতে লাভ হয়।