পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ বিবিধ প্রসঙ্গ—“vernacular মানে কি দাস-ভাষা ? శ్రీధి$ আপত্তি কৱিবে মনে হয় না, অধিকাংশ কমিটি ত আপত্তি নিশ্চয়ই করিবে না। কিন্তু ঐযুক্ত সত্যমূৰ্ত্তির একটি যুক্তিকেও অমূল্য, অকাট্য বা প্রবল মনে করিবার কোন কারণ দেখিতেছি না । গান্ধীজী রাষ্ট্রনীতিক্ষেত্রে নূতন চিন্তাধারা ও নূতন কৰ্ম্মপন্থা প্রবঞ্জিড করিয়াছেন । তাহার প্রভাবে কংগ্রেস তাহা গ্রহণ করিয়াছে । কংগ্রেসে এখনও তাহার প্রস্তাব অনfভক্রান্ত, কাহারও প্রভাব তাহার সমান নয়—ষদিও কোন কোন বিষয়ে তাহার বিরুদ্ধবাদী কেহ কেহ আছেন । সুতরাং এখন কেহ যদি তাহাকে কংগ্রেসের আজীবন আমৃত্যু সভাপতি করিবার প্রস্তাব করেন, তাহাও আশ্চর্য্যের বিষয় হইবে না । যোগ্যতম ব্যক্তি বলিয়া প্রতিবৎসরই তাহার নাম প্রস্তাবিত হইতে পারে। কিন্তু অন্ত কোন যোগ্য ব্যক্তিকে সভাপতি নিৰ্ব্বাচনে ৰাধা দিবার নিমিত্ত কেহ তাহার নাম প্রস্তাব করিলে আমরা তাহার প্রতিবাদ করিব । “ভারতমাতা আমাদের সৎ-মা" ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় পঞ্জাবের একটি সদস্তের পদ খালি হওয়ায় গত জুন মাসে সেই পদটির জন্ত মৌলানা জাফর আলি খী নিৰ্ব্বাচিত হন । নির্বাচনের পর তিনি লাহোরের বাদশাহী মসজিদে একটি বকৃত করেন । র্তাহার বকৃতার একটি অংশের রিপোর্ট লাহোরের ১৫ই জুনের টিবিউন পত্রিকায় নিম্নলিখিত কথায় দেওয়া হইয়াছে। He claimed that the Muslims were more anxious 'o win freedom than any other people. The only difference was that they worshipped Islam as their real Mother and Bharat Mata came next in their love, for Bharat Mata was after all their step-mother." অর্থাৎ "তিনি দাবী করেন য. মুসলমানের স্বাধীনতা জিনিয়া লক্টতে অক্ষু সব লোকদের চেয়ে অধিক ব্যগ্র । প্রভেদ কেবল এক্ট, ঘ. মুসলমানের ইসলামকে (মুসলমান-ধর্থকে ) তাহাদের প্রকৃত ম। বলিয়৷ পূঞ্জ করে, এবং ভারতমাত। তাঙ্গাদের ভালবাসার পরবৰ্ত্তী স্থানীয় ; ফুকন না, ঘাগষ্ট বলা হউক না কেন, ভারতমাতা তাতাদের মৃৎ-মা ।” মুসলমানের ধে অক্ষু সকলের চেয়ে অধিক স্বাধীনতাকামী, তাহা তাহাদের আচরণে প্রমাণিত হইলে তাহারা সকঙ্গের অতুকরণযোগ্য হুইবেন । মৌলানা সাহেবের অন্য কথাগুলিতে যে মনোভাব প্রকাশিত হইয়াছে, তাহা অন্য অনেক মুসলমানেরও আছে বলিয়া অনুমান হয় । তিনি খুলিয়া সত্য কথা বলায় ধগুবাদভাজন হইয়াছেন। কিন্তু তাহার উক্তিতে একটু খুৎ আছে। তাহা দেখাইয়া দেওয়া আবশুক মনে করি । স্বাধীন ও পরাধীন সম্ভদেশসমূহের লোকেরা আলঙ্কারিক ভাযায়, রূপক ভাষায়, নিজ নিজ জন্মভূমিকে “পিতৃভূমি" বা “মাতৃভূমি” বলিয়া থাকেন। জামানরা জামেনীকে পিতৃভূমি বলেন। আমরা জন্মভূমিকে মাতৃভূমি বলি । এই জন্ত কবিত্বের ভাষায় জন্মভূমিকে কোন দেশে পিতা কোন দেশে বা মাতা বলা হয় । দেশকেই কবিত্বের ভাষায় মাতৃসম্বোধন বা পিতৃসম্বোধন করা হয়, ধৰ্ম্মকে নহে । ভারতবর্ধের ভারতোস্তব হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ প্রভৃতি কোন ধৰ্ম্মসম্প্রদায় নিজ নিজ ধৰ্ম্মকে মাতা বলেন না, সন্মতি থাকিলে ও ইচ্ছা হইলে জন্মভূমিকেই মাতৃসম্বোধন করেন। যদি তাহারা বলিতেন, হিন্দুধৰ্ম্ম, জৈনধৰ্ম্ম, বৌদ্ধধৰ্ম্ম বা শিখধৰ্ম্ম আমাদের মা, তাহা হইলে মৌলানা সাহেবের বলা সাজিত, “ইসলাম আমাদের মা।" কিন্তু যেহেতু ভারতবর্ষের অস্তান্ত ধৰ্ম্মাবলম্বীরা নিজ নিজ সম্মতি ও ইচ্ছা অনুসারে একটি দেশকেই কবিত্বের ভাষায় মা বলেন, সেই জন্ত মৌলানা সাহেবকেও বলিতে হইবে কোন দেশ উাহার মা। আমরা যে ভারতবর্ষকে আমাদের মা বলি, তাহ নিতান্ত কবিকল্পনাও নহে । ভারতবর্ষের অন্নজলে বাতাসে জামাদের দেহের পুষ্টি ও প্রাণরক্ষা হয় এবং হৃদয়মনজাম্বার খাদ্য প্রধানতঃ এইখানে থাকিয়া ও এইখান হইতেই আমরা পাই । ভারতবর্ষের বাহিরের বিশ্বের সহিতও আমাদেরও যোগ আছে। কিন্তু ঘনিষ্ঠতম ৰোগ ভারতবর্ষের সহিত । এই জন্ত ভারতবর্ষ আমাদের মা । 'Vernacular' মানে কি দাস-ভাষা ? আমরা গত বৎসর কাৰ্ত্তিক মাসের প্রবাসীতে এবং নবেম্বর মাসের মডার্ণ রিভিজুতে উপরিলিখিত প্রশ্নের আলোচনা করিয