পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: অন্ধ-মহিলারা সাবলীল ভঙ্গীতে প্রকাণ্ড ঘড়ায় করিয়। জল লইয়। চলিয়াছেন আয়েঙ্গার ঝড়ের বেগে বাবার কাছে গিয়া উপস্থিত হইয়াছে। কিন্তু তাহার বারম্বার প্রশ্নের উত্তরে সে কেবলই বলিয়াছে—“সার, গ্রেট ফাইট!” বেচার হঠাৎ মেয়েদের হাতে মার খাইয়া এতই উদভ্ৰান্ত হইয়া পড়িয়াছিল যে অাধ ঘণ্ট। কাল আর কিছুষ্ট বলিতে পারে নাই ! শহরের ঠিক মাঝখানে বিশপস হিল একটি ছোট পাহাড় । আমরা ষ্টেশনে রেলের পুল পার হইয়া গিয়, বিশপস্-হিলে উঠিলাম। উহার মধ্য পথে এক বিশপের বাংলো। পাহাড়ের চুড়ায় আগে কোনো রাজার একটি প্রাসাদ ছিল,— এখন তাহ ভাঙিয়া পড়িয়া গিয়াছে। ইট-পাথরের স্তুপের মধ্যে কোন জায়গায়ু জায়গায় ছাদবিহীন দেয়ালগুলো খাড়া হইয়া রহিয়াছে।. ---এই যেখানে আমরা রহিয়াছি, এখান হইতে বহু দূরের দৃপ্ত দেখা যাইতেছে। দক্ষিণে দুইটি পাহাড়ের মধ্যে অ্যানিকাটের উপর দিয়া লাফাইয়া পড়িয়া কৃষ্ণ চঞ্চল গতিতে সমুদ্রের পানে ছুটিয়াছে। তাহার গৈরিক অঞ্চল ইতস্ততঃ বিক্ষিপ্ত হইতেছে। পূৰ্ব্বে যতদূর দেখা যায়-মাঠ আর পাহাড়,—পাহাড় আর মাঠ। উত্তরে রেল লাইন । ভারতের সব বড় বড় নগর হইতেই রেল লাইন আসিয়া এখানে মিলিত হইয়াছে। কলিকাতা, বোম্বাই, মাদ্রাজ, লাহোর—সৰ্ব্বত্রই ট্রেন না বদলাইয়াই এখান হইতে যাওয়া যায়। পশ্চিমে অর্জুন-হিল । এথানে মহাত্মা পার্থ যুদ্ধে মহাদেবকে সন্তুষ্ট করিয়া পাশুপত অস্ত্র লাভ করেন। তাই নাম হইয়াছে—বিজয়-ওয়াড় ( ওয়াড মানে কি ?)। উদ্ধে নীলাকাশ আর পায়ের নীচে বিশপস্-হিলকে আংটির মত বেষ্টন করিয়া বেজওয়াড শহর । লাল ছাদ-ওয়ালা ছোট ছোট বাড়ীর মধ্যবৰ্ত্ত ধূসর বর্ণের পথের উপর রঙীন কাপড় পরিয়া পুরুষ এবং মেয়ের চলিয়াছে। উহাদের ঠিক পিপড়ার মত ছোট ছোট দেখাইতেছে। দূরে অর্জুন-হিলের গায়ে কনক-দুর্গার মন্দির। নীচে কৃষ্ণার ধারে শিব মন্দিরের গোপুরম ' উচু, বৃহৎ গোপুরম । সমস্তই এখান হষ্টতে দেখা যাইতেছে। ...বেশ চমৎকার দেখা যাইতেছে। পাহাড় হইতে নামিয়া বাজার ঘুরিয়া কৃষ্ণার তবে উপস্থিত হইলাম ।