পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্যৈষ্ঠ কারণ বোধ হয় তাহাদের মতে শব্দটি ‘বর্ণন’ শব্দ হইতে উৎপন্ন । কিন্তু উহা কি প্রস্তুত করা, রচনা করা, তৈরি করা যে-"বানানো' শব্দটির অর্থ, তাহারই রূপান্তর হইতে পারে না ? ইংরেজীতে যেমন word-building শব্দের প্রয়োগ আছে, তেমনি আমরাও মনে করিতে পারি, “বানান দ্বারা আমরা দেখাই, কি কি বর্ণের বা অক্ষরের সহযোগে এক একটি শব্দ ‘বানানো বা তৈরি করা বা রচনা করা হইয়াছে । পাটকলের ধৰ্ম্মঘটের অবসান বঙ্গের সরদার মন্ত্রী মৌলবী ফজলল হক সাহেব গবন্মেণ্টের পক্ষ হইতে কতকগুলি প্রতিশ্রুতি দেওয়ায় শ্রমিক নেতার। পাটকল শ্রমিকদিগকে কাজে যোগ দিতে উপদেশ দিয়াছেন । ধৰ্ম্মঘটের অবসান হইয়াছে । কিন্তু (২৮শে বৈশাখের দৈনিক কাগজে প্রকাশিত সংবাদ অনুসারে ) এখনও সব কলে সকল শ্রমিক কাজে যোগ দেয় নাই । আশা ক বা যায়, ফজলল হক সাহেবের প্রতিশ্রুতি রক্ষিত গুতলে সকলেই যোগ দিবে। ভারতবর্ষে শ্রমিকদের পক্ষে ধৰ্ম্মঘট করা পাশ্চাত্য দেশসমূহের শ্রমিকদের ধম্মঘটের চেয়ে গুরুতর ব্যাপার । পাশ্চাত্য দেশসমূহে শ্রমিকসংঘগুলি স্বশস্থল ও স্বপরিচালিত । তথাকার সংঘগুলির অর্থবলও আছে । কারণ তথাকার শ্রমিকদের আর্থিক অবস্থা এখানকার চেয়ে ভাল বলিয়া তাহারা সংখে নিয়মিত ভাবে যথেষ্ট চাদ দিতে পারে । তাহাদের নিজেদেরও কিছু সঞ্চয় থাকে। এই সব কারণে, ধৰ্ম্মঘটের সময় পাশ্চাত্য শ্রমিকরা কতকটা নিজেদের পুজির উপর নির্ভর করিতে পারে এবং সংঘের কাছেও সাহায্য পায় । তথাকার জনসাধারণও অপেক্ষাকৃত সচ্চল অবস্থা প্রযুক্ত সাহায্য করিতে পারে । তথায় জাতিভেদ কম থাকায়, এবং গণতান্ত্রিকতা ও সৰ্ব্বসাধারণের মধ্যে পরস্পর সহানুভূতি ও সংঘবদ্ধতা অধিক থাকায়, পাশ্চাত্য লোকের ধৰ্ম্মঘট দিগকে সাহায্য দানে অধিকতর তৎপর বলিয়া মনে হয় । ভারতবর্ষে অবস্থা অন্ত রূপ। এই জন্ত দীর্ঘকাল ধরিয়া ধৰ্ম্মঘট চালান এ দেশে কঠিনতর। এই সমস্ত বিষয় বা অবস্থা বিবেচনা করিলে, চট কলের ধৰ্ম্মঘট কংগ্রেসওয়াল Ծ8-2() বিবিধ প্রসঙ্গ—জাতীয় স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা వS4 ও কমু্যনিষ্টর ঘটাইয়াছে, বস্তুত: শ্রমিকদের কোন অভাব অভিযোগ নাই, ধনিক ও সরকার পক্ষের এই উক্তি সত্য বলিয়া মনে হয় না। কংগ্রেসওয়ালা ও কমুনিষ্টদের প্রভাব যদি বাস্তবিক এত বেশী হয়, যে, কেবল তাহাদের পরামর্শ ও প্ররোচনাতেই দু-লাখের উপর অভাব-অভিযোগশূন্য স্বপুষ্ট স্বধী শ্রমিক ধৰ্ম্মঘট করিতে পারে, তাহা হইলে তাহাঙ গবন্মেন্টের চিস্তার বিষয় হওয়া উচিত। কমু্যনিষ্টদের পশ্চাতে পুলিস লাগাইয়া ও তাহাদের বিরুদ্ধে নানা প্রকার মোকদুম রুজু করিয়াহ তাহার প্রতিকার হইবে না। পণ্ডিত জবাহরলাল নেহরু ও মৌলবী ফজলল হক মৌলবী ফজলল হক তাহার সম্বন্ধে পণ্ডিত জবাহরলাল নেহরুর দুটি উক্তির প্রতিবাদ করিয়া বলিয়াছেন, সে ছুটি সম্পূর্ণ মিথ্যা। পণ্ডিতজী ষে উত্তর দিয়াছেন, তাহ সবাদপত্রপাঠকের অবগত আছেন । স্মৃতিশক্তির বিশ্বাসযোগ্যতা ও সত্যনিষ্ঠ সম্বন্ধে পণ্ডিতজীর ও মৌলবী সাহেবের খ্যাতি এক প্রকারের নহে, ইহা মৌলবী সাহেবের মনে থাকিলে তাহার পক্ষে ভাল হইত । তাহার মনে থাকিতে পারে, গবন্মেষ্ট পয্যস্ত পাওত জবাহরলাল নেহরুর বিরুদ্ধে বাৰ্ষিক রিপোটে একটা কথা লিখিয়া পরে তাহ প্রত্যাহার করিতে ও তজ্জন্ত দুঃখ প্রকাশ করিতে বাধ্য হইয়াছিলেন । চটকল শ্রমিকদের প্রকৃত অভিযোগ কিছু আছে মৌলবী সাহেব পণ্ডিতজীকে ইহা বলিয়াছিলেন বলিয়া প্রথমে অস্বীকার করেন । কিন্তু পরে তিনি স্বীকার করিয়াছেন, যে, তাহাদের কোন কোন বিষয়ে দুঃখ বাস্তবিক আছে । এখন তাহার প্রতিকার হইলেই মঙ্গল । জাতায় স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতা কোন দেশে জাতীয় স্বাধীনতা থাকিলেই যে তথাকার মাতুষদের ব্যক্তিগত স্বাধীনত থাকিবেই, এমন বলা যায় না । রুশিয়ায়, জাৰ্ম্মেনীতে ও ইটালীতে জাতীয় স্বাধীনতা আছে । ঐ দেশগুলি অন্য কোন দেশের অধীন নহে। কিন্তু ঐ দেশগুলির মানুষদের ব্যক্তিগত স্বাধীনতা কম । ব্রিটেনে