পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ বর্তমান অগম্ভজতিক অবস্থার গতি ও প্রকৃতি పరిఢీ DD DDD DDD DDDDt ttt DD DDttDD BBB DDBB BBB B BB BBBB BBBB BBBBD DBBB BBB DtDDS DDtt CBBBB BBBBB BB BBS BB BB BBBBB BB BkB BBB টেগসূ নদীর উপর টলিডে)-আলফাজার তাহার আডড। কাজেই এ অবস্থায় তাহার ঐ অঞ্চল নিরস্ত্রীকৃত রাখা কোন মতেই সমীচীন নহে—তুরস্ক রাষ্ট্রসঙ্ঘের নিকট এই প্রস্তাব পেশ করিল। অতি দ্রুতই এই প্রস্তাবের আলোচনা সুরু হইল। বর্তমান বৎসরের প্রথম দিকে সুইজারল্যাণ্ডে মত্রোতে এই উদ্দেশ্নে রাষ্ট্রসঙ্ঘের আচুকূল্যে একটি বৈঠক বসে ও এ-বিষয় মীমাংসা হইয়া যায়। তুরস্ক অনুমতি পাইবা মাত্র দার্দেনেলিস অঞ্চলে সৈন্ত স্থাপন করিয়াছে, ঐ অঞ্চলে দুর্গাদি নিৰ্ম্মাণেও সে এখন ব্যস্ত। মত্রে বৈঠকে তুরস্কের পররাষ্ট্র-সচিব ম: জারাস যে কৃতিত্ব দেখাইয়াছেন তাহ! তাহার স্বদেশবাসী কৃতজ্ঞ চিত্তে স্বীকার করিড়েছে। সিরিয়া ও তুরস্কের কথা বলিলাম। ব্রিটেনও কিন্তু বসিয়া রছিল না । ইটালী কর্তৃক আবিসনিয়া বিজয়ে ব্রিটেনের ত টনক নড়িয়াছেই, তাহার অধীনস্থ মিশরও কিন্তু কম চঞ্চল হয় নাই। মিশর ও ব্রিটেনের শোচনীয় দ্বন্ধের কাহিনীর পুনরাবৃত্তি করিবার প্রয়োজন নাই। কিন্তু যাহাদের মধ্যে ভস্থ বহুদিনপুষ্ট তাহারাও যে সহসা একটা আপোফ-নিম্পত্তির জম্ভ ব্যগ্র হইয়া পড়িল তাহাতে সদ্ধি হইয়া গেল, মিশর স্বাধীন রাষ্ট্র বলিয়া স্বীকৃত হইল । দেশরক্ষা, সুয়েজ খাল প্রভৃতি বিষয়ে অবহু ইংরেজের সঙ্গেই তাহাকে চলিতে হইবে। মিশর এখন রাষ্ট্রসঙ্ঘের এক জন স্বাধীন সভ্য হইবার অধিকারও লাভ করিয়াছে। নাছাশ পাশ । ইহারই নায়কত্বে ইঙ্গ মিশর চুক্তি সম্পন্ন হয় - এই প্রসঙ্গে আর একটি ব্যাপারেরও উল্লেখ করা প্রয়োজন । সিরিয়া স্বাধীনতা লাভ করিয়াছে, মিশর স্বাধীন হইয়াছে, ইংরেজের আহলে আরব ভূমি আজ নূতন মূৰ্ত্তি পরিগ্রহ করিয়াছে। ইরাক, ট্রান্সঞ্জর্ডান, ইমেন, সৌদি আরব তুরস্কের নাগপাশ হইতে বিমুক্ত হইয়া আজ সবল স্বাধীন ও উন্নত হইতে চলিয়াছে । ইহার এখন ইংরেজের সঙ্গে নানা সম্বিত্তে আবদ্ধ । ইটালীর আবিসনিয়া বিজয়ের পর হইতে তাহাঙ্গের ইংরেন্থপ্রীতি আরও যেন বাড়িয়া চলিয়াছে। বিশেষজ্ঞগণ বলেন, বর্তমানে প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিভূমি হইল এই আরব দেশ । কিন্তু সমগ্র আরবভূমিতে যখন ইংরেজরা এইরূপ অভিনন্দিত হইতেছে তখন ক্ষুদ্র প্যালেষ্টাইনে এত হাঙ্গাম। কেন ? প্রায় এক বৎসর হইতে চলিল, প্যালেষ্টাইনে ইহুদী ও আরবদের মধ্যে হাঙ্গামা চলিয়াছে, কমিশন-কমিটি স্থাপনে, নানারূপ প্রলোভনে বা দমননীতির প্রবল প্রকাশেও কয়েক লক্ষ আরবের সঙ্কল্পচুতি ঘটাইতে পারিল না। চারি দিকে যখন জাতভাইয়েরা দেশ শাসনের ক্ষমতা লাভ