পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BS$ و * * * * * * * * * * R 熱* “ .

পুষ্পিত চেরাগাছ ও তার চার পাশের গ্রামে ৯২০০০ চেৰীগছ আছে । এপ্রিল মাসে পত্রহীন ডালে যখন এই সুন্দর ফুলগুলি ফুটে ওঠে, তখন টোকিও শহর এক অপূৰ্ব্ব শ ধারণ করে। টোকিওতে উয়েনো পার্কে অসংখা চেরীগাছ আছে। এদোগাওয়া নদীর ধারে দু-মাঈল ধবে একটি-পাপড়িওয়ালা চেরাগাছের স্বন্দর বাথিক রয়েছে । আহুকাইয়ামা পাহাড় চেরীফুলের জন্য প্রসিদ্ধ। স্বমিদা নদীর ধাবে, দুই মাইল ধরে, এক হাজার চেরাগাছের স্বন্দর বীথিক। এখানে বিয়াল্লিশ জাতের গাছ আছে, ফুলে বিচিত্র রঙের আভা, এমন কি সবুজ আভাণ্ড দেখা যায় । ‘ঈয়াম-সকুরা' ( ইয়ামা=পাহাড় ; সকুরা=চেরী) বনেজঙ্গলে ও পাহাড়ে খুব বেশী জন্মায় । এগুলি বনফুলের মত ফুটে পাহাড়-পৰ্ব্বতকে নন্দন-কানন করে তোলে। এই ফুলের উৎসব, এই ফুল দেখতে বাওয়াকে এর বলে জাতের ওহানামি" (হানা-ফুল ; মি=দেখা ) । এটা সামাজিক জীবনের একটি বিশেষ অঙ্গ । চেরৗফুল সবচেয়ে স্বন্দর দেখায় ভোরবেলা যখন প্রথম স্থধ্যের কিরণ তার উপর এসে পড়ে। আর এই ফুল অধিফুটন্ত অবস্থায়, অর্থাৎ যখন ফুলগুলির দুই-তৃতীr ভাগ ফোটে আর এক-তৃতীয়াংশ কুঁড়ি থাকে, দেখতে ভাল। কিন্তু সবচেয়ে পাহাড়ী চেরাই দেখতে ভাল, কারণ 3లి38 সুন্দর কচি লাল পাতায় ডালগুলি ভরে যায় ও শাদা ফুলে তাদের স্বিস্তু ই দান করে { টোকিওর কাছে কোগানাঙ্ক ব’লে একটি গ্রামে চেরীফুলের উৎসব মহাসমারোঙ্গে সম্পন্ন হয় । এখানে দুই মাইল লম্বা চেরী-বাথিক আছে । গাছের তলায় নানা রকম খাবার, চী ও স'কের ( এক রকম মদ ) দোকান বসে। রাত্রে গাছে গাছে কাগজের লণ্ঠন ঝুলিয়ে দেয়, সুন্দরী মেয়ের প্রজাপতির মত নানা রঙের পোষাক প'রে ঘুরে বেড়ায় । লোকের দাড়ি গোফ প'রে সং সেজে ও কোন কোন গায়কের দল রাস্ত দিয়ে বাজনা বাজিয়ে মঞ্জার হাসির গান ক’রে যায় ও সমস্ত লোককে মাতিয়ে তোলে । সকাল থেকে বাত অবধি এখানে হাসির ফোয়ারা ছোটে বুড়ীরা তাদের বাৰ্দ্ধক্য ৪ জর ভুলে গিয়ে সারাদিন নে১ে কাটিয়ে দেয়। ছেলেমেয়ে বুড়োবুড়ী সবাই চেরীফুলের উৎসবে যোগ দেয় । দুঃখ দৈন্ত কষ্ট সব দূরে ফেলে দিয়ে সবাই আসে চেরীফুলের উৎসবে। সৌন্দধ্যের উপাসক জাপানীরা চেরৗফুলকে জাতীয় ফুল বলে গণ্য করে। ফুলের রাণী হয়ে চেীফুল বিরাজ করছে । সাহিত্য, কলা ও শিল্পে এই ফুলই বেশ স্থা C"び研び5日 মিম্বাকে-ওদোর অর্থাৎ চেরনাচও চেরীফুলের মত একটি দেখবার জিনিষ। ১লা এপ্রিল থেকে কিয়োটোতে এই নাচ আরম্ভ হয় ও এক মাস ধরে চলে। সুন্দরী নর্তকীরা বহুমূল্য বিচিত্র কিমনে পরে ও পুরাতন প্রথামত মস্তকভূষণে সজ্জিত হয়ে সামিসেন বা জাপানী বাদ্যযন্ত্রের সঙ্গে তালে তালে নাচে । মে মাসে ফোটে পিওনী ( Peony ) উষ্টেরিয়া (Wistaria) e &sfms (Azalea ) জুন মাসে আইরিস ( Iris ) ফুল ফুটলে ছেলেদের জানন, কারণ পচফুল দিয়ে যেমন মেয়েদের পুতুলের