পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সম্মেলন গত মাসে বঙ্গের কয়েকটি জেলায় প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষকদিগের সম্মেলন হইয়া গিয়াছে। প্রাথমিক বিদ্যালয়গুলি দেশের শিক্ষণসৌধের ভিত্তীভূত। এই বিদ্যালয়গুলিকে আদর্শাল্পরূপ করিতে হইলে তৎসমুদয়ে শিক্ষণীয় বিষয়সমূহ এবং শিক্ষাপদ্ধতি ৪ প্রণালীর প্রতি যেমন মনোযোগ আবশ্বক, তাহদের শিক্ষক মহাশয়দিগকে সস্তুষ্ট ৪ কাৰ্য্যক্ষম করাও সেইরূপ আবশ্যক । এই জন্য এই শিক্ষক সম্মেলনগুলির গুরুত্ব শিক্ষাসম্বন্ধীয় অন্য সম্মেলনগুলির চেয়ে কম নয়। কয়েকটি জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সম্মেলনের বিবরণ দৈনিক কাগজে বাহির হইয়াছে । তাহ হইতে বুঝিতেছি, সব জেলার এই শিক্ষকদের কতকগুলি অভাব আকাঙ্ক্ষা এক, কতকগুলি মতও এক । আমি এইরূপ একটি সম্মেলনে সভাপতিরূপে উপস্থিত থাকায় জানিতে পারিয়াছি, তাহাতে সমবেত শিক্ষকদের অভাব আকাঙ্ক্ষা ও মত অনেকটা অন্যান্য জেলার শিক্ষকদের সদৃশ । ইহার অধিবেশনে একটি সংবাদসংগ্রাহক এজেন্সীর প্রতিনিধি উপস্থিত ছিলেন ও কিছু কিছু তথ্য টুকিয় লইয়াছিলেন । তম্ভিয় সম্মেলনের সম্পাদক একটি বাংলা ও একটি ইংরেজী দৈনিকে উহার বৃত্তান্ত লিথিয়া পাঠাইয়াছিলেন । কিন্তু কোথাও কিছু বাহির হয় নাই । সেই জন্য এই সম্মেলনটি সম্বন্ধে কয়েকটি কথা সম্পাদক মহাশয়ের প্রেরিত রিপোর্ট হইতে নীচে সংকলিত হইতেছে, সমগ্র রিপোর্টটি মাসিক কাগজে মুদ্রিত করা সম্ভবপর নহে। গত ২রা বৈশাখ বিশ্বভারতীর সুরুল গ্রামে স্থিত ক্ষনিকেতনে শ্ৰীযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে বীরভূম জেলার বোলপুর চক্রের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সম্মেলনের অধিবেশন হয় । ভিন্ন ভিন্ন প্রাথমিক বিদ্যালয় হইতে প্রায় ৮০ জন প্রতিনিধি, শাস্তিনিকেতনের কয়েক জন অধ্যাপক, শ্রীনিকেতনের কয়েক জন কৰ্ম্মী, এবং নিকটস্থ গ্রাম ও বোলপুর হইতে অনেক দশক উহাতে উপস্থিত ছিলেন । অধিবেশন হইয়াছিল একটি খোলা জায়গায় কতকগুলি আমগাছের ছায়ার নীচে। স্থানটি আলিপন, পুষ্পমালা ও পতাকার দ্বারা ভূষিত হইয়াছিল । অধিবেশন প্রাতে সাড়ে সাতটার সময় আরম্ভ হয় । প্রথম অধিবেশনে সভাপতি, অধ্যাপক ক্ষিতিমোহন সেন, অধ্যাপক নেপাল চন্দ্র রায়, ও যুক্ত কালীমোহন ঘোষ বক্তৃত করেন । সাড়ে দশটার সময় প্রতিনিধিদিগকে শ্রীনিকেতনের ভিন্ন ভিন্ন বিভাগ দেখান হয়, এবং কৃষির ও গ্রামশিল্পের উন্নতির জন্ত ও গ্রামের বিবিধ প্রসঙ্গ— অধ্যাপক শ্ব্যামাদাস মুখোপাধ্যায় RSNరి