পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ઇં-> তপন বলিল, “ছেলেদের জিনিষপত্রের ভার প্রত্যেকের উপর আলাদা ক’রে নয়। এক এক দিন এক এক জন সকলের জিনিষপত্রের ভার নেয়। সেদিন সকলের চাবি তার কাছে থাকে। যদি কারুর কোন জিনিষ হারায় তার জন্য সে দায়ী হয় ।” নিখিল বলিল, “তুমি কি টেমটু নট এর (‘লোভে ফেলে মা’র ) উন্ট থিওরি প্রচার করছ ?” তপন বলিল, “একটু এক্সপেরিমেণ্ট করে দেখছি, মানুষ এই রকম ক'রে লোভ জয় করতে পারে কি না । পরকে ঠকানো আর পরের জিনিষ চুরি করা মাহুষের ধে সেকেণ্ড নেচার হয়ে দাড়াচ্ছে, এর কবল থেকে উদ্ধার ন পেলে আর মুক্তি নেই।” শিবু বলিল, “মুক্তি আছে তপন-দা, যদি সেই রকম মার মারা যায়, যাতে জীবনে আব কোনদিন গায়ের ব্যথ: মা সারে ।” সকলে হাসিয়া উঠিল । সতু বলিল, “তাত'লে যাদের গায়ের জোর বেশী, তার সব চেয়ে বেশ চুরি করবে ।” তপন বলিল, “মানুষের শক্তি আর সুযোগ থাকলেও সে যে মিলোভ হতে পারে এবং সমাজগত ও ব্যক্তিগত ভাবে তাতেই যে মাতুয লাভবান হয়, এটা লোকে কবে শিখবে জ্ঞানি না ।” মহেন্দ্র বলিল, “ধে-দেশের শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন ‘মা ফলেষু কদাচন” সে দেশের কাছে তোমার এ ফিলসফি ত অতি সামান্য জিনিষ ।” তপন বলিল, “সামান্য হতে পারে, কিন্তু বিরাটটা বোঝাবার বুদ্ধি পর্য্যস্ত যাদের লোপ পেয়ে গেছে, তার সামান্তটা শিখলেও যে মুম্যুপ জল গণ্ডুষ হয়। ছোট হতে হতে আমরা ত মরতে বসেছি । বিদেশের লোকের কাছে মুখ দেখাতেও আমাদের লজ্জা করে যখন মনে করি আমার দেশের কত লোক স্ত্রীলোককে একলা পেলে তার মান মধ্যাদা রাখে না, অসহায় দেখলে তার সর্বস্ব কাড়তে পারে আর সামান্য দু-চার পয়সার জন্তেও চোর কি ঠগ নাম নিতে লজ পায় না ।” স্কুল ঘর ছাড়িয়া সকলে বাগানে চলিল । বাগানে ് ੋ স্থ: ১৩৪৪ প্রত্যেক ছেলেকে ছোট ছোট জমি দেওয়া হইয়াছে তরকারির ক্ষেত করিবার জন্তু । তপন বলিল, “ছেলেরা নিজেদের বাড়ীতে এই তরকারী নিয়ে যেতে পারে, বিক্ৰীও করতে পারে। বিক্রীর লাভের পয়সা অৰ্দ্ধেক স্কুল পায় ।” হৈমন্তী বলিল, “বাড়ীর নাম ক’রে সব তরকারী বেচেও ত পয়সা ওরা নিজে নিতে পারে।” তপন বলিল, “পারে বটে, কিন্তু এটা আমাদের স্কুলের ছেলের পক্ষে একটা খেবিত ব অন্যায়। কেউ ধরা পড়লে তাকে স্কুল থেকে বার ক'রে দে ওয়া হয় । বাড়ীর লোকে বাগানের জিনিষ চুরি করেছে জানা গেলে এমন কি কারুর সে বাড়ীর ছেলেদের আর নেওয়া হয় না ।” স্বধ বলিল, “আপনি ভয়া-ক কড়া ম’ স্থার । এ সং

  • অ : '

রকম কড়াই কিন্তু ই ৪য়া উচিত । গরীব বেচারী ব’লে আমরা যে ছেড়ে দি, সেটাই ওদেব বিষরে এই আর এ মাটি কবে ।” BBB BBB BBBBB BBS BBBS BBB BB D gggS চাহিয়া বলিল, “এই একট। গ্রামের ছেলে গুলোকে যদি মানুষ ক'রে মরতে পারি, বুঝব পৃথিবীব কোন একটা কাজে লাগলাম ।” মহেন্দ্র বলিল, একটা সাভিসে ঢুকবে আর মাস গেলেই এক গোছা নোট পাবে, তথম কি তোমার এত কথা মনে থাকবে ?" “বিলেত থেকে ঘুরে এসে যখন তপন বলিল, “পরকে লোভ জয় করতে শেখাতে হ'লে নিজের লোভটা আগে জয় করতে হয় । ওসব সাভিসটাভিসের কোন আশা সমি বথি না, রাখতে চাই ৪ 11" শিবু বলিল, “আপুনি যে কেবল বলেন, “বিলেত যাব বিলেত যাব’, তবে কি করতে যাবেন সেখানে ?” তপন হাসিয়া বলিল, “তোমারও কিউরিওসিটি (কৌতুহল ) হয়েছে ? যাব শুধু বিলেত নয়, য়ুরোপ, আমেরিকা, চীন, জাপান, সৰ্ব্বত্র পৃথিবীর আর সব মানুষ আমাদের চেয়ে কত উন্নত তাঙ্গ দেথতে । শুনেছি অনেক, চোখেও ত দেখা দরকার !" শিবু বলিল, “শুধু দেশ দেখতে আপনার বাবা এত পয়সা