পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوایی প্রবণসী SN888 তাহার কিছু অভাব পরিলক্ষিপ্ত হয়। সেই জন্য গ্রন্থে বছ:"তথ্য একত্র সন্নিবেশিত হইলেও পাঠকের মনে তাহার দ্বার বীরভূমের কোনও ধারাবাহিক ঐতিহাসিক চিত্র দৃঢ়রূপে অঙ্কিত হয় না । একাদশ অধ্যায়ে তিনি বীরভূমের প্রাচীন সমাজের চিত্র অঙ্কন করিয়াছেন তাহ কল্পনাবাহুল্য দোষে দুৰ্ব্বল হইয় পড়িয়াছে । বরং পরবর্তী অধ্যায়ে পুরাতন দলিলপত্র হইতে সে যুগের আরও বাস্তব এবং সত্য পরিচয় পাওয় যায়। শেষোক্ত রূপটি একাদশ অধ্যায়ে বর্ণিত রূপ হইতে স্বতন্ত্র । গ্রন্থের সম্পর্কে একটি বিষয় লক্ষ্য করিয় আমরা দুঃথিত হইয়াছি । বীরভূমের ঐতিহাসিক তথ্য ইতিপূৰ্ব্বেও সংগ্রহের চেষ্ট হইয়াছে, কিন্তু বর্তমান গ্রন্থকার পূর্বগামিগণের ঋণ যথাযথভাবে স্বীকার করিয়াছেন বলিয়া মনে হয় না । সুখের বিষয় লেখকের অধ্যবসায় আছে এবং স্বীয় মাতৃভূমির প্রতি প্তাহার অনুরাগও বর্তমান। আমরা আশ করি ইতিহাস পর্য্যালোচনার প্রকৃষ্ট বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করিয়া তিনি ভবিষ্যতে র্তাহার সংগৃহীত তথ্যরাজির সাহাযে বীরভূমের একখানি সৰ্ব্বাঙ্গসুন্দর ইতিহাস রচনা করিতে সমর্থ হইবেন । শ্ৰীনিৰ্ম্মলকুমার বস্তু মহাভারতী-শ্ৰীযতীন্দ্রমোহন বাগচী । প্রকাশক : সেন ব্ৰাদাস এণ্ড কোং ১৪, কলেজ স্কোয়ার, কলিকাতা । মূল্য ১1• যতীন্দ্রমোহনের পরিণত বয়সের কয়েকটি কবিত লইয় মহাভারতী প্রকাশিত হইয়াছে। যৌবনের রচনা হক্টতে এই কবিচিত্তের মধ্যে কোম প্রবল সংশয়, কোন চঞ্চল দ্বিধাং পরিচয় আমরা পাই না । এই কবি প্রধানতঃ বহিঃপ্রকৃতির ও অন্ত:প্রকৃতির সৌন্দর্ব এবং সুসংবদ্ধ গার্হস্থ্য জীবনের চিরস্তন সুখ দুঃখ, মিলন বিরহ আপনার স্বচ্ছন্দ সুন্দর দ্বিধাহীন ভাষায় চিরদিন অসঙ্কোচে ব্যক্ত করিয়া আসিতেছেন। কোন কঠিন দ্বন্দ্ব ৰ গভীর সমস্যা তাহাকে কোন দিন বিব্রত করে নাই। আজ পঞ্চাশোর্থে তাহার মধ্যে সেই নিঃসংশয়ত আর নাঙ্গ, দ্বিধা দেখা দিয়াছে । “পঞ্চাশোর্দ্ধে বনে যাবে--চলেছি তাই বনে, মনট। তবু থেকে থেকে দুলছে কণে ক্ষণে ।” এই দোল দ্বিধার দোল ; প্রেম ও বৈরাগ্যের মধ্যে স্বপ্তের দোল । ইহাই আজ কবিচিত্তের স্থৈৰ্য্যকে ঈষৎ অব্যবস্থিত করিয়া তাহার স্বষ্টিকে নূতন রূপ দিয়াছে । জীবন ব্যাপারে পূর্বের সেই অসন্দিগ্ধ একনিষ্ঠ দৃষ্টি আর নাই । কালপ্ৰভাৰে বৈরাগাষ্টি তীক্ষ হইয়া উঠিতেছে ; অপচ কবির চিরদিনের সৌন্দৰ্য্যদৃষ্টি তাহাকে আচ্ছন্ন করিতে চাহিতেছে। একদিকে গৃহের টান, অপর দিকে বলের টান ; কবিচিত্ত এই গোটালায় পড়িয়া উভয়ের মধ্যে সন্ধি করিবার চেষ্টায় ব্যাপুত । ‘মহাভারতী’তে কবিচিত্ত যে পথে চলিয়াছে, তাহ পূৰ্ব্বপরিচিত হখের, আনন্দের বা প্রেমের পথ নষ্ঠে, তাহার উভয় পার্শ্বে দুঃখ, বঞ্চনা, জ্বালা ও বৈরাগ্যের রুদ্র মূৰ্ত্তি দেখা দিয়াছে । অথচ "মহাভারতী’তে যে-বৈরাগ্যের স্বরটি তীব্র হইয় উঠিয়াছে, তাহ বাংলার অতিপরিচিত বাউলের একতারায় একটান বৈরাগ্যেয় কুর নহে। ভাষার বৈচিত্রে, প্রকাশভঙ্গীর বিভেদে ও বিষয়-নির্বাচনের ব্যাপকতায় মনে হয়, যেন দ্রুত অঙ্গুলি আঘাতে কড়ি কোমলকে স্পর্শ করিয়া ওস্তাদীগতে সপ্তস্বরায় ভৈরবীর আলাপ চলিতেছে। এ বৈরাগ্য যেমন বিখ্যার ছায়ায় ভণ্ডামিপূর্ণ হয় নাই, তেমনি সত্যের রয়ালোকে অয়লার হইয় উঠে মাই। এই সামঞ্জস্ত সাধনেই পরিণত কবিচিত্তের পরিস্ফুট কৃতিৰ প্ৰকাশ পাইয়াছে। মধুব্রত মুসলিম বীরাঙ্গনা—মঈনুদ্দীন। প্রকাশিকা—বেগম রহিম খানম, আলহাম্রা লাইব্রেরী, ১৮, মুসলমানগড় লেন, কলিকাতা। স্বাম—-পাচ সিকা । ইহাতে বীরমাত৷ আয়শ, বীর্ধ্যবর্তী উর্শ্বে আমার, বীরভগিনী খাওয়াল, বীরজায় হামিদ বানু বেগম, বীরকণ্ঠ মাহতাবান, বীরবালা সৈয়দ খাতুন, বীর সুলতান রাজিয়া, বীরাঙ্গন চাদ সুলতান ও বীরনারী নুরজাহান বেগম প্রভূতি ইতিহাস-প্রসিদ্ধ নয় জন মহীয়সী মহিলার বীর্য্যবৃত্তার কাহিনী লিখিত হইয়াছে । লেখা বাংলা দেশের কিশোর-কিশোরীদের মনোরঞ্জন করিবে বলিয়াই আমাদের বিশ্বাস । বইয়ের ছাপা-বাধাই ভাল । শীরামপদ মুখোপাধ্যায় বিষ্ণুভগবান ও বুদ্ধভগবান একই কিম্বা হুই ? ২ নং পঞ্চক্রোশী রোড বেনারস সিটি হইতে শ্ৰীশ্ৰীশচন্দ্ৰ শৰ্ম্ম কর্তৃক প্রকাশিত। পৃষ্ঠা ৫৬ ৷ - বিষ্ণুভগবান ও বুদ্ধভগবান যে অভিন্ন, ইহাই পুস্তিকাখনির প্রতিপাদ্য বিষয় । এই অভিমত প্রতিপাদন করিতে লেখক যে-সকল প্রমান প্রয়োগ করিয়াছেন, তাহ অতীব শিথিল । শুদ্ধামাধুরা–ইমং প্রমী সমাধিপ্রকাশ আপো লিখিত । প্রকাশক ক্রমণীন্দ্র ব্রহ্মচারী, পোঃ বহরপুর, ফরিদপুর । পৃষ্ঠা ৬• । সাহায্য । এ চারি অীনা ৷ লেখক শ্ৰীমদ্ভাগবত, প্রীচৈতন্যচরিতামৃত প্রভৃতি গ্রন্থবর্ণিত কৃষ্ণলীল ও গৌরাঙ্গলীলার সাহায্যে শুদ্ধ মধুর ভাবের বিশ্লেষণ ও ব্যাপ্য করিয়াছেন। প্রসঙ্গত গ্রন্থশেষে ফরিদপুরের সাধকক্ষপ্ৰলর জগদ্বন্ধুর মধুর-রস সিক জীবনও আলোচিত হইয়াছে । পুস্তকের ভাষা গদা হইলেও কবিত্বময় ও BBB BB BBBB BBBBB BB BB S BB BB BBBBBB BBS যে বইখানি সমাদৃত হইবে, তদ্বিয়ে সন্দেহ নাই । কাগজ ও ছাপা ভাল । শ্রীঅনঙ্গমোহন সাহ ব্রিজ সঙ্কেত— হরতলের কথিত । প্রাপ্তিস্থান – বুক কোম্পানী লিমিটেড, কলিকাত । মূল্য পাচ আন । এই পুস্তকে ব্রিজ খেলার প্রাথমিক নিয়ম ও সঙ্কেতগুলি সহঙ্গভাবে বর্ণিত হইয়াছে । শুধু বই পণ্ডিয়া অবহু খেলা শেখা যায় না, কিন্তু র্যাহার এই খেলাতে নূতন উৎসাহী বইটি প্তাহাজের কাজে লাগিতে পারে । 에 য়ারিষ্টোক্রেসী— নিত্যহরি ভট্টাচার্যা। প্রকাশক-বরেন্দ্র লাইব্রেরী, ২, ৪ নং কর্ণওয়ালিস স্ট্রট কলিকাতা । উপন্যাসখানি পড়িতে ভাল লাগিল । গল্প বেশ গুমিয়াছে। জাগাগোড় পড়িবার আগ্রহ থাকে। পালের চরিত্র আমাদের সহানুভূতি আকর্ষণ করে, কিন্তু মি: সেন ও ইলাকে কথঞ্চিৎ অঙ্গাভাবিক মনে হয় । লেখকের ভাষা সহজ ও সতেজ, তবে নির্দোম নয় । স্থানে স্থানে প্রম-প্রমাদ চোখে পড়ে। মোটের উপর বইখানি প্রশংসনীয়। গল্প বলিবার গুঙ্গী লেখক ভালভাবে আয়ত্ত করিয়াছেন । কিন্তু যে সমাজ লষ্টয় লেখক তাহার আখ্যানবস্তু গড়িয়া তুলিয়াছেন সেই সমাজের সহিত তাহার বাস্তব পরিচয় আছে বলিয়া মনে হয় না । উল্লিখিত চরিত্রগুলির চালচলন ও পারিবারিক জীবনে য়্যারিষ্ট্রোক্রেসার বৈশিষ্ট্রা নাই, যদিও উপন্যাসের নামকরণে সেই সমাজকেই লক্ষ্য করা হইয়াছে। . ীিহীরেন্দ্রনারায়ণ মুখোপাধ্যায় 〔芯部1