পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之婿了芭 রবীন্দ্রনাথের জন্মোৎসব রবীন্দ্রনাথের জন্মোৎসব নান স্থানে হইয়াছে । তাহার মধ্যে বিশ্বভারতীর আশ্রমিক সংঘের উদ্যোগে কলিকাতায় শ্ৰযুক্ত অমরেন্দ্র সেনের বাড়ীতে শাস্তিনিকেতনের প্রাক্তন ছাত্রদের যে সভা হইয়াছিল, তাহাতে উপস্থিত থাকিবার সুযোগ আমার হইয়াছিল। এই সভাতে ঐযুক্ত নেপাল চন্দ্র রায়, ঐযুক্ত পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী, শযুক্ত অনাথনাথ বম, শ্রীযুক্ত প্রভাতচন্দ্র গুপ্ত, খ্রযুক্ত মণীন্দ্রভূষণ গুপ্ত প্রভৃতি এবং অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অন্ত ভদ্রমহিলা ও ভদ্রলোক উপস্থিত ছিলেন। সঙ্গীত ও সভাপতির বক্তব্যের পর মধ্যে মধ্যে আরও গান হয়, শ্রীমতী নিরুপমা দেবী একটি কবিতা পড়েন, তাহার নিৰ্ম্মিত ও কবিকে উপহৃত একটি সুন্দর পুস্তকাধার প্রদর্শিত হয়, ক্রযুক্ত প্রভাতচন্দ্র গুপ্ত একটি প্রবন্ধ পাঠ করেন, অনাথবাবু ও শাস্ত্রী মহাশয় কিছু বলেন, কবিকে প্রাক্তন ছা ছাত্রীরা যে প্রণামী গরদের ধুতিচাদর উপহার দিয়াছেন তাহ প্রদশিত হয়, সভাপতি আরও দুষ্ট বার কিছু বলেন, এবং জলযোগ ও ফোটোগ্রাফগ্রহণের পর রাfত্র ৯টার সময় সভা ভঙ্গ হয় । “ফুকা” প্রথার বিরুদ্ধে আন্দোলন কোন কোন গোয়ালা “ফুক।” দ্বারা মহিষ ও গোরুর দুধ শেষ ফোটাটি পৰ্য্যন্ত দুহিয়া লয়। এই প্রক্রিয়া অস্বাভাবিক, ন্যঞ্চারজনক ও জুগুপিত। ইহার দ্বারা প্রাপ্ত দুষ্ক কখনও স্বাস্থ্যকর হইতে পারে না । ইহার আরও একটা কুফল এই, যে, এই প্রক্রিয়া দ্বারা যে গোরু বা মহিষের দুগ্ধ দোহন করা হয়, তাহ প্রায়ই পুনৰ্ব্বার গর্ভবতী ও দুগ্ধবতী হয় না। সেই জহ অনেক বহুমূল্য ও উংকৃষ্ট গোরু ও মহিষ, ফুকার দ্বারা আর যখন দুধ পাওয়া যায় না, তখন কসাইদিগকে বিক্ৰী করিয়া ফেলা হয়। এইরূপ অসুমিত হইয়াছে, যে, প্রতি বৎসর এই প্রকারে প্রায় পঞ্চাশ হাজার ভাল গোরু ও মহিষ নিহত হয় যাহাদের দুগ্ধ স্বাভাবিক ভাবে দোহিত হইলে যাহারা আরও অনেক বার দুগ্ধবতী হইতে পারিত এবং যাহাঙ্গের উৎকৃষ্ট বাছুর অনেক বার হইত। কলিকাতা, বোম্বাই প্রভৃতি বড় শহরে এই জঘন্ত ও অনিষ্টকর প্রথা প্রচলিত আছে । احساس 868 বিবিধ প্রসঙ্গ-বঙ্গীয় মহাকোষ ૭૦d ইহার বিরুদ্ধে আইন আছে কিন্তু তাহা সত্বেও ই৷ চল্লিতেছে। এই জন্য আইন কঠোরতর করাইবার এ তাহা কঠোরতর ভাবে প্রয়োগ করাইবার নিমিত্ত আন্দোল হইতেছে। এই আন্দোলন সৰ্ব্বসাধারণের সম্পূর্ণ সমর্থন কৰু উচিত। | কেবল শাস্তির দ্বারাই এই কুৎসিত প্রথা রহিত করিবার চেষ্টা না করিয়া গোয়াল-সমাজের মধ্যেও এরূপ আন্দোলন ও প্রচারকাৰ্য্য চালান উচিত যাহাতে, ফুকা প্রক্রিয়া যাহার অবলম্বন করে, তাহারা তাহা হইতে নিরস্ত হয়। i “কালান্তর” - রবীন্দ্রনাথের গত জন্মোৎসবের দিন তাহার "কালান্তর" নামক একটি নূতন প্রবন্ধসংগ্রহ-পুস্তক প্রকাশিত হইয়াছে। ইহাতে পনরটি প্রবন্ধ আছে। যথা—কালাস্কর, বিবেচনা ও অবিবেচনা, লোকহিত, লড়াইয়ের মূল, কৰ্ত্তার ইচ্ছায় কৰ্ম্ম, ছোটো ও বড়ো, বাতায়নিকের পত্র, শক্তিপূজা, সত্যের আহ্বান, সমস্ত, সমাধান, শূদ্ৰধৰ্ম্ম, বৃহত্তর ভারত, হিন্দুমুসলমান, ও নারী । প্রবন্ধগুলি নূতন লিখিত না হইলেও ইহার কোনটিই এমন কোন সমস্ত বা প্রশ্নের বিষয়ে লিখিত নহে, যাহার সমাধান হইয়া গিয়াছে। স্বতরাং সবগুলিরই এখনও উপযোগিতা আছে। সবগুলি একখানি বহির মধ্যে পাওয়া সুবিধাজনক। একটি পাতা উন্টাইতে হঠাৎ চোখে পড়িল, যা দেবী রাজ্যশাসনে প্রেষ্টিজ-রূপেণ সংস্থিতা নমস্তস্তৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোনমঃ । প্রেটিজ, যাইবার ভয়ে ব্রিটিশ গবন্মেন্টের প্রাদেশিক গবর্ণরের মন্ত্রী হইবার যোগ্য কংগ্রেসওয়ালাদিগকে এই প্রতিশ্রুতি দিতে পারিতেছেন না, যে, তাহীদের আইনসঙ্গত কাজে বাধা দিবেন না । “বঙ্গীয় মহাকোষ” অধ্যাপক ক্রযুক্ত অমূল্যচরণ বিদ্যাভূষণ মহাশয়ের সম্পাদকতায় বঙ্গীয় মহাকোষের প্রথম খণ্ড সমাপ্ত হইয়৷