পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

へ&b〜3 প্রবণসী SN○88 EKF( wfq zi Cafà ( rima of the circle) * *Ř প্রশস্ত । ইহার পরিধিকে সমান ৩৬০ অংশে বিভক্ত করা হইয়াছে, স্বতরাং এক-একটি ছোট বিভাগ ১ ইঞ্চি প্রস্থ । এই চক্রের কেন্দ্রে একটি কীলক প্রোথিত রহিয়াছে এবং এই কীলকে একটি পিত্তল-নিৰ্ম্মিত কাট ( index ) সংলগ্ন রহিয়াছে। এই কাটা ২ ইঞ্চি প্রস্থ এবং কেন্দ্র হইতে অঙ্কিত একটি রেখা এই কঁাটার মধ্যে চিহ্নিত রহিয়াছে । এই যন্ত্রের সাহায্যে কোন গ্রহ বা নক্ষত্রের ক্রান্তি নির্ণয় করিতে হইলে এই চক্র আর র্কাটাটিকে এমন ভাবে স্থাপিত করিতে হইবে যে, ঐ গ্রহ বা নক্ষত্র কাটার ঠিক মধ্যরেখাতে আসিয়া পড়ে। তখন অক্ষের লম্বভাবে যে ব্যাসটি অবস্থিত, তাহা হইতে কাটাটি যত অংশ দূরে রহিয়াছে, তত অংশই গ্রহ বা নক্ষত্রের ক্রাস্তি। বোধ হয়, এই যন্ত্রে অন্যান্য বৃত্তও অঙ্কিত ছিল, যেমন অয়নাস্ত বৃত্ত, বিষুব বৃত্ত প্রভৃতি। ইহাদের দ্বারা মাধ্যাহিক হইতে কোন গ্রহ বা নক্ষত্রের দূরত্ব নির্ণীত হইতে পারিত । এক্ষণে কালবশে সেই বৃত্তগুলি নষ্ট হইয়া গিয়াছে এবং র্কাটাটিও বঁকিয়া গিয়াছে, সুতরাং এখন আর এই যন্ত্রের দ্বারা গ্রহ বা নক্ষত্রের ক্রাস্তি নির্ণয় করিতে পারা যায় না । (*) folk"-o (Alt-Azimuth Instrument) –চক্ৰ-যন্ত্রের পূর্ব দিকে একটি বৃহৎ দিগংশ-যন্ত্র স্থাপিত রহিয়াছে। ইহার মধ্যে বেলনাকার (cylindrical ) একটি স্তম্ভ নিৰ্ম্মিত হইয়াছে । এই স্তম্ভটি ৪ ফুট ২ ইঞ্চি উচ্চ এবং ইহার ব্যাস ৩ ফুট ৭ ইঞ্চি । এই স্তম্ভের মধ্যে একটি লৌহনিৰ্ম্মিত কীলক ( iron spike ) দৃঢ়ভাবে সংবদ্ধ রহিয়াছে। এই কীলকের উপরিভাগে একটি ছিদ্র করা হইয়াছে । এই স্তম্ভের চতুদিকে এবং ইহা হইতে ৭ ফুট ৩ ইঞ্চি দূরে একটি বৃত্তাকার প্রাচীর নিৰ্ম্মিত হইয়াছে। স্তম্ভ যত উচ্চ, প্রাচীরও তত উচ্চ। ইহা ১ ফুট ৬ ইঞ্চি প্রশস্ত । এই প্রাচীর হইতে ৩ ফুট ২৪ ইঞ্চি দূরে আর একটি বৃহৎ বৃত্তাকার প্রাচীর নিৰ্ম্মিত রহিয়াছে। ইহা প্রথম প্রাচীরের দ্বিগুণ উচ্চ ; ইহার প্রস্থ ২ ফুট । ইঞ্চি । এই দুইটি প্রাচীরের উপরিভাগে কম্পাসের বিন্দুস্বয় অর্থাৎ উত্তর-দক্ষিণ বিন্দু চিহ্নিত আছে এবং বাহিরের