পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ সুন্দরম্” ・ペ “নায়মাত্মা বলহীনেন লভা:” *下・ ,-4 ৩৭শ ভাগ } \ W আ i | ーラ ৩য় সংখ্যা ১ম খণ্ড =TTE, S<>ss { জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ, ধ্বনির ঝড়ে বিপন্ন ঐ লোক । জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে, দোহাই ওগো, তাদের দলে লও এ মানুষটাকে, সজনে পাতার মতো যাদের হালকা পরিচয়, ছলুক খস্থক শব্দ নাহি হয়। সবার মাঝে পৃথক ওযে ভিড়ের কারাগারে খ্যাতি-বেড়ির নিরস্ত ঝঙ্কারে । সবাই মিলে নানা রঙে রঙীন-করা ওরে নিলাজমঞ্চে রাখচে তুলে ধরে, আঙুল তুলে দেখাচ্চে দিনরাত, লুকোয় কোথা, আড়াল ভূমিসাৎ ৷ দাও না ছেড়ে ওকে স্নিগ্ধ আলো শু্যামল ছায়া বিরল কথার লোকে, বেড়াবিহীন বিরাট ধূলি’পর, সেই যেখানে মহাশিশুর আদিম খেলাঘর ।