পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যায়ামচর্চার সীমানা শ্ৰীশচীন্দ্র মজুমদার y প্রত্যেক দেশের মামুষের সুস্থ ও সবল হবার অধিকার শুধু নয়, একান্ত প্রয়োজনও আছে। কারণ জনস্বাস্থ্য সমাজের একটি শ্রেষ্ঠ সম্পদ। যে-সমাজের মানুষ দেহের দিক দিয়ে যত দুৰ্ব্বল, সে-সমাজে যে শুধু রোগ-জরা-মৃত্যুর বাড়াবাড়ি থাকে তা নয়, সমাজ-মনের লক্ষ্যও ছোট ও রুগ্ন হয়ে যায়। জীবনের ভিত্তি এই রকম ঘুর্ণ-ধরা হলে তার উৎকর্ষ যে কোন প্রকারেই হতে পারে না এ কথা স্বতঃসিদ্ধ । তাই শরীরপালন আদি সামাজিক ধৰ্ম্ম বলে নির্ণীত হয়েছে । এই সামাজিক ধৰ্ম্ম পালন করার অনেক নিয়ম আছে, তার মধ্যে দৈনন্দিন স্বাস্থ্যরক্ষা করার নিয়ম ও আচারগুলি প্রধানতম । সেগুলি দেহের বল না বাড়ালেও স্বাস্থ্যলাভ সহজ ক'রে দেয়। ব্যায়ামচৰ্চা করাও এই নিয়মের অন্তর্গত, কিন্তু শারীর-স্বাস্থ্য পালনের মোটা নিয়মগুলির মত অবশ্বকরণীয় নয় । উন্নততম দেশেরও প্রত্যেক মানুষ ব্যায়ামচৰ্য্যাশীল নয়, কখনও তা হ’তেও পারে না । আমাদের দেশের সকল মাতুষই যে উত্তরকালে ব্যায়ামাতুরক্ত হয়ে উঠবে এ কথা মনে করা ভুল হবে, কারণ প্রত্যেক মাতুষের আচার নিয়ন্ত্রিত করে তার মনের ভাব, সকল দেশে সকল সমাজেই তা হয়ে এসেছে। হাজার প্রয়োজন হ'লেও এই মানসিক নিয়মের ব্যতিক্রম সহজে ঘটতে পারে না। এই কথা যদি একান্ত সত্য হয় তাহলে বলা যেতে পারে যে কোন দেশেই স্বাস্থ্যচর্চ ব্যাপকভাবে হতে পারে না, অথচ ইউরোপের ভিন্ন ভিন্ন দেশগুলিতে স্বাস্থ্যচর্চা এমন কি বলচর্চা ব্যাপকভাবে আছে, তার একটা বিশিষ্ট কারণও আছে। যে-দেশে ব্যক্তিগত ও সামাজিক স্বাধীনতা আছে, সে-দেশের মানুষের সকল প্রয়োজনীয় বস্তুর দাম নির্ণয় করার ক্ষমতা আমাদের চেয়ে বিভিন্ন। আমরা দাম কযে নিতে প্রথমতঃ সমর্থ নই, এবং যেখানে আমরা কোন বস্তুর দাম ঠিক ক'রে নিতে পারি সেটা গ্রহণ করবার ক্ষমতা অনেক ক্ষেত্রে সামাজিক ও রাষ্ট্রীয় কারণে আমাদের নেই, কাজে কাজেই ইউরোপীয় জনগণের যে মানসিক ভাব সহজে গড়ে উঠতে পারে, আমাদের বেলায় তা হয় না। আমাদের জাতিগত স্বাস্থ্যহীনতার পারিপার্থিক ও অন্য মান অসুবিধার মত এটি একটি প্রধানতম কারণ। স্বাস্থ্য ও দৈহিক বল এক বস্তু নয়। একটি সঞ্চিত হ’লে অন্যটিও যে সঞ্চিত হবে এ কথা স্বাস্থ্যবিজ্ঞানবিরুদ্ধ স্বাস্থ্য সম্পূর্ণরূপে আমাদের মানসিক ভাবের উপর নির্ভর করে। স্বাস্থ্যসঞ্চয়ে মানসিক ভাব মুখা, ও নিয়মপালন করা গৌণ কথা । ইউরোপীয় জাতিগুলির প্রভূত স্বাস্থ্যের কারণ তাদের স্বাস্থ্যের মর্য্যাদাবোধ ও তজ্জসিত মানসিক ভাব । এই স্বস্থ মনোভাব শ্বেতজাতিগুলির জীবনের লক্ষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে। সংস্কারের তালিকায় এইটাই প্রথম ও প্রধানতম কথা । বলচর্চা করার নিয়মবদ্ধ ধারা ও সেই ধারাতুবৰ্ত্তিতাও সকল দেশে আছে, কারণ দেশরক্ষা ও দেশজয় করার জন্য বলশালী, কৰ্ম্মঠ লোক দিয়ে সেনাবাহিনী গঠিত হয়ে থাকে। এই প্রধান কারণের জন্য ইউরোপীয় রাষ্ট্রপতিরা C8 মানুষের বিরুদ্ধে বিরাট অভিধান ক’রে থাকেন। উপরিউক্ত কথাগুলি রাজস্বশাসিত এবং গণতান্ত্রিক দেশ, উভয়ের পক্ষেই খাটে। মোট কথা, স্বাধীন দেশের লোকেদের সঞ্চারক্ষেত্র বৃহৎ, কাজেই রাষ্ট্র বলশালী ও স্বস্ব জনসমাজ গড়ে নিতে ব্যগ্র। বৃহত্তর লক্ষ্য ও বৃহত্তমের কল্যাণের জন্ম ব্যক্তিগত মতামত ওসকল দেশের লোক বলি দিয়ে থাকে । সোভিয়েট রাশিয়ায় ৫,• • •,• • • লোক শারীরিক পটুতার সরকারী তকুমা পরে থাকে। নব্য জামেনীতে