পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جلاسوا تلا এখন ইষ্টস্থানের অক্ষাংশ অবগত হইলে, ইহা হইতে এবং কোনও মধ্যাহ্নে সূর্য্যের মাধ্যাহিক নতাংশ হইতে অতি সহজেই স্বৰ্য্যের ক্রান্তি অবগত হওয়া যায় । প্রথমে স্থানীয় অক্ষাংশ ও স্বয্যের মাধ্যাহিক নতাংশের অন্তর বাহির করিতে হইবে, এই অন্তরই সেই মধ্যাহ্নে স্বর্ষ্যের ক্রাস্তি। এক্ষণে যদি অক্ষাংশ হইতে নতাংশ অপেক্ষাকৃত অল্প হয় তাহা হইলে ক্রাস্তি উত্তর হইবে, এবং যদি অক্ষাংশ অপেক্ষ নতাংশ অধিক হয়, তাহা হইলে ক্রান্তি দক্ষিণ হইবে। এই উপায়ে প্রাপ্ত ক্রান্তি ও রবিপরমাক্রান্তি হইতে সৰ্য্যের ভুজাংশ ( longitude ) সহজেই বাহির করা যাইতে পারে। এই যন্ত্রের অতি নিকটে ও পূৰ্ব্ব দিকে একটি মাণ স্থান রহিয়াছে। এক্ষণে কালবশে ইহা অনেকট রুক্ষ হইয়া পড়িয়াছে। ভিত্তি-যন্ত্রের প্রাচীরের যতটুকু প্রস্থ, এই স্থানের প্রস্থও ততটুকু ; এবং ইহা ১০ ফুট ৩ ইঞ্চি লম্বা। এই স্থানের পূর্ব দিকের কোণে দুইটি কীলক প্রোথিত রহিয়াছে এবং কীলকের উপরে এক-একটি ছিদ্র রহিয়াছে । প্রাচীরের পূৰ্ব্বোক্ত দুইটি কীলকের সম্মুখেই এই কীলক দুইটি প্রোথিত আছে। এই মসৃণ স্থানের কীলক দুইটির মধ্যে দক্ষিণ দিকের কীলকটি উঠিয়া গিয়াছে, কিন্তু উত্তর দিকের কীলকটি পূৰ্ব্ববং রহিয়াছে। কি অভিপ্রায়ে এই কীলক দুইটি প্রোথিত হইয়াছিল, তাহা এক্ষণে বুঝিতে পারা যায় না। তবে ইহা নিশ্চিত যে, কোন পর্যবেক্ষণের সুবিধার জন্য ইহাদের প্রয়োজন হইয়াছিল। এই স্থানের নিকট দুইটি বৃত্ত রচিত আছে। প্রথম বৃত্তটি চুণে তৈয়ারী ও দ্বিতীয় বৃত্তটি প্রস্তর-নিৰ্ম্মিত। প্রথম বৃত্তটির ব্যাস ২ ফুট ৮ ইঞ্চি এবং দ্বিতীয় বৃত্তটির ব্যাস ৩ ফুট ৫ ইঞ্চি । ইহা ভিন্ন একটি প্রস্তর-গঠিত সমচতুষ্কোণ নিৰ্ম্মিত আছে । ইহার এক-একটি বাহু ২ ফুট ২ ইঞ্চি দীর্ঘ। এই দুইটি বৃত্ত ও সমসতুক্ষেণের যে কি আবশুকতা ছিল, তাহা এক্ষণে ঠিক অনুমান করা যায় না। তবে ইহ: হইতে পারে যে, স্বৰ্য্য কর্তৃক শস্কৃচ্ছায়া ও কোটি-অগ্রা (degrees of azimuth ) &lfoto of: নিৰ্ণীত হইতে পারিত। ইহাদের উপর পূৰ্ব্বে কতকগুলি চিহ্ন অঙ্কিত ছিল বলিয়| মনে হয়, তাহা এক্ষণে