স্বাস্থ্য প্রভূতির উন্নতির জন্য শ্ৰীনিকেতন কি করিতেছেন বুঝাইয় দেওয়া হয় । তাহাতে শিক্ষকদের মনে বেশ ভাল ধারণ জন্মিয়াছিল মনে হয় | অপরাহু আড়াইটার সময় দ্বিতীয় অধিবেশন হয় । তাহাতে সম্পাদক শ্ৰীযুক্ত তারকচন্দ্র ধর গত তিন বৎসরের রিপোর্ট পাঠ করেন । আলোচনার পর কয়েকটি প্রস্তাব সবসম্মতিক্রমে গৃহীত হয়। তাহা হইতে কয়েকটি নীচে উদ্ধত হইতেছে। ২ । দেশের বর্তমান অবস্থায় শিক্ষাকর না বলাষ্টয় অচিরে অবৈতনিক আবশ্বিক প্রাথমিক শিক্ষা আইন কাৰ্য্যে পরিণত করিবার জঙ্গ এই সভা সরকার বাহাদুরকে অনুরোধ জানাইতেছে । যদি কর দিতেই হয় তবে যাচাতে প্রত্যেক ছেলেমেয়েই শিক্ষা পাইবার সমান সুবিধা পায় তাহার সম্পূর্ণ ব্যবস্থা করিতে হক্টরে । ৩ । এই সভ। সরকার বাহাদুরের নিকট প্রস্তাব করিতেছে যে, লব প্রবর্তিত জেলা শিক্ষাবোড়ের সভ্যনিৰ্ব্বাচনে বিদ্যালয়ের শিক্ষকদিগকে ভোটাধিকার দেওয়া হউক । ৪ । বাঙ্গাল সরকারের শিক্ষা-বিভাগের নূতন শিক্ষা সংস্কার পরিকল্পনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হ্রাসের যে প্রস্তাব করা চষ্টয়াছে এই সমিতি তাঙ্গার তীব্র প্রতিবাদ জানাইতেছে । এই সমিতির অভিমত এই ষে, বর্তমান সংখ্যা ঠিক রাখিয়া প্রতোক যুনিয়নে একটি কবিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হউক । ৫ । এই সমিতি প্রস্তাব করিতেছে যে, বর্তমান প্রাথমিক বিদ্যালয়গুলির উন্নতি বিধানার্থ এবং পূৰ্ব্ব প্রস্তাবিত অাদর্শ প্রাথমিক বিদ্যালয় স্থাপনার্থ শিক্ষা-বিভাগের আগামী বজেটে যেন যথেষ্ট পরিমাণ অর্থের বরাদ্দ করা হয় । ৬ । এই সমিতি প্রস্তাব করিতেছে ষে প্রাইমারী পরীক্ষার্থীৱ শেষ পরীক্ষার জন্য সকল স্কুলেই প্রত্যেক বিষয়ের জঙ্গ একই নিদিষ্ট পাঠ্যপুস্তক পড়াইবার নিয়ম করা হউক । ৭ । এই সভা প্রত্যেক ট্রনিং-পাস শিক্ষককে পচিশ টাকা হইতে ক্রম-বৃদ্ধি অমুসারে পয়ত্রিশ টাকা বেতন দিতে এবং প্রত্যেক বিদ্যালয়ে নন্‌ ট্রও শিক্ষকের বেতন নূনপক্ষে পনর টাকা করিতে স্কুলবোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ করিতেছে । ৮ । এই সভার অভিমত এই যে প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীসংখ্য যত থাকিবে, শিক্ষকসংখ্যাও তত রাখা আবশ্বক । ৯ । এই সম্মেলন সাধারণ বিদ্যালয়ে ধৰ্ম্মশিক্ষা দানের তীৰ প্রতিবাদ জানাইতেছে । অধ্যাপক শ্যামাদাস মুখোপাধ্যায় অধ্যাপক গুমাদাস মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা দেশ ও ভারতবর্ষ হইতে উচ্চ গণিতে বিশেষ জ্ঞানবান এক জন সুপণ্ডিত ব্যক্তির তিরোভাব হইল। তাহার সহিত আমার