পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&বশাখ ৰপ্তমান অণন্তর্জাতিক অৱস্থার গতি ও প্রকৃতি $ృతితి tttBBB BBB BBBS DDD BBDD BBB DD DDDB BB BB B BBt বিচলিত হইয় পড়িল এবং সৈন্যদলকে হাত করিতে প্রয়াস পাইল । তাহার এই কাধ্যে প্রথম হইতেই নাৎসী ও ফাসিক্টদের সাহায্য লাভে সমর্থ হইয়াছে। ইহার পরিণতি কিরূপ ভীষণ হুইয়ু পড়িয়াছে তাহ পরে বলিতেছি। ইহার পর মার্চ মাসের প্রথমেই জাৰ্ম্মানী রাইনল্যাণ্ডে সৈন্ত সমাবেশ করিয়া বিশ্ববাসীকে তাক লাগাইয়া দিল । হোসাই সন্ধির মুগুপাত হইল, লোকাৰ্ণে চুক্তি ধ্বসিয়া গেল, শাস্তির ক্ষীণ আশা ও লোপ পাইল –নানা স্থানে এই রব উঠিল । তবে জাৰ্ম্মানী ইহার যে কারণ দেখাইল তাহ। কিন্তু একেবারে হাসিয়া উড়াইয়া দেওয়া গেল না । ব্রিটেনজার্মানী নেচুক্তির পর ফ্রান্স ইটালীর সঙ্গেই শুধু মিতালি করে নাই, সোভিয়েট ক্লশিয়ার সঙ্গেও পারস্পরিক সাহায্য মূলক একটি চুক্তি করিয়া বসিয়াছিল। এই চুক্তি ফ্রাস্কেসোভিয়েট চুক্তি নামে পরিচিত হইয়াছে। পূৰ্ব্বেকার লোকাৰ্ণে-চুক্তির নিরিখে এই চুক্তি একান্ত জনাবগুকই শুধু নহে, পরস্তু উহার সম্পূর্ণ পরিপন্থী, এই কারণে জাৰ্ম্মানী লোকাৰ্ণে-চুক্তি ভঙ্গ করিয়া রাইনল্যাণ্ডে পুনঃপ্রবেশ করিল বলিয়া ঘোষণা করা হইল। ব্রিটেন-জাৰ্ম্মানী নেচুক্তিতে যেমন বৰ্ত্তমান অনর্থের প্রথম পর্কের স্থচনাবলিয়াছি জাম্মানীর রাইনল্যাণ্ডে প্রবেশে তেমনই দ্বিতীয় পর্কের আরম্ভ । ব্রিটেন জাৰ্ম্মানীর মিত্র হইতে পারে, তাহার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হইতে পারে, কিন্তু আত্মরক্ষা তাহার সর্বপ্রথম কৰ্ত্তব্য, আর আত্মরক্ষা করিতে হইলে ফ্রান্সের সঙ্গেই তাহাকে বরাবর সহযোগিতা করিতে হইবে । ওদিকে