পাতা:প্রবাসী (ষড়বিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఇ8 锦 প্রবাসী—আশ্বিন, ১৩৩৩ চুরি-ডাকাতি প্রভৃতিরও আমেরিকায় অন্ত নাই । সেখানে বালকবালিকার পর্য্যন্ত রিভলভার উচাইয়া রেল থামাইয়া রাহাজানি করিতে শিখিয়াছে । ইহার ফলে ব্যাপার এই দাড়াইয়াছে যে, ডাকঘর হইতে রাত্রিকালে রেলে মূল্যবান জিনিস পাঠান হয় না। সেথানে দিনের বেলায় সশস্ত্র প্রহরীর সঙ্গে ডাক পাঠানোর ব্যবস্থা করিতে হইয়াছে। ১৯২৫ সালের অক্টোবর মাস হইতে বোষ্টন সহরের প্রত্যেক ডাকঘরকে এক-একটি ছোট-খাটো দুর্গে পরিণত করা হইয়াছে, কারণ সব সময়ই সে-সব স্থানে চোর-ডাকাতে হান দিতে পারে । উইলিয়াম বার্ণস নামক আমেরিকার বিচার বিভাগের জনৈক বিশেষজ্ঞ বলিয়াছেন যে, রেলগাড়ী, ডাকগাড়ী, জাহাজ ও বন্দর হইতে আমেরিকাতে প্রতি বৎসর গড়ে ৩০ কোটি টাকা চুরি হয়। নিউ ইয়ক টাইমস্ কাগজে একজন লিখিতেছেন যে, আমেরিকার ব্যাঙ্কওয়ালাম্বের [ २७* छांनं, »न ५१ সমিতি হিসাব দাখিল করিয়াছেন যে, ১৯২২ সালে এক বৎসরে আমেরিকার ব্যাঙ্কগুলিতে প্রায় । ৫ শত রাহাজানি হইয়াছে এবং তাহার ফলে ৩৬৭৩৪৬৭২ টাকা চুরি গিয়াছে। আমেরিকার লিঞ্চিং রীতির কথা অনেকেই অবগত আছেন । এই নিষ্ঠুর রীতি অনুসারে ক্লষ্ণাঙ্গ নিগ্রোদিগকে সামান্ত অপরাধে শ্বেতাঙ্গ আমেরিকানরা যেরূপ ভাবে পোড়াইয়া মারে তাহা মনে করিতেও শরীর রোমাঞ্চিত হয়। নিগ্রোদের আন্দোলনের ফলে যদিও আমেরিকাতে লিঞ্চিং কিছু কমিয়াছে, তথাপি ঐপ্রকার চূড়ান্ত বর্বরতা এখনও উঠিয়া যায় নাই । ১৯১৯ সালের পূৰ্ব্বে আমেরিকাতে প্রতি বৎসর গড়ে ১•৭টি লিঞ্চিং হইত। ১৯২০ সাল হইতে পাঁচ বৎসর সেখানে ২৩৪টি লোককে লিঞ্চিং করা হইয়াছে। সেখানে কীরূপ বীভৎসভাবে জীবন্ত মানুষকেও পোড়াইয়া মারা হয় তাহ নিম্নলিখিত a z. z o.o. - ん%/リ 。 qo ? , - . % క్ట్ర Ա * - DAY AFTER DAY -Kirby in the New York World. কোপঠেস