পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! আছে । গণতান্ত্রিক দেশসকলে শ্রমিকরা ধৰ্ম্মধ. প্রলে গবন্মেণ্ট ধনিক ও শ্রমিকদের মধ্যে সালিসী দ্বারা উভয় পক্ষের বিবাদ মিটাইয়া দিবার চেষ্টা করেন । কিন্তু এদেশে গবয়েন্ট সাধারণতঃ তাহ করেন না। তম্ভিন্ন এক্ষেরে ধনিকরা ইংরেজ । পাটকল ধৰ্ম্মঘট হওয়ায় গবন্মেটি ১৪৪ ধারার প্রয়োগে শ্রমিকদের নেতাদিগের স্বচ্ছন্দ গমনাগমনে বাধা দিয়াছেন, যাহার শ্রমিক নেতা নহেন এরূপ কোন কোন কংগ্রেস কৰ্ম্মীর উপরও উক্ত ধারা প্রস্তু ক ? ইয়াছে। শ্রমিকদিগকে দলবদ্ধভাবে প্রকাশু সভা কfরবাধ ও মিছিল বাহির করিবার অধিকার হইতে বঞ্চিত করা হইয়াসে । নূতন বঙ্গায় ব্যবস্থাপক সভায় শ্রযুক্ত নলিনাক্ষ সস্কিাল সভার অধিবেশন স্থগিত রাখিবার প্রস্তাব আনিয়া এই ধৰ্ম্মঘটের প্রতি গবাক্ষ্মণ্টের দৃষ্টি আকর্ষণ করেন। ফলে সরদার মন্ত্রী মৌলবী ফজলল হক সাহেব সরকারপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের একটি পরামর্শ-সভা আহবান করিম বিবাদ ভয়ন করিবেন বলিয়াছেন। ফলে শ্রমিকদের আ ভযোগের প্রতিকার হইলে তাহ! সন্তোষের বিষয় হইবে । বঙ্গে সে ভাষচন্দ্রের সম্বদ্ধনা সাড়ে পাঁচ বৎসর বন্দী থাকিবার পর স্বভাষচন্দ্র মুক্তি লাভ করায় আনন্দ প্রকাশ করিবার জন্য এবং তাহার সম্বৰ্দ্ধনা করিবার নিমিত্ত গত ২৩শে চৈত্র কলিকাতার শ্রদ্ধানন্দ পার্কে ভারতীয় অধিবাসীদের একটি সভা হয় । এরূপ বিরাট সভা কচিং দেখা যায়। অনুমিত হইয়াছে, যে, পঞ্চাশ হাজার লোক ইহাতে উপস্থিত ছিলেন । তদ্ভিন্ন চারি পাশ্বের বাড়ীর বারান ও ছাদে এবং বৃক্ষশাখাতেও বিস্তর লোক ছিলেন । স্ব ভাষচন্দ্রকে ফুলের মাল; ཨ་ཧྥ་རྒྱུ་ss། হইয়াছিল, যে, যে-কোন মল্লযোদ্ধার পক্ষেও তাহ বহন করা দু:সাধ্য। শান্তিনিকেতন হষ্টতে রবীন্দ্রনাথ যে টেলিগ্রাম পাঠাইয়াছিলেন তাহার অর্থ, “সমগ্র জাতির কণ্ঠের সহিত কণ্ঠ মিলাইয়া আমি স্বভীষকে স্বাগত সম্ভাষণ করিতেছি ।” সভাপতি রামানন্দ চট্টোপাধ্যায় কত্ত্বক নিম্নমুদ্রিত প্রস্তাব দুটি উপস্থাপিত ও সভাকত্ত্বক সৰ্ব্বসম্মতিক্রমে গৃহীত হয় :– Y a সরকারী নীতির নিন্দ৷ বৃটিশ গবর্ণমেন্ট বিনা অভিযোগে ও বিনা বিচারে অনি কালের জন্ত বঙ্গ জননীর বহু সস্তানকে আটক রাধিবার যে অ ও স্বেচ্ছাচারমূলক নীতি অবলম্বন করিয়াছেন এই সভা তাহার নিন্দ করিতেছে । خاتھ یہ যাহাদিগকে বিনা অভিযোগে ও বিল বিচারে বর্তমানে অ রাখা হইয়াছে তাঙ্গাদিগকে অবিলম্বে মুক্তি নিবার এবং বি বিধিনিষেধ প্রত্যাহার করিবার জন্য বাংলার জনসাধারণের এই সভা জানাইতেছে। ভারতের স্বাধীনতার জন্য যে সমস্ত রাজ বন্দী নীরবে ও নি সঠিষ্ণুতার সঙ্গিত দুঃখভোগ করিতেছেন, এই সভা তাঙ্গাদি আন্তরিক অভিনন্দন ও সমবেদন জ্ঞাপন করিতেছে । রাজ বন্দীদের আত্মহত্য .* 繁豪· বাংলাযু কতিপয় রাজবন্দী আত্মহত্য করায় এই সভা গ শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করিতেছে । যেহেতু এইরূপ জাক্স ঘটিয়াছে, সেই হেতু এই সভা মনে করে যে, যে-অবস্থায় রাজ .দর রাখা হয় তাহা অসহনীয় । যে-সব বা জবন্দী আয়ু করিয়াছে তাহাদের বিষয়ে ও রাজবন্দীলিগ স্থায় রাখা তং সম্পর্কে প্রকাশ্ব তদন্তু করিবার জন্য এই সভ লাইতে এই সভ ঐ সব রাজবন্দীদের শোকসস্তুগু পারব। গ্রে : সমবেদন জানাইতেছে । j প্রস্তাব দুটি উত্থাপন উপলক্ষে সভাপতি যাহাঁ বা তাহ সংক্ষেপে এই :– আমি নিশ্চয়ই জানি এই প্রস্তাব দুইটি সম্বন্ধে সভাস্থ কাহ কোন আপত্তি থাকিতে পারে না এবং সকলেই ইহা সমর্থন কে আমি জানি আমরা মূহ ভাষায় যাহা বলিয়ছি তাহার চেয়ে ক মন্তব্য সকলে আস্তরে পাষণ করেন । গবন্মেন্টের এই নীতিতে কেবল বিন-বিচারে বল ও তাহাদের আত্মীয়স্বজনেরাই ষে দুঃখ পাইয়াছেন পাইতেছেন তাহা নহে, সমগ্র দেশের ক্ষতি হুই গবন্মেটি জগৎকে জানাইয়াছেন, এই নীতির সন্থাসনবাদের ও সস্থাসক দলের উচ্ছেদ্ধ সাধন । আলোচনা আমরা অনেক বার করিয়াছি। নূতন বলিবার নাই। গবষ্মেণ্ট কর্তৃক ব্যক্ত সস্থানা সন্ত্রাসক দলের উচ্ছেদবিষয়ক উদ্দেশ্নের বিরুদ্ধেও আমা কিছু বলিবার নাই। কিন্তু এই উদ্দেশু সিদ্ধিব অবলম্বিত বিনা-বিচারে বন্দী করা রূপ উপায়টার অ৷ সম্পূর্ণ বিরোধী। স্বভাব বাবুকে প্রদত্ত অভিনন্দন-পত্ৰ পাঠ করিবার ।