পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্য। ] আমি ওই নিরক্ষর লোকটিকে কি সাম্বন দিব ! চুপ করিয়া রহিলাম। বাবু, বোঝা সব সময়েই বহিতে হয়, কিন্তু বর্ষাবাত্রি ছাড়া অন্ত সময়ে ওই মৃতদেহ আমি দেখিতে পাই না । দেখিয়া দেখিয়া বোঝা টানিয়া টানিয়া অনেকট। সহিয়া গিয়াছে, কিন্তু আজিও মাঝে মাঝে ভয় পাইয়া উঠি । ভিতরে ভিতরে আমার শরীর জীর্ণ হইয়া আসিয়াছে ; এই দুব্বিষহ যন্ত্রণ। আমি আর বেশীদিন সহ করিতে পারিব না। এই গাড়ীখানি ছাড়িয়া দিবার সামর্থ্য আমার নাই, বাৰু—এক অদৃশ্বশক্তি আমাকে ইহার সহিত জুড়িয়া দিয়াছে ; আমি তাহার কাছে সম্পূর্ণ শক্তিহীন। আজ তিন বৎসর ধরিয়৷ আমার এই ভীষণ কৰ্ত্তব্য আরম্ভ হইয়াছে ; কবে শেষ হইবে এক খোদাতালাই বলিতে পারেন ! — মকবুল উঠিয়া দাড়াইল । বলিল, বৃষ্টি ধরিয়া আসিআছে বাবু, আপনি গাড়ীতে বস্তুন ! আমি পরদিন তাহাকে আমার সহিত দেখা করিতে বলিব কি না ভাবিতে আমেরিকায় অপরাধ-প্রবণতা Sఖ3 ভাবিতে গাড়ীর নিকট গেলাম। মকবুল মুখ ফিরাইয়া কম্পিত হন্তে পর্দাখানি তুলিয়া ধরিল। আমি ভিতরে বসিতেই সে পর্দাখানি ফেলিয়া দিয়া গাড়ী টানিতে মুরু করিল। পৰ্বদা-ফেলা অন্ধকার রিক্সথানিব ভিতর বসিতেই আমার গা ছমছম করিতে লাগিল ; আমিও যেন আমার অত্যন্ত গা ঘোঁসিয়া এক অদৃষ্ঠ রক্তাক্ত মৃতদেহ দেখিতে পাইলাম ; একটা পচা দুৰ্গন্ধও নাকে আসিতে লাগিল। সভয়ে পৰ্বদা তুলিয়া ফেলিয়া মকবুলকে রিক্স থামাইতে বলিয়া বলিলাম—আমার বাড়ী বেশী দূর নয়, আমি হঁটিয়াই যাইতে পারিব। রিক্সথানির ভিতরে চাহিবার অfর সাহস হইল না । মক্‌বুল বুঝিল । একটু শীর্ণ হাসি হাসিয়া গাড়ীখানি তুলিয়া ধরিয়া মন্থর গতিতে চলিতে লাগিল। আমি সেখানে স্তব্ধ হইয় দাড়াইয়। রহিলাম। রিক্সথানির দিকে চাহিবার সামর্থ্য পর্য্যস্ত আমার হইল না। বহুক্ষণ পর্য্যন্ত রিক্সখানির ঠন্‌ ঠন্‌ আওয়াজ কানে আসিতে লাগিল। সে-রাত্রে ভাল করিয়া ঘুমাইতে পারিলাম না। আমেরিকায় অপরাধ-প্রবণতা শ্রী প্রভাত সাহাল আমেরিক অন্যতম পাশ্চাত্য সভ্য জাতি। আমেরিকানরা সাধারণতঃ মনে করে যে, তাহারাই মানব জাতির শ্রেষ্ঠ বিকাশ। প্রাচ্য জাতিদের উপর তাহাদের অবজ্ঞা স্ববিদিত। প্রাচ্যের অধিবাসী, বিশেষতঃ এশিয়াবাসীরা, তাহাদের মতে নৈতিক হিসাবেও সভ্যতায় নিকৃষ্ট স্থানীয় । শান্ত কারণের মধ্যে সেই অজুহাতে আমেরিকাতে এশিয়ার লোকদের জন্ত দ্বার রুদ্ধ হইয়াছে। সেখানে এশিয়াবাসীরা নাগরিকের দ্যাধ্য অধিকার হইতে বঞ্চিত হইয়াছে। অপরাধ-প্রবণতা হিসাবে আমেরিকার লোকেরা খুব নিকৃষ্ট । যদি অপরাধ প্রাবল্যই বৰ্ব্বরতার এবং অসভ্যতার মাপকাঠি হয়, তবে আমেরিকানরা বৰ্ব্বর এবং অসভ্য । অপরে নিকৃষ্ট হইলেই যে, আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হইবে, এরূপ ভ্রান্ত ধারণ আমাদের নাই। কিন্তু আমেরিকানদের যে অপরকে অবজ্ঞা করা উচিত নহে, তাহা দেখাইবার জন্যই আমরা এই প্রবন্ধ সংকলন করিলাম । আমেরিকার একজন বিজ্ঞ রাষ্ট্রনীতিবিৎ সম্প্রতি মত প্রকাশ করিয়াছেন যে,আমেরিকার যুক্তরাষ্ট্রই এক হিসাবে