পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ সুন্দরম্” “নাম্নমাত্মা বলহীনেন লন্ডা:" ৩৭শ ভাগ } ১ম খণ্ড عجrf=f<ri تحح ہےss { ৪র্থ সংখ্যা ক্যাণ্ডীয় নাচ রবীন্দ্রনাথ ঠাকুর সিংহলে সেই দেখেছিলেম ক্যাণ্ডিদলের নাচ ; শিকড়গুলোর শিকল ছিড়ে যেন শালের গাছ পেরিয়ে এলো মুক্তি মাহাল ক্ষ্যাপী হুঙ্কার তার ছুটল আকাশ ব্যাপা । ডালপালা সব ছড় দাড়িয়ে ঘূর্ণি হাওয়ায় কহে— নহে, নহে, নহে.—— নহে বাধা, নহে বাধন, নহে পিছন-ফেরা, নহে আবেগ স্বপ্ন দিয়ে ঘেরা, নহে মৃত্ন লতার দোলা, নহে পাতার কাপন, আগুন হয়ে জ্বলে ওঠা এ যে তপের তাপন। ওদের ডেকে বলেছিল সমুদরের ঢেউ আমার ছন্দ রক্তে আছে এমন আছে কেউ । ঝঞ্ঝা ওদের বলেছিল, মঞ্জীর তোর আছে ঝঙ্কারে যার লাগাবে লয় আমার প্রলয় নাচে ।