পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী-আশ্বিন, ১ওee [ ২৬শ ভাগ, ১ম খণ্ড ক্রিকেট খেল৷ আট জন লোক যখন একই সঙ্গে—এতটুকু ভুলত্রুটি না করে ঠিক কলের মত দাড় টেনে চলে—তারা যে একটা কিছু করেছে—একথা তখন আর কেউ অস্বীকার করতে পারে না। প্রাণপণে সকলে ঠিক একই সময়ে এক গ্রমনে কুড়ি মিনিটকাল ধরে দাড় টেনে চলেছে—এতটুকু অন্যমনস্ক হবার উপায় নেই,--ইয়েছে কি তৎক্ষণাং সব মাটি নর্টনের বিরুদ্ধপক্ষে জনষ্টন হ’য়ে গেছে ! কাজটা যে কিরকম শ্রমসাধ্য, একবার দেখলেই বেশ বুঝতে পারা যায়। দৌড়-বাজির খেলা—সে আবার আর-এক {ব্যাপার । পিস্তলের আওয়াজ হয়েছে কি—দে দৌড় ! একশ গজ থেকে যে যতদূর পারে—সে যে কত মাইল তার কোনও ঠিক-ঠিকান নেই। এর জন্যে তাদেরও রীতিমত শিখতে হয়। পাচ মিনিট সময়ের মধ্যে এক মাইল পথ ছুটবার চেষ্টা করলেই বুঝতে পারা যায়— ব্যাপারটা কি। দূরপাল্লার দৌড়বাজি জিততে হ’লে রীতিমত বুদ্ধি থাকা দরকার। কোনথানে জোর ছুটুতে হবে, আর কোল্‌খানে আস্তে চলতে হবে— বাজে লোক তার কিছু বুঝতে পারে না । ভাল দৌড় বাজের পক্ষে ও স্থির-নিশ্চিন্ত হওয়া বড় কঠিন ! বাজী জিত বার চেষ্টা করে প্রত্যেকেই, কিন্তু তবুও কোন সময় ফস করে” কে যে এগিয়ে এসে বাজী জিতে নেয়— কেউ বলতে পারে না । জি, এম, বাটুলার ছিলেন একসময় অজেয় ; কিন্তু এখন দেখি—ডব্লিউ, ই, ষ্টিভেনসন তাকে হারিয়ে দিলেন । জয়ী হবার জন্যে প্রত্যেককেই রীতিমত শিক্ষা করতে হয় । শেখ বীর সে-সব অনেক জিনিষ ! প্রথম চাই – অভ্যাস, তারপর ধরণ-ধারণ ; দৌড়বাজীর স্বরুতেই চটপটে হওয়া, শরীরের যৎসামান্য শক্তিটুকুকেও কাজে লাগানো,—তার জন্যে ঠিক পরিমিত ভোজন দরকার,