পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミリB8 কামিনী-ঠাকুরাণী বলিলেন, “নে বাছ শীগগির করে।" ক্ষেমা বলিল, “শীগগির নেব কি মাঙ্গীমা, দেথচ নি কেমন হয়ে আছেন, যেন রাবণের চিতে। ঘড়া ঘড়ী জল ঢালতেছি ত তখুনি হস করে শুষে যাচ্ছেন।" "য়েtঙ্গ ত পড়ে এল,” বলিয়া কামিনী ভাড়ার-ঘরে ঢুকিয়া গেলেন। একরাশ ফল কাটিয়া বাছিয়া রাখিতে হুইবে, বড়কৰ্ত্তার বাড়ীতে ত ইড়িচড়ে না, এ তিন দিন এ-বাড়ী হইতেই ফল, দুধ, মিষ্টান্ন প্রভৃতি যাইতেছে। ঐ যাওয়া পৰ্যন্তই, পুত্রশোকাতুরা গৃহিণী কিছুই মুখে দেন না, কৰ্ত্তাকে বলিয়া কহিয়া সকলে একটু দুধ তবু খাওয়াইয় দেয়, আর সব জিনিষ একেবারে ফেলা যায়। কামিনী একটু ভোজনবিলাসী মানুষ, পোড়া বৈধব্যের জালায় সংসারের অর্ধেক জিনিষ ত তাহার মুখে দিবীরই জো নাই, কিন্তু যাহাও বা থাইতে পারেন, তাহাও চোখের সামনে এমনি করিয়ু নষ্ট হইতে দেখিলে তাহার সর্বাঙ্গ জালা করে । কিন্তু পরের জিনিয, তাহার বলিবার মুখ কোথায় ? এত এককঁাড়ি না পাঠাইলে কি চণ্ডী অশুদ্ধ হয় ? বাহিরে খড়মের খটুপটু শস্ব শোনা গেল। আচার্য্য মহাশয় মারাণের সঙ্গে সঙ্গেই আসিয়া উপস্থিত হইয়াছেন । কামিনী ভাড়ার-ঘর হইতে ডাকিয় বলিলেন, “দিদি, আচার্য্যি-মশায় এসেছেন গে।” হৈমবতী শুইবার ঘর হইতে উত্তর দিলেন, "দালানে আসন দাও, আমি যাচ্ছি।” “অ মর, ক্ষেমীর কাজ দেখ, এখনও জল সপ, সপ, করছে, বলিয়া কামিনী বাহির হইয়া আসিয়া পুরোহিত মহাশয়কে প্রণাম করিলেন । “ওলো এখানটা চট্‌ ক’রে মুছে দে।” ক্ষেম তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া দালানের একটা কোণ মুছিয়া দিল। কামিনী আসন পাতিয়া ব্রাহ্মণকে বসাইয়া, র্তাহাকে প্রণাম করিয়া আবার নিজের কাজে চলিয়া গেলেন । হৈমবর্তী আসিয়া আচার্ধ্য মহাশয়কে যথাবিধি প্ৰণাম করিয়া অার একখানা আসনে বসিলেন । বলিলেন, “ধন বড় উতলা হয়ে আছে, আশীৰ্ব্বাদ করুন যেন সংসারে সব ক’জনকে রেখে যেতে পারি।" প্রবাসী ১২৪৪৪ আচাখ বলিলেন, “তা ত করছিই মা, দিনরাত ঠাকুরকে ডাকছি। তা যে স্বস্তায়নটার কথা বলেছিলাম, তাতে মত আছে কি ?" হৈমবর্তী বলিলেন, “আমার অমত কিছু নেই। কর্তার ধরণ জানেন ও, সাঙ্গেবী চাল তার সব, তবু আমার কাজে বাধা দেন না তিনি। কিন্তু শ্রাত্বশাস্তি না হ’য়ে গেলে ত সে-সব হবে না। ত" দিম অমল বিমলের জন্তে মান্থলি কি কবচ কিছু দিলে হয় মা ? এখনই ধারণ করতে পারে ” আচাৰ্য্য মহাশয় বলিলেন, “তা নিয়ে দিতে পারি। খরচটা দিয়ে দিও।” আরও কিছুক্ষণ আশেষ আশ্বাস দিয়া কৰ্ত্তার ফিরিবার সময় হইয়াছে, গুfঃণী ফিfরয় গিল্প মৃত্তই ঞ্চি বাস, গুটিকতক টাকা লইয়া এব" পুং হিত-ঠাকুর বিwায় হুইয়া গেলেন । শুইবার ঘরখানা শুষ্ঠাষ্টয়া বুথিতে লাগিলেন । চাকর রাগ, কোন কাজ ঠিকমত হয় বার উপায় নাং প্লাগহয়: 笃嗜。 ঘরের মেঝেতে দুই ঘ ঝাট। তাহা ব: করিবে, জিনিষপত্রে তিন ইন্ডি ধুল কুমির খাকিলে ৬ চাহিx দেখিবে না । কমললোচন পিটপিটে মাতুম, সারাটিন থাটিয়া সন্ধ্যায় মাসিয়া ঘর-দোর নোংরা দেখিলে তাহার আর রাগের সীমা থাকে না । মাঝে দুই-ভিন দিন পারিবারিক দুর্ঘটনার খাতিরে তিনি আবার বাহিরে যাক্টতে পাবেন মাঠ, fকন্তু আর বসিয়া থাক রোগীরা ক্রমাগত ভাগাদ দেয়, ফিরিয়া যায়, এ সব দেখিয়া আর কাঠাতক সহ হয় ? তাহা ছাড়া ডাক্তার কর্তব্যপরায়ণ মাতৃধ যাহাদের জীবন মরণের ভার হাতে লইয়াছেন, তাতাদের এমন কfরয় উপেক্ষ করা অতুচিত তাহার মতে । আজ তাঙ্ক সকালেক্ট একটু জলধোগ করিয়া বাহির হইয়া গিয়াছেন । হৈমবতী ঘর-দোর ঠিকঠাক কfরয় চা ও বৈকালিব জলযোগের আয়োজন করিতে ব্যস্ত হইলেন, কামিনী* আসিয়া যোগ দিলেন । জামাই বাৰু মানুষ ভাল, কামিনী তাহাকে যথাসাধ্য যত্ন আদর কfরতেন । দিদিও যে ভাল ; নয় এমন কথা তিনি বলেন না, তবে একটু যেন বেশী কঠোর প্রকৃতির, তাহার কাছে পান হইতে চুণ খসিবার জো নাই। : এতটা আবার আজকালকার দিনে না করিলেও চলে ; জামাইবাবুও এই লইয়া কত ঠাট্টা করেন । ; 盛 5びを s41 } নূতন ‘কল'