প্রাচীরের উপরে উত্তর, দক্ষিণ, পূৰ্ব্ব, পশ্চিম এই চারিটি বিন্দুতে চারিটি কীলক প্রোথিত রহিয়াছে । এই যন্ত্রের দ্বারা কোন গ্রহ বা নক্ষত্রের কোটি-অগ্র ( degrees of azimuth ) বাহির করিতে পারা যায়। নিম্নলিখিত উপায়ে কোটিঅগ্র নির্ণয় করিতে হয় । প্রথমে বাহিরের প্রাচীরের উপরে যে চারিটি কীলক প্রোথিত রহিয়াছে, তাহাদের পুৰ্ব্ব-পশ্চিমের দুইটিতে একটি স্বত্র এবং উত্তর-দক্ষিণের দুইটিতে আর একটি স্বত্র বাধিয়া দিতে হইবে । স্তম্ভের কেন্দ্রের উপরে এই দুইটি সুত্রকে ছেদ করিবে এমন একটি স্বত্র লইতে হইবে ; এই শেষোক্ত স্থত্রের এক দিক্‌ স্তম্ভের কেন্দ্রে শক্ত করিয়া বাধিতে হইবে এবং আর একটি দিকৃ বাহিরের প্রাচীরের উপরে টানিয়া আনিতে হইবে। পরে মধ্যবর্তী প্রাচীরের পরিধির উপর চক্ষু স্থাপন করিয়া যে গ্রহ বা নক্ষত্রের কোটি-অগ্র নির্ণয় করিতে হইবে তাহার দিকে দৃষ্টিপাত করিতে হইবে । এখন চক্ষুর সঙ্গে সঙ্গে স্তম্ভের কেন্দ্র হইতে বাহিরের প্রাচীরের উপরে স্থাপিত সূত্রটি এমন করিয়া সরাইতে হইবে যে, গ্রহ বা নক্ষত্র এবং পূৰ্ব্বোক্ত স্বত্র দুইটির ছেদবিন্দু এই শেষোক্ত স্বত্রটির ( যাহা সরান হইতেছে) উপর আসিয়া পড়ে। এই অবস্থায় যে সূত্রটি সরান হইতেছে উহা উত্তর কিংবা দক্ষিণ বিন্দু হইতে যত অংশ অস্তর হইবে, তত অংশই গ্রহ বা নক্ষত্রের কোটি-অগ্রী হইবে। (৭) বৃহৎ বিষুবচক্র-যন্ত্ৰ-দিগংশ-যন্ত্রের দক্ষিণ দিকে আর একটি বিষুবচক্র-যন্ত্র নিৰ্ম্মিত রহিয়াছে। ইহা পূৰ্ব্বোক্ত বিষুবচক্র-যন্ত্রের ন্যায় গঠিত হইলেও অপেক্ষাকৃত বৃহৎ। ইহার ব্যাস ৬ ফুট ৩ ইঞ্চি । কিন্তু ইহা এক্ষণে অকৰ্ম্মণ্য হইয়া পড়িয়াছে। কেন্দ্রের কীলকটি লোপ পাইয়াছে, ইহার উপরের চিহ্নাদি অন্তহিত হইয়াছে, যন্ত্রের আর আর বিভাগগুলি মিলাইয়া গিয়াছে, যন্ত্রাদির অংশ স্থানে স্থানে ভাঙিয়া পড়িয়াছে এবং কোথাও কোথাও বা ইহা বাকিয়৷ আসিয়াছে। (৮) নাড়ীবলয় বা উত্তর-দক্ষিণ গোলযন্ত্র—বৃহৎ বিষুবচক্র-যন্ত্রের পার্থে এই যন্ত্র স্থাপিত রহিয়াছে। ইহা একটি বেলনাকার গোলযন্ত্র। ইহার অক্ষদও উত্তর-দক্ষিণ দিক্ নির্দেশ করিয়া অবস্থিত এবং ইহার উত্তর ও দক্ষিণ মুখ নিরক্ষতলের সমানাস্তরালে রহিয়াছে। প্রত্যেক মুখের