মিলাইয়া গিয়াছে। প্রবাসী SN988 (২) যন্ত্র-সম্রাটু বা সম্রাটু-যন্ত্র। ভিত্তি-যন্ত্রের উত্তরপূৰ্ব্ব দিকে একটি বৃহৎ যন্ত্র নিৰ্ম্মিভ রহিয়াছে। এই যন্ত্রকে যন্ত্র-সম্রাটু বলা হয়। ইহাও চুণ- ও ইষ্টক- নিৰ্ম্মিত একটি প্রাচীরবিশেষ । ইহা ঠিক মাধ্যাহিকের সমতলে স্থাপিত। ইহা ৩৬ ফুট দীর্ঘ ও ৪ ফুট ৬ ইঞ্চি প্রশস্ত। ইহার উপরিভাগ প্রস্তরমণ্ডিত, ক্রমশঃ-অবনত ভাবে গঠিত এবং উত্তর-ধ্রুবতার নির্দেশ করিয়া অবস্থিত। ইহার দক্ষিণ দিক্‌ ৬ ফুট ৪: ইঞ্চি উচ্চ এবং উত্তর দিক্‌ ২২ ফুট ৩ ইঞ্চি উচ্চ। এই প্রাচীরকে শঙ্কু ( gnomon ) বলা হইয়। থাকে। ইহার মধ্যভাগে উপরে উঠিবার জন্য সোপানশ্রেণী নিৰ্ম্মিত রহিয়াছে। শঙ্কর দুই পাশ্বে অর্থাৎ পূৰ্ব্ব ও পশ্চিম দিকে প্রস্তরনিৰ্ম্মিত দুইটি ধতু অঙ্কিত রহিয়াছে ; এই ধন্ত বৃত্তচতুর্থ অপেক্ষ কিছু অধিক ইহার দৈর্ঘ্য ৫ ফুট ১১ ইঞ্চি, প্রস্থ ৭ ইঞ্চি এই দুইটি ধমুর প্রত্যেকটির দুই পাশ্বে ছয়-ছ অংশ করিয়া ঘটিকা চিহ্নিত করা হইয়াছে । এ ছয় অংশ ঘটিকাকে আবাণ ছয় সমান ভাগে বিভ করা হইয়াছে। এই শেষোক্ত ষষ্ঠ অংশ দুই ইf প্রস্থ । প্রত্যেক ধন্টুর দুই বৃত্তাকার পার্থের দুইটি কে শঙ্কুর উপরের পাশ্বে (কিনারায়) অবস্থিত । এই কেন্দ্রগুলি প্রত্যেকটিতে এক-একটি লোহার ছোট কড়া সংলগ্ন আছে প্রত্যেক ধন্থর নিম্নের পাশ্বের ব্যাসাৰ্দ্ধ ৯ ফুট ৮ ইঞ্চি এই যন্ত্রের ধন্থর যে অংশে শস্কুচ্ছায় পতিত ; উহার দ্বারা নতঘটি অর্থাৎ মধ্যাহ্ন হইতে কত স অতিবাহিত হইয়াছে, তাহাই অবগত হওয়া যায়। মধ্যা:ে পূৰ্ব্বে যদি শস্কৃচ্ছায়া দৃষ্ট হয়, তাহা হইলে এই ঘটকাস উত্তীর্ণ হইলে পর মধ্যাহ্ন হইবে ; আবার যদি মধ্যা:ে পরে শঙ্কুচ্ছায়া দুষ্ট হয়, তাহা হইলে ঐ সময়ের পু মধ্যাহ্ন অতিক্রাস্ত হইয়াছে বুঝিতে হইবে। শঙ্কুচ্ছ উত্তমরূপে পর্যবেক্ষণের জন্য প্রত্যেক ধন্সর দুই দিকে প্রং নিৰ্ম্মিত সোপান নিৰ্ম্মিত হইয়াছে। দুধ্যের শঙ্কুড়ায় :ে স্পষ্ট দৃষ্টিগোচর হয়, চন্দ্রের বা গ্রহাদির শঙ্কুচ তেমন স্পষ্ট দৃষ্ট হয় না, এবং ক্ষুদ্র গ্রহাদির ও নক্ষত্রের । আদেী প্রতিবিম্বিত হয় না। স্বতরাং চন্দ্র, গ্ৰহাদি নক্ষত্রের নতঘটি অর্থাৎ মধ্যাহ হইতে অতিবাহিত