পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাণ মঙ্গির তুষারের দেশ শ্রীচন্দ্রগুপ্ত বিদ্যালঙ্কার ও শ্ৰীধন্তকুমার জেন শীতকালে কাশ্মীর যাওয়ার মত মনের অবস্থা ইতিপূৰ্ব্বে কখনই হয় নাই, এবার তাহাঙ্ক ঘটিল। দেখি, চারিদিক বরফে চাপ পড়িয়াছে। দিনের বেলা তাপমানযন্ত্র প্রায় শূন্তে গিয়া ঠেকিয়াছে। ঝিলম নদীর ক্ষীণ জলধারা ভাকিয়া-বাকিয়া চলিয়াছে, মাঝে মাঝে বরফের চড়া । প্রথমেই গুলমর্গ হিল-ষ্টেশনে যাওয়া গেল । বলা বাহুল্য, এমন সুন্দর ও মনোরম দৃপ্ত পৃথিবীতে অল্পই দেখা যায় । বার মাসের মধ্যে সাত মাস এ-স্থান বরফেক্ট চাপ থাকে । কেবল পাচ মাসের জন্য এখানে ইলেটিক, ডাকঘর, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি বর্তমান যুগের আবিষ্কারগুলি কাজে লাগে। গুলমগ হইতে দুই হাজার ফুট উচ্চে খিলানমগ অবস্থিত। সেখানে পাহাড়ের উপরে “আল-পখর’ নামে একটি ঝিল আছে, সমুদ্র হইতে প্রায় ১৪৫০০ ফুট উচ্চে । এখানে বার মাসই বরফ জুমিয় থাকে। গ্রীষ্মকালে এখানে দূর-দূরান্তর হইতে অনেক লোক ভ্রমণ করিতে আসে। আশ্বিনের পর হইতেই এ-স্থান জনশূন্ত হইয়া যায় । টনমর্গের ডাক-বাংলো পৰ্য্যন্ত আমরা কোনমতে মোটর mx + + rt =جوقتی که بیسیم. حتی در ماه است. ںہے۔میچrtr سمیت ھre-rھسے --ر গ্রীষ্মকালে গুলমণের পথের দৃপ্ত চড়াই। পfচশ-ত্রিশ জন কুলির সাহায্যে আমরা উপরে উঠতে আরম্ভ করিলাম। প্রায় তিন ঘণ্ট বরফের উপর দিয়া বস্থ কষ্টে ও যথেষ্ট উৎসাহের সহিত চলিয়া আমরা উপরে গিয়া পৌছিলাম । উপর হইতে এক দিকে গুলমগের সম্পূর্ণ দৃশু ও অপর দিকে অনেক উচ্চে কাশ্মীরের মনোহর ঘাটির দৃশ্ব দেখিয়৷ দেহ-মনের অবসাদ দূর হইয়া গেল। দেখিলাম, সেখানকার י ה9א risהיה לאת ההולחיה המדדי ק2x+ata-kf