পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাৎসী গোলন্দাজ অধ্যক্ষ, মাঙ্গিদে গোলাবর্ষণের ব্যবস্থা করিতেছেন সভ্যতায় জাৰ্ম্মানীর দান । আবিসনিয়া সমরে ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যেরূপ মনকষাকষি আরম্ভ হইয়াছিল, সমর শেয হইবার দিকে তাহার তীব্রতা কমিয়া আসিতেছিল । জাৰ্ম্মানী যখন কাহারও তোয়াক্কা মা রাগিয়ু রাইনল্যাণ্ডে সৈন্য সমাবেশ করিল তখন আর ব্রিটেন স্থির থাকিতে পারিল না, ফ্রান্স ও বেলজিয়মের সঙ্গে পুরাদস্তুর ইতিকৰ্ত্তব্যতা সম্বন্ধে আলোচনা স্বরু করিয়া দিল । যদি একান্তই যুদ্ধ বাধে তাহা হইলে কি ভাবে অগ্রসর হইতে তইবে, পরস্পরের সৈন্ত-বিভাগের মধ্যে তাহারও আলোচনা চলিল। এদিকে ফ্রান্সে নূতন নির্বাচন আসিল । ইটালীর ভক্ত লাভালের পরিবর্তে ম: ব্লমের অধীনে বিজয়ী সমাজতান্ত্রিক দলগুলি ফ্রান্সের শাসনভার গ্রহণ করিম । ইহারা ইটালীর আবিসনিয়া-অভিযানের বিরোধী, ব্রিটেনের মতাবলম্বী। কাজেই পুনরায় ব্রিটেন ও ফ্রান্সে মিলন হইতে বিলম্ব হইল না। যদি-ব কিছু বাধা থাকিত জাৰ্ম্মানীর হঠকারিতায় তাহাও কোথায় মিলাইয়া গেল । এখন দেখা যাইতেছে, ইটালীর আবিসনিয়া সংগ্রামে ফ্রান্সের সম্মতি থাকিলেও ঘটনাচক্রে শেষ পর্য্যস্ত সে আর ইহার মধ্যে থাকিতে পারিল না । ব্রিটেন ও ফ্রান্সে সভ্যতায় ইটালীর দান। মাদ্রিদ অভিমুখে ফ্যাসিষ্ট ট্যাঙ্ক-চালক, আঁতাত ঘনীভূত হইলে সোভিয়েট কুশিয়া যে তাহার সঙ্গে যুক্ত হইবে এমন আশঙ্ক হইতে লাগিল । স্পেনে সাম্যবাদ আডড গাড়িয়াছে । ফ্রান্সেও ত সমাজতান্ত্রিকরা প্রবল । গত বৎসরের প্রারস্তে যথম এক্ট অবস্থা তথন ইটালী কিরূপে জাৰ্ম্মানীর সঙ্গে সঙ্ঘবদ্ধ হইতে পারে রোমের কূটনীতিক-মহলে তাহারই আলোচনা স্বরু হইল। এই রাষ্ট্র দুইটির মধ্যে একটি ঘনিষ্ঠ ষ্ঠাতাত কি কি কারণে অত্যন্ত সহজ হইয়া পড়িল তাহাই এখন বলিব । আবিসনিয়া বিজয়ে ইটালী শক্তিমান হইয়াছে। কিন্তু তাহার শক্তিমত্ত প্রকাশের যে রূপ সভ্য জগৎ দেখিতে পাইল তাঁহাতে ভূমধ্যসাগরের তীরে স্বাধীন ও অৰ্দ্ধ-স্বাধীন রাষ্ট্রগুলির আতঙ্কের সীমা রহিল না। ফ্রান্স এবং ব্রিটেনও যে আতঙ্কিত হয় নাই তাহাও কেহ হলফ করিয়া বলিতে পরিবে না । ফ্রান্সের সমাজতান্ত্রিকদল শাসনভার লাভ করিয়াই তাহার তাবেদারিদ্ভূক্ত সিরিয়াকে স্বাধীন বলিয়া ঘোষণা করিল। তুরস্ক ক্ষুত্র হইলেও একটি স্বাধীন রাষ্ট্র । কিন্তু লোজান সন্ধি অনুসারে দার্দেনেলিস প্রণালী প্রভৃতি তাহার কতকটা অঞ্চলও রাইনল্যাণ্ডের মত নিরস্ত্রী