পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্ৰিবেণী শ্রীজীবনময় রায় G8 সীমার কাছে বিদায় নিয়ে পাৰ্ব্বতী কমলাপুরীতে ফিরে গেল। লঞ্চের নিরানন্দ কেবিনে প্রবেশ ক'রে তার মনে বারম্বরে এই কথাটাই আঘাঙ ক’রে ফিরতে লাগল, যে শচীন্দ্রের উপর ভার প্রেমের স্বাভাবিক অধিকারকে সে মনে মনে এমন নি:সংশয়ে স্বীকার ক’রে নিতে পারে নি যার বলে সমস্ত দ্বিধা সঙ্কেfচ অভিমান পরি ভ্যাগ ক’রে ttTBB BB BB BD LSBBS B BBBBBBB গ্রহণ করতে সংস্কারবিমুক্ত চিত্ত্বে স্বগ্রসর হতে পাবে। সে তার প্রেমের-পরিণাম-বিসংশুপ্ত কৰ্ত্তব্য থেকে বিচ্যুত BBB SDS BBBB BBS HBSBB tBBB BBB B BB BB BBBB BBB B BBBB BBBBB BB BSD নিঃসঙ্গ তার স্বজুঃসহ শ্মশান-বৈরাগ্যের মধ্যে পরিত্যাগ করতে পশ্চাৎপদ হয় নি। প্রেমাম্পদের প্রতি তার এই কঠিন নিষ্ঠুর তায় মনে তার তীব্র অগুশোচনার সঞ্চার হতে লাগল । কমলার প্রতি শচীঞ্জের প্রেমের স্মৃতি যে কেবল স্থতিমান্ত্রে পধ্যবসিত হয়েছে এ-কথা নিশ্চয় ক'রে ক্ষেনেও কেন সে শচীন্ধের দুৰ্ব্বল চিত্তের প্রেমাfভনয়ের শাস্তি বিধান করতে প্রবৃত্ত হ’ল ? কেন সে স্বনিশ্চিত দৃঢ়তা এবং প্রেমের SBBB BBSBBBBB BB BBBB BBBB BBB BB দগ্নিতের নিরাশ্রয় ভ্ৰাম্যমান চিত্তকে পরিপূর্ণ দায়িত্বে নিজের প্রেমের নি:সংশয় আশ্রন্থের মধ্যে টেনে নিতে বাধা পাচ্ছে ? এ কি ক্ষুদ্রাশয় বণিকবৃত্তি তার প্রেমে ? নিজেকে সে কঠিন তিরস্কারে নিধাজিত করতে লাগল। মনে মনে প্রতিজ্ঞ করলে ধে, আর নয়। এমনি ক'রে নিজের আত্মাভিমানের আবরণে, অকারণে ব্যবধান হষ্ট করে আয়ুসন্মানের তুচ্ছ প্রসাদ লাভের আকাঙ্ক্ষায় সে চিরদিন সত্যকে অস্বীকার ক'রে ফিয়বে না অার । এবারে সে শচন্দ্রের কাছে নিজেকে উংসর্গ করবে নিজেরই প্রেমের অবিচলিত মধ্যাদায়। সংসারে তার নিজের প্রেমের {b}ఆst মূল্যে সে শচীন্দ্রকে নবজীবনের পরিপূর্ণ মহিমায় প্রতিষ্ঠিত করবে নবীনতর গৌরবে । এই সংকল্প স্থির করে নিয়ে মন তার এক অভিনব আনন্দরসে পূর্ণ হয়ে উঠতে লাগল। অনুশোচনার বেদন দূর হয়ে গিয়ে তার অপরিতৃপ্ত তৃষিত চিত্ত রূপে রসে আনন্দে সরস ও সমুজ্জল এক নুত্তন গৃঙ্গসংসার সংরচনের মনোহর কল্পনায় নিমজ্জিত হয়ে গেল । মায়ের সংসারের গুচব্যবস্থার শৃঙ্খলার কথা সে স্মরণে আনতে পারে না । কিন্তু পিতৃগুচপরিচালনের যে সামান্ত অভিজ্ঞতা তার স্থতিতে সঞ্চিত ছিল, তাকেঃ সে স্কল্পনার অবাধ অভিশধ্যের সম্ভারে, নিজের ভাবীগৃহশিল্প চলায় নিয়োজিত করলে । fচম্বার আবেগে সে রুদ্ধবায়ু কেবিনের অন্ধ কোটর থেকে নিম্ফাস্থ হয়ে এসে বারান্দার বেলিঙের কাছে দাড়িয়েছিল । বাংলায় শাস্ত নদীউট ; পৰ্ব্বতগুস্থ থেকে অকস্মাং বহির্গত নদীর ধারার মত, আম্রবনচ্ছায়ামুক্ত বিসপিত গ্রাম পথ ; দিগন্তবস্তু ত প্রাস্তুরের বক্ষে সঙ্গ’হীন গরুর গাড়ীর আচ্ছাদনের অবকাশে অজ্ঞাত পথিকবধুর উংস্কক ভঙ্গী ; সমস্তই আজ তার চোখে রহস্তাবৃত সৌন্দৰ্যলোকের অপরূপ আকাঙ্ক্ষাকে রূপাতি ক'রে তুলেছে । কমলাপুং পৌছে সে তার ভাবী জীবনের অনাবিষ্কৃঙ কন্নরাজ্যের পরিবেশের মধ্যে শচীন্দ্রকে অভ্যর্থনা করবার আনন্দময় পরিকল্পনায় তার অতীত দুঃখের হfভহাস বিস্তুভ হয়ে গেল। তা; মন কোন সংশয় কোন সৈন্ম আর তাকে বিচলিত করতে পারলে না। শচাক্সের বিরহবিধুর জীবনকে সে আবার আশায় আনন্দে উৎসাহে কৰ্ম্মের প্রেরণায় উদ্বুদ্ধ করে তুলতে পারবে ; কমলাপুং*ে পরস্পরের সংহত শক্তির নবীন গতিবেগে আরও বৃহত্তর করে বাংলার নারীদের প্রকৃত কৰ্ম্মক্ষেত্ত্ব, নিশ্চিন্ত আশ্রয়, এবং স্বচ্ছন্দ জীবনযাত্রার প্রতিষ্ঠাভূমিত্তে পরিণত করতে পারবে । এই চিন্তায় সে অধিকত্তম উৎসাহে কৰ্ম্মে নিজেকে প্রবৃত্ত