পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] yఫి& যথেষ্ট ঘুমোতে হয়, ফাক আলোবাতাস দরকার,আর চাই শান্ত, সংযত নির্দোষ জীবনযাপন। অনেকে খেলোয়াড় হ’য়ে জন্মে, কিন্তু আবার তৈরীও হয় তার চেয়ে বেশি। আর যার জন্ম-খেলোয়াড়, বেশির ভাগ তারাই দিগ্বিজয়ী হ’য়ে থাকে । ধরের বাইরে যে-সব খেল। চলে—সে-সব হচ্ছে দৈহিক উৎকর্ষ সাধনের আর-একটা দিক । খেলা জিনিষটা মানুষকে আকর্ষণ করে বেশি, কারণ মানুষকে সেখানে একটুখানি বুদ্ধি থাটাতে হয়। অন্যান্য কারপেটিয়ার ও নীলস কুস্তি-কসরতের চেয়ে থেলাধুলা দেখলে মনে হয়—ষ্ঠ্য, কিছু করছে বটে ! দৈহিক উৎকর্ষের দিক্ দিয়ে খেলাটাকেই বেশি প্রয়োজনীয় বলে মনে হয়— কারণ এতে দেহ ও মন উভয়েরই একটা সামঞ্জস্ত থাকে । এর একটা নিয়ম আছে, সঙ্কেত আছে । এমন সব খেলা আছে—বাইরে থেকে দেখলে মনে হয় এতে ভয়ভাবনার কিছু নেই, ভারি সোজা ; কিন্তু ঠিকমত খেলতে গেলে শরীরের মাংসপেশীগুলোর রীতিমত জোরের দরকার। টেনিস খেলাটা বলে নাকি মেয়েদের খেলা । কিন্তু এ'থেল খেলতে হ’লেও রীতিমত শক্তির প্রয়োজন। টি, সি, লাউরি ও জি, টি, এস, ষ্টিভেনস এতেও একাগ্ৰ মনোনিবেশ চাই, এতে চোখের শিক্ষা হয়, দেহের সৌন্দর্য্য বাড়ে । প্রত্যেকের মন এতে ধীরেধীরে সমস্তাগুলির মীমাংসা করতে থাকে—দেহটাকেও ঠিক তারই সঙ্গে সঙ্গে কাজ করতে হয় । সভ্য মানুষের পক্ষে এ এক ভারি চমৎকার থেলা । or. 。.塢引黜 | ; o - *"o *y * - o * , , o

  • ,

কোরিয়ার টাগ-অফ ওয়ার পশুর মত গায়ে জোর থাকলেই শুধু’টেনিস খেলায় জয়লাভ করা যায় না । মন আর দেহ দুই-ই একসঙ্গে কাজ করবে । মিষ্টার জনষ্টনের কথাই ধরা যাক । দেখলে তাকে ডিম্সের সঙ্গে লড়বার উপযুক্ত পালোয়ান বলে’ মনে হয় না ; কিন্তু টেনিস খেলায় প্রত্যেকটি মার র্তার যেমন নিভুল তেমনি জোর। তার আসল কায়দা হচ্ছে ঠিক সময়মত মার।