পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88° প্রবাসী SNలిశిg লোকেরা যে ব্যবস্থাপক সভায় প্রবেশ করিয়াছেন, ধ্বংসই তাহার উদ্দেগু বলিয়। উক্ত হইয়াছে। সুতরাং কংগ্রেসী মন্ত্রিমণ্ডল গঠন করিবার ও তদ্বারা আইনামুযায়ী কাজ করিবার আগ্রহ দেখিয়া সমালোচকেরা নানা কথা বলিতেছেন। কিন্তু কংগ্রেসী মন্ত্রিমণ্ডল গঠিত না হইলে এবং কংগ্রেস রাষ্ট্রনীতিক্ষেত্রে নিজের মতে দৃঢ় থাকিলে, পুনৰ্ব্বার আইনলঙ্ঘন-প্রচেষ্টার প্রবর্তন ও পরিচালন অবশুম্ভাবী। অহিংস ও সত্যনিষ্ঠ ভাবে সাহস ও অধ্যবসায় সহকারে ইহা চালাইবার জন্য দেশ কতটা প্রস্তুত, তাহা গান্ধীজী অন্য কাহারও চেয়ে কম জানেন না। কংগ্রেসী মন্ত্রিমণ্ডল গঠিত হইলে সেই উপায়ে দেশকে কতটা প্রস্তুত করিতে পার। যাইবে, তাহাও তিনি অন্য কাহারও চেয়ে কম জানেন না। অতএব, বাস্তবঅবস্থানিবিশেষে কেবল যুক্তির অনুসরণ করিয়৷ যদিও আমরা কংগ্রেস ও অন্য সকল দলেরই মন্ত্রিত্ব গ্রহণের বিরোধী বরাবর ছিলাম এবং এখনও আছি, তথাপি স্বাধীনতাসংগ্রামে যিনি কার্যাক্ষেত্রে নেতৃত্ব করিয়াছেন, এখনও করিতে প্রস্তুত এবং প্রয়োজন হইলে নিশ্চয় আবার করিবেন, তাহার রণকৌশলের বিরোধিতা করিবার আম্পৰ্দ্ধা আমাদের নাই । কারণ, আমরা ঘরে বসিয়া লিখিয়াছি, বক্তৃতামঞ্চে দাড়াইয়া বক্তৃতাও করিয়াছি, কিন্তু অহিংস স্বরাজসংগ্রামের রণক্ষেত্রে কখনও পদক্ষেপ করি নাই, ভবিষ্যতেও করিবার সৌভাগ্য অর্জনের আশা নাই । ংগ্রেসের প্রতি ভারতসচিবের অনুরোধ ৩১শে মে ১৭ই জ্যৈষ্ঠ রাত্রে পালেমেণ্টের রক্ষণশীল সদস্যদের একটি ঘরোয় বৈঠক হয় । তাহাতে ভারতসচিব লড জেটল্যাণ্ড যাহা বলেন, তৎসম্বন্ধে নিম্নমুদ্রিত সংবাদটি ব্রিটিশ বেতার-ব্যবস্থা যোগে ভারতবর্ষে পর দিন আসে। গতকল্য রাত্রিতে পালেমেণ্টের রক্ষণশীল সদস্যদের এক ঘরোয়। বৈঠকে ভারতসচিব লড জেটল্যাণ্ড ভারতের কংগ্রেস দলকে মস্ত্রিত্ব ও গবর্ণমেণ্টের দায়িত্ব গ্রহণের জন্ত পুনরায় অনুরোধ জানান । লর্ড জেটল্যাণ্ড বলেন, “হিন্দুদের মহৎ গুণাবলীতে, বিশেষভাবে তাহাদের গঠনপ্রতিভাতে, আমার স্থায়ী বিশ্বাস আছে। বহু উৎসাহহানিকর অবস্থা সত্ত্বেও আমার এখনও এই বিশ্বাস আছে যে, হিন্দুরা তাহাদের