পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مع اتع وتايلا সত্যমূৰ্ত্তি ধে যে কারণে গান্ধীজীকে সভাপতি করিতে চান, সেইগুলি শুধু পরীক্ষা করা যাইতে পারে। তাহা করিবার পূৰ্ব্বে বলা আবশ্বক, যে, তিনি রাষ্ট্রনীতিক্ষেত্র হইতে সরিয়া গিয়াছেন, কেবল সঙ্কটসময়ে ২৪ জিনের নিমিত্ত আসরে নামিয়া নিজের কাজ করিয়া আবার সরিয়া যান। তাহাকে কংগ্রেস-সভাপতি করিলে অন্ততঃ একটি বৎসর তাহাকে রাষ্ট্রনীতিক্ষেত্রে থাকিয়া কংগ্রেসের কাজে ব্যাপৃত থাকিতে হইবে। প্রযুক্ত সত্যমূৰ্ত্তি গান্ধীজীকে প্রশ্ন করিয়া জানিয়া লইয়াছেন কি, ষে, তিনি আবার রাষ্ট্রনীতিক্ষেত্রে অবতীর্ণ হইয়া অন্ততঃ একটি বৎসর কংগ্রেসের কাজ করিবেন ? দ্বিতীয় বিবেচ্য বিষয়, যিনি যে প্রদেশের মানুষ সেই প্রদেশে কংগ্রেসের অধিবেশন হইলে তাহাকে সেই অধিবেশনের সভাপতি না-করিবার যে একটি রীতি বরাবর ছিল, কেবল পণ্ডিত জৱাহরলাল নেহরুর লক্ষেী অধিবেশনের সভাপতিত্বের বেলায় সেই রীতির ব্যতিক্রম হয় । কিন্তু বার-বার রীতিটা ভজ করা কি উচিত ? তৃতীয় বিবেচ্য বিষয়, গান্ধীজী কংগ্রেসের সঙ্কটসময়ে কাৰ্য্যক্ষেত্রে অবতীর্ণ হন । মন্ত্রিত্ব গ্রহণ বা অ-গ্ৰহণ সমস্তার মীমাংসা ত হইয়া গেল । তাহার পরও সঙ্কট অবস্থা কি লাগিয়াই থাকিবে ? আমরা ইংরেজ আমলাতন্ত্রের বিরুদ্ধে এই অভিযোগ করি, তাহারা ইমার্জেন্সী বা সঙ্কট অবস্থার দোহাই দিয়া বিনাবিচারে বন্দী করিবার এবং আরও অনেক কিছু করিবার আইন পাস ও অডিনান্স জারি করান। কিন্তু সেই সঙ্কট অবস্থা আর কাটে না, বৎসরের পর বৎসর চলিয়া আfসতেছে । কংগ্রেসের কৰ্ত্তারাও কি আমলাতন্ত্রের পথের পথিক হইবেন ? ইমার্জেষ্ট্ৰীবাদী হইবেন ? গান্ধীজী সভাপতি হইলে যাহা যাহা করিতে পাfরবেন বলিয়াছেন, সভাপতি না হইলেও ত তাহা করিতে পারেন । সভাপতি হইলেই তাহার বুদ্ধি, কাৰ্য্যকারিতা ও প্রভাব বাড়িয়া যাইবে, সভাপতি না হইলে তাহার বুদ্ধি কাৰ্য্যকারিতা ও প্রভাব কম হইবে, কেন এমন মনে কর। হয় ? গোলাপ ফুলের নাম অঙ্ক কিছু রাখিলেও তাহার সৌরভ কমে না। "আগামী বৎসর কংগ্রেসী মন্ত্রীদের বড় কঠিন সময় হইবে, তখন সভাপতিরূপে গান্ধীজীর পরিচালনা তাছাদের পক্ষে অমূল্য হইবে।” আগামী বৎসর অপেক্ষ প্রথম ছয় মাসই ত কঠিনতম, অস্ততঃ কঠিনতর, সময় হইবে। তখন সভাপতি গান্ধীজীর চালকত্ব ব্যতিরেকেও যদি কংগ্রেসী মন্ত্রীরা চলিতে পারেন, তাহা হইলে পরবর্তী বৎসর কেন পরিবেন না ? সভাপতি না হইয়াও অবহু গান্ধীজী এই কয় মাস মন্ত্রীদিগকে পরামর্শ দিতে পারেন। কিন্তু এখন যদি প্রবাসী ১N288 অ-সভাপতি গান্ধীজী সেরূপ পরামর্শ দিতে পারেন, তাহ। হইলে অ-সভাপতি গান্ধীজী পরে কেন তাহী পরিবেন না ? “তিনি মন্ত্রিত্ব গ্রহণ সম্বন্ধীয় সূত্রটির একমাত্র রচয়িত্যু অতএব তিনি মন্ত্রীদিগকে পরামর্শ দিবার যোগ্যতম ব্যক্তি " সত্য, কিন্তু তিনি সভাপতি ন হইয়াও ত স্বরটি রচন। করিয়াছেন ও তাহ অন্ত কংগ্রেস-নেতারা মানিয়া লইয়াছে, সভাপতি না হইলে তিনি কেন পরামর্শ দিতে অসম হইবেন বুঝা যায় না। মন্ত্রীদের কার্য্যকালের প্রথম ছ। মাস ত তিনি সভাপতি হইতেই পারেন না। তথ. মন্ত্রীদিগকে কে পরামর্শ দিবে ? “তিনি কংগ্রেসের কর্ণধার থাকিলে গবর্ণরদিগকে মন্ত্রীদের কাজে হস্তক্ষেপ করিবার অাগে অনেক বার ভাবিতে ও দ্বিধ বোধ করিতে হইবে।” সভাপতি হইলে তবে গান্ধীজী কংগ্রেসের কর্ণধার হইবেন, এখন কর্ণধার নহেন, ইহা স্বীকার্য। না হইলেও স্বীকার করা যাক্ । তাহা হইলে, কংগ্রেসের আগামী অধিবেশনের পূর্বের ছয় মাসের মধ্যে, গান্ধীজীর অ-কর্ণধারত্বের আমলে গবর্ণরের কি বিনা ভাবনাচিষ্টায় বিনাদ্বিধায় মন্ত্রীদের পরামর্শে ও কাজে হস্তক্ষেপ করিবেন ? “গান্ধীজীর কর্ণধারত্ব মন্ত্রীদিগকে উৎসাহিত করিবে ৎ বলিষ্ঠ করিবে ।" প্রথম ছয় মাস তবে তাহারা উৎসাহহীম ও দুর্বল থাকিবেন ?

  • সৰ্ব্বোপরি র্তাহার চৌম্বক ব্যক্তিত্ত্ব অন্য পাচটি প্রদেশের কংগ্রেস সংখ্যালঘুদ্ধকে সংখ্যাগরিষ্ঠত্বে পরিণত করিতে সাহায্য করিবে। ইহাই এখন দেশের পক্ষে সৰ্ব্বাপেক্ষ জরুরি ও গুরুত্বপূর্ণ সমস্ত।" গান্ধীজীর চৌম্বক ব্যক্তিত্ব কি র্তাহার সভাপতি হওয়ার উপর নির্ভর করে । তিনি ত দীর্ঘকাল সভাপতি নাই । কিন্তু কংগ্রেসের গত কয়েকটি অধিবেশনে এবং মন্ত্রিত গ্রহণ সমস্তার সমাধানে তাহার ব্যক্তিত্ব কি সৰ্ব্বাভিভাবী হয় নাই ? তাহ যুfদ হইয় থাকে, তাহা হইলে তিনি সভাপতি না হইলেও সকলের চেয়ে প্রভাবশালী থাকিবেন ।
  • আগামী বৎসর মহাত্মা গান্ধী কংগ্রেস-সভাপতিরূপে সমগ্র ভারতবর্ষে ভ্রমণ করিলে তাহা জাতিকে বৈদ্যুতিক তেজোময় করিবে, প্রাদেশিক আত্মকর্তৃত্বকে সত্য কfরবে, হয়ত ফেডারেশন মৃত অবস্থায় ভূমিষ্ঠ হইবে, এবং জাতিকে শেষ স্বরাজসং গ্রামের জন্ত প্রস্তুত করিবে, এমন কি আম? আর একবার যুদ্ধ না করিয়াও স্বরাজ পাকব ।” মহাত্ম গান্ধী কংগ্রেস-সভাপতিরূপে সমগ্র ভারতবর্ষে ভ্রমণ করিলে যদি এই সকল মহা ফল ফলে, তাহা হইলে শুধু অ-সভাপতি মহাত্মা গান্ধীরূপে তিনি ভারত ভ্রমণ করিলে সেই সকল ফল কেন ফলিবে না, তাহা বুঝা যাইতেছে না।

মহাত্মা গান্ধী যদি আগামী অধিবেশনে সভাপতি হইতে সন্মত হন, তাহ হইলে তাহাতে কোন কংগ্রেস কমিটি