পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই উভয়ের টানা-হেঁচড়ায় পড়িয়া রাষ্ট্রসঙ্ঘের ইটালীকে সায়েস্তা করিবার সকল ব্যবস্থাই ব্যর্থ হইল । ইটালী গত বৎসর এপ্রিল মাসে আবিসনিয়! জয় করিয়াছে। ইহাকে স্বায়ত্তে আনিতে আড়াই সৈন্য সেখানে মোতায়েন রাখিতে ইটালী বাধা হইয়াছে। আবিসনিয়াবাসীরা যে নতমস্তকে ইটালীর আধিপত্য স্বীকার করিয়ু লয় নাই, সম্প্রতি হাবসাঁ-নেতা রাস দেস্তার ও আঙ্গিস আবাবার বহু সংখ্যক অধিবাসীর হত্য-ব্যাপারে তাহ প্রমাণিত হইয়াছে । তবে এখনও লক্ষ গড ১৯৩০ সনে স্পেনবাসীরা রাজা আলফন্সোকে তাড়াইয়া দিয়া স্পেনে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করে । তখন হইডেই কিন্তু রাজার পক্ষপাতী এক প্রবল দল সেখানে অধিষ্ঠিত রহিয়াছে । ইহার এই কয় বৎসর সাধারণতন্ত্রের উচ্ছেদে তৎপর থাকিলেও বিশেষ কিছুই করিয়া উঠিতে পারে নাই । ইটালীর আবিসনিয়া বিজয়পৰ্ব্ব শেষ হইবার পূর্কেট, গত বৎসর ফেব্রুয়ারী মাসে সেখানে সাধারণ নিৰ্ব্বাচন অনুষ্ঠিত হয়। এই নিৰ্ব্বাচনে গণতন্ত্রের পক্ষপাতী দলগুলি প্রায় সৰ্ব্বত্রই জয় লাভ করে এবং নিয়মানুগ ভাবে ហ្វ្រ যুদ্ধাস্ত্র-ব্যবসায়ী সৰু বেসিল জাহারফ ইহার মৃত্যুতে পৃথিবীতে শান্ধির সম্ভাবনা কিছু বাড়িল । ইহার চক্রাঙ্কে বহু যুদ্ধ ও লক্ষ লক্ষ লোকের প্রাণনাশ হইয়াছিল তাহাজের হস্তেই শাসনভার চলিয় আসে। ইহাতে রাজতন্ত্রের পক্ষপাতী ধনী ও ধৰ্ম্মধাজকের দল অতিমাত্র