শক্তি ও দক্ষত ভারতের সেবায় নিয়োজিত করবে: গ্রেট ব্রিটেন আন্তরিকতার সহিত র্তাঙ্গাদিগের সঠিত সহযোn করার যে প্রস্তাব করিয়াছে তাহারা যেন তাহ অবহেলা মা কয়? অথবা গ্রেট ব্রিটেন ট্র্যাহাদিগকে উভয়ের একটি সাধারণ ক" সম্পাদনের জন্ত সহযোগিতার যে অনুরোধ জানাইয়াছে, তাহার তাহী অবজ্ঞার সহিত প্রত্যাখ্যান না করেন, এরূপ অনুরোধ ক{ কি বেশী হইবে ? এই কৰ্ত্তব্য সম্পাদনের জন্য এই ছুই জাতিকে ; সমবেত ভাবে কাজ করিতে হুইবে তাহ যে কেবল তাঙ্গদের মিলি চেষ্টার যোগ্য তাহা নহে, পরস্তু ইতিহাস পর্য্যালোচনা করিলে দ যাইবে যে, ইত তাহাদের স্পষ্ট নিয়তি বা ভাগ্যলিপি । আমা" উভয় জাতির ইতিহাসের সঙ্কট সময়ে উভয় জাতির নিকট ষ্ট’ আমার আবেদন ।" লড জেটল্যাণ্ডের নিজের মনের যে কথাগুলিতে ব্যক্ত হইয়াছে, তাহা বাস্তবিক তাহার হৃদ হইতে উখিত নহে, এরূপ কোন ইঙ্গিত মাত্রও আমং করিতেছি না । কিন্তু গ্রেট ব্রিটেন ১৯৩৫ সালের ভারতশাসন আইন দ্বারা আমাদের সহযোগিতা চাহিয়াছে, ইহা আমরা বিন্দু মাত্র ৪ বিশ্বাস করি না। গ্রেট ব্রিটেন চাহিয়াছে ভারতবর্ষের উপর নিজের নিরঙ্কুশ প্রভুত্ব রক্ষ করিতে এবং ভারতবর্ষ হইতে সকল প্রকারে ধন আহরণেং অবাধ উপায় রক্ষা করিতে । ভাব এই ভারতসচিব মহাত্মা গান্ধীর সামান্য দাবটুকু মানিঃ লহলেই কংগ্রেসের "সহযোগিতা” পাইতে পারেন। মানিয় লউন না ? ইহা মানিয়া লইতে আইনের কোন পরিবর্তন আবখ্যক হইবে না, মানিয়া লইলে আইন কোন প্রকারে লঙ্ঘিত বা পরিবত্তিত হইবে না। ইহা মানিয়া লইলে বুধ যাইবে যে, ব্রিটিশ গবন্মেণ্ট সত্য সত্যই কংগ্রেসের মনিগ্রহণ ও সহযোগিতা চান, না মানিয়া লইলে বুঝা যাইবে গবন্মেণ, মন্দ যাহা ঘটিয়াছে বা ঘটিবে, তাহার দোষী ংগ্রেসের ঘাড়ে চাপাইতে চান। মহাত্মা গান্ধী ঠিকঃ বলিয়াছেন, গবন্মেটি কংগ্রেসের সঠিত কথা ন চালাইয়। কংগ্রেসের সম্বন্ধে ( পুথিবীর লোকদের সঙ্গে ) কথা চালাইতেছেন । মণি হইতেছে যেন ব্রিটিশ রাজনীতিব্যাপারীর ও প্রাদেশিক গবৰ্ণং। জগদ্বাসৗদিগকে সম্বোধন করিয়া কথা বলিতেছেন, কংগ্রেসকে নষ্ঠে । বস্তুতঃ, বরাবর যেরূপ হইয়াছে, সেইরূপ এখনও শহীদের বিকণ্ঠে এই অভিযোগ আনা যায়, যে, তাঙ্কার। কংগ্রেসকে অপদস্থ ৫