পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগষণঢ় উক্ত কীলক দুইটিকে কেন্দ্র করিয়া তিন-তিনটি সমকেন্দ্রিক ধৰ্ম্ম অঙ্কিত করা হইয়াছে ; এবং উহার এমন ভাবে বিভক্ত যে বাহিরের ধমুর এক-একটি বিভাগে ৬ অংশ, তাহার নিম্নের ধতুর ( অর্থাৎ দ্বিতীয়টির ) এক-একটি বিভাগ এক অংশ, এবং তৃতীয় ধমুর এক-একটি বিভাগ ৬ কলা হইয়াছে। এই যন্ত্রের দ্বারা মধ্যাহ্নকালে স্বর্ঘ্যের নতাংশ ও উন্নতাংশ অবগত হওয়া যায় । সূৰ্য্য মাধ্যাহিকে আসিলে কীলকের ছায়৷ ধন্থর কোন বিভাগে আসিয়া পড়ে, . তাহা দেখিতে হইবে । কাশীতে খমধ্যের কথনও আসে না ; সুতরাং সূর্য্যের নতাংশ ও উন্নতাংশ দেখিতে হইলে দক্ষিণ দিকের কীলককে কেন্দ্র করিয়া যে বৃত্তপাদ অঙ্কিত হইয়াছে, সেই বুত্তপাদের বিভাগকেই দেখিতে হয়। এই বিভাগের দ্বারা শুৰ্য্যের মাধ্যাহিক নতাংশ, স্বতরাং উন্নতাংশও অবগত হওয়া যায়। আরও থমধ্যের দক্ষিণ দিক্ দিয়া যে-সকল নক্ষত্র মাধ্যাহিক অতিক্রম করে, সেই সকল নক্ষত্রের মাধ্যাঙ্গিক উন্নতাংশও এই বৃত্তপাদের সাহায্যে দৃষ্ট হয়। আবার, যে বৃত্তপাদের কেন্দ্র উত্তর দিকে অবস্থিত তাহার দ্বারা থমধ্যের উত্তর দিক্ দিয়া যে-সকল নক্ষত্র মাধ্যাহিক অতিক্রম করে, তাহদের উন্নতাংশ অবগত হওয়া যায়। এই যন্ত্রের সাহায্যে স্বর্য্যের পরমাক্রাস্তি ( greatest declination ) e άττττα κ*ft* (latitude of the place) faāfāfīs. Botto নির্ণয় করা যাইতে পারে। সুয্যের মাধ্যাহিকের নতাংশ ক্রমান্বয়ে পৰ্য্যবেক্ষণ করিতে হয় এবং তাহা এক স্থানে লিপিবদ্ধ করিয়া রাথিতে হয় ; এখন দেখিতে হইবে, স্বৰ্য্যের সর্বাপেক্ষ অধিক নতাংশ ও সৰ্ব্বাপেক্ষা কম মতাংশ উত্তরে সূৰ্য্য অম্বরাধিপতি স ওয়াই জয়সিংহ কত হয়। সুয্যের এই অধিকতম ও মূনতম নতাংশদ্বয়ের fatyfoitè afq«ia fçffç ( greatest declination of the sun ) । অধিকতম নতাংশ হইতে এই রবিপরমাক্রান্তি বিয়োগ করিলে অথবা নূনতম নতাংশে এই রবিপরমাক্রান্তি যোগ করিলে, এই বিয়োগফল বা যোগফলই ইষ্টস্থানের অক্ষাংশ । কাশীতে যখন সূৰ্য্য থমধ্যের উত্তরে একেবারেই আসে না, তখন কেবল এই উপায়ে গণনা করিয়া রবিপরমাক্রান্তি ও স্থানীয় অক্ষাংশ নির্ণীত হয় । এই যন্ত্রের সাহায্যে মহারাজ জয়সিংহ রবিপরমাত্রশস্তি ২৩ অংশ ২৮ কলা নির্ণয় করিয়াছিলেন ।