পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশষণE বঞ্চিত ক'রে যায় তবে সে বিরহ তার পক্ষে সহ করা যু কেমন ক’রে সম্ভব হবে তা সে ভেবে উঠতে পারে না । পাৰ্ব্বতীর প্রেম কমলার স্থান পূরণ করতে পারবে না । কখনই না । তার মনে হ’ল, এ নিশ্চয় তারই পাপের প্রায়শ্চিত্ত। পাৰ্ব্বতীর প্রতি তার দুৰ্ব্বল চিত্তের উন্মুখীনতার জন্যে তার মনে তীব্র অম্লতাপের উদয় হ’ল । ভদ্রতার কথা সে এক মুহূৰ্ত্তের জন্যে ভুলেই গিয়েছিল । তার পর নিজেকে সংযত ক’রে নিয়ে সে মাতুলকে সম্বোধন ক'রে বললে, “দেখুন, একে আপনার জ্যোৎস্না ব'লে জানেন । এর নাম কমলা । ইনি আমার পত্নী। আমার সঙ্গী এই এর কাছ থেকে সব জানবেন । আমি একজন ডাক্তার ডেকে নিয়ে আসি তাড়াতাড়ি ।” ” মাতুল শচীন্দ্রের পিছন পিছন দরজা পৰ্য্যস্ত গিয়ে “তাই ত, তাই ত" বলতে বলতে ফিরে এল । তাড়াতাড়ি তার আচকানটা খুলে রেখে একটা পাখহাতে ভোলানাথ সঙ্কুচিত অবগুণ্ঠনবতী মালতীকে বললে, “মা, অামারে লজ্জা আমি মায়ের সন্তান, নফর ভোলানাথ । মা আমার রাজরাণী অন্নপুন্ন, ছল ক’রে তোমার বাড়ী আচ্ছ য় নিইছিল " বলে মাতৃসেবায়ু মন fদলে । বহুক্ষণ চোখে মুখে জলের ছিটে দিয়ে বাতাস করতে করতে কমলা একটা দীর্ঘনিশ্বাস ফেলে একবার শূন্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে আবার চক্ষু মুদ্রিত করে পড়ে রইল । কো’র না । - ক্রিবেণী \లిJల: তার মস্তিষ্কের স্মৃতিফলকে অতীতের অজস্র ছবি রক্তধারার বেগে প্রতিফলিত হয়ে চলেছে ; সে অজস্রতার বেগ যেন তার দুৰ্ব্বল মস্তিষ্ক সহ করতে পারছে না। এক-একবার এক-একটা উদ্বেলিত দীর্ঘশ্বাসে তার স্বায়ুর শ্রাস্তিকে প্রকাশ করছে যেন । এমনি ভাবে বস্তৃক্ষণ যাবার পর কমলার জ্ঞান ফিরে না এলেও তার নিশ্বাসপ্রশ্বাস অনেকটা স্বাভাবিক 零乙硼 Gö 1 জীবনের ধারাবাহিক লক্ষণে আশ্বস্ত হয়েই হোক বা তার এই অস্বস্তিকর অবস্থা সম্বন্ধে সচেতন হয়েই হোক মালতী অজয়কে কানে কামে বললে, “য। ত বাবা, একটা বালিশ নিয়ে আয়ু । আমি উঠে মীর জন্যে একটা বিছান ক’রে রাখি ।” মালতী উঠে ভিতরে গেলে, গ্রামের থোলা বাতাসে অভ্যস্ত ভোলানাথ এই বদ্ধ ঘরে হাপিয়ে উঠেই বোধ করি, কিছুমাত্র ভদ্রতা না করে মাতুলের দিকে চেয়ে বললে, “ধর দিনি বাবু এটটু পাখাটা, জানলা কীট খুলে দি । ঘরট যে একেবারে পায়রার খোপ করে খুয়োছে। এ ঘরে ঢুকলে মামুষ যে এমনিতেই ভীৰ্ম্মি যায় ।” মাতুল ব্যস্তসমস্ত হ’য়ে “ঠিক কইছ। অমুউ তা তাই কই। আমুউ ত তাই কই ।" বলতে বলতে জামালাগুলি খুলে দিতে লাগল। এমন সময় ডাক্তার নিয়ে শচীন্দ্রনাথ ফিরে এল । ( ক্রমশ: ) = مجمع= }