পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- s総5〜 কামিনী বলিলেন, “বলব নাকি ছুড়িদের একটু জালগা হয়ে থাকতে ?” হৈমবর্তী বলিলেন, “না বাপু, কিছু ব'লে কাজ নেই, আবার কে কি মনে করবে। আর ক’টা দিনই বা ?” কয়েক দিন পরেই জোড় ভাঙিতে বরকন্যা মেয়ের বাপের বাড়ী চলিয়া গেল। অমল শীঘ্রই ফিরিয়া আসিল । বউ আরও দিনকতক পরে আসিবে বলিয়; শোনা গেল । অমল এখন রোজ নিয়ম কfরয় জ্যাঠামহাশয়ের ব্যবসস্থলে যাইতে আরম্ভ কfরল । সংসারী হইলই যখন, তখন সংসার কfরবার যোগ্যতা ত অর্জন কfরতে হইবে ? কিন্তু কাজে মন যেন বসিতে চায় না, কেবল উডু উডু করে । স্ত্রীকে রোজ একখানা করিয়া উচ্ছ্বসিত চিঠি লেখে, কিন্তু উত্তর পায় নিতাস্ত সাদাসিদা রকমের । সাবিত্রীর দিfদ বৌদি কয়েকটিক আছে, তাহারা দস্তুরমভ প্রেমপত্র লিপিতে অভ্যস্ত । সাবিত্রী অতুরোধ কfরলেই বেশ ভাল রসে-ভর চিঠি তাহারা লিথিয় দিতে পfরে, কিন্তু বেরসিক সাবিত্রীর ওরকম পরকে দিয়া চিঠি লেখান পছন্দ হয় না, সে নিজে স্বাহ পারে তাহাই লেখে । হৈমবতী ছেলের উন্নতি দেখিয়া খুব খুশী, স্বামীকে বলিলেন, “দেখলে গো, আমার কথা ফলল কি না ? অমু বদলেছে না ? বেীম আমার সাক্ষাং লক্ষ্মী " কমললোচন বলিলেন, “রোস, এখনও মাস পেরোয় নি, অত সাত-তাড়াতাড়ি সার্টিফিকেট দিয়ে বসে না। আবার রিল্যান্স করে কিনা দেখ ।” হৈমবতী বলিলেন, “তোমার যত বাজে কথা । মামুষের ভাল-মন্দ দু-দিন দেখলেই বোঝা যায়। অতটুকু মেয়ে গুকি আর নিজ মূৰ্ত্তি চাপ দিয়ে চলতে পারে? এ-মেয়ে আমি দেখে-গুনে এনেছি কি না, তাই আর তোমাদের কারও ভাল বলতে মন উঠছে না।” কৰ্ত্তা আর কথা না বাড়াইয়া নীরবে থাইতে লাগিলেন। হৈমবর্তী বলিয়ু চলিলেন, “এবার শীগগির দিন দেখে বেীমাকে নিয়ে আসতে হবে । ছেলে কেমন যেন মনমরা হয়ে আছে, হবেই ত । যে বয়সের যা ।” কমললোচন হাসিয়া বলিলেন, “তোমার মুক্ত শাশুড়ী অনেক কপালগুণে পাওয়া যায়। আমাদের কালে বেী প্রৰণসী .-....۰۰۰۰۰یم

  • &$8

ছেলেকে বেশ বিরহকাতর হতে দেখলে মা-বাপরা মিদারুণ চটে যেত। বিয়ে করেছিল ঐ পর্যন্ত, তার বেশ কিছু সবই বেআইনী ছিল। অমুর কিন্তু মন নয় শুধু, শরীরট একটু থারাপ ঠেকছে আমার কাছে ।" হৈমবর্তী উৎকষ্টিত হইয়ু বলিলেম, "কেন গা ? কষ্ট কিছু ত বলে নি আমার কাছে ?” কমললোচন বলিলেন, “অমনি ভয়ে আধমরা হয়ে যেও ન । (સને fતકૂરું ટા fમ, કફ ૪ નિકાર ૮૬ftન fw-ક ভাল নয়, সেঙ্গটাই এ টু জানান দিচ্ছে বোধ হয়, চেঞ্জে গিয়ে কিছুদিন থাকলেঙ্গ সেরে যাবে এখন " হৈমবতী বলিলেন, “তাত দেব পাঠিয়ে, পুজোট হয়ে গেলেই । যা আমাদের কপলি, অসুখ শুনলেই বুকের রক BB BD DDS BBD SgK BBB DGS BB 0 B KKS ভাল লয় ।” কওঁ বলিলেন, “আমার যাওয়৷ এবার হবে • , এ* সেদিন কঁ ি ল । fডসপেনসারটা সবে খুলেfg, ওটা ও গুছিয়ে নিতে হবে ।” • তার উপর নৃ s ع ری 3*t f gy <f tء গৃহিণী বfললেন, “ তবে ছেলে বডই যাবে, আমার শু যাওয়া হবে না। আমি ঘরের বার হ'লেহ ত তুমি না শুধুখাওয়া সব কিছুর পার্ট তুলে দেবে, তা হবে না বাপু । আর তুমি সঙ্গে না থাকলে থোকাকে নিয়ে কোথাও যেতেই আমার ভয় করে, ওর ও সারাক্ষণ পথকে প্রলয় হচ্ছে ।" সেদনকার মত কথাটা ঐখান পৰ্য্যস্তঙ্গ রহিম । কয়েক দিন পরেই শুভদিন দেখিয়া হৈমবতা বধূকে আনিতে লোক পাঠাইয়ু দিলেন । সাবিত্ৰী আসিয়৷ এবার ঘরসংসার বুঝিয়া লইল । তাহাকে কেহই কাজ করিতে বলে না, সে যাচিয়া সকলের কাজ করিয়৷ বেড়ায় । ঝি ক্ষেম হইতে আরম্ভ কfরয় কৰ্ত্ত কমললোচন পয্যন্ত বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হুহয় উঠিলেন। অমল অবশ্ন কাহারও কাছে কিছু বলেন, কিন্তু তাহার ব্যবহারেই বোঝা যায় যে বউয়ের প্রতি মনোভাবট। তাহার আর যাহাই হউক বিরাগ নহে । কেবল কামিনী মুখ ফুটিয়া সাবিত্রীর কিছু মুখ্যাতি করেন ন, তাহার মতে এ সবই কালে বউয়ের নাম কিনিবার ছল । অমলের শরীর-খারাপট। কিন্তু এবার সকলেরই চোখে পড়িতে লাগিল । হৈমবতী ভয়ানক রকম ব্যস্ত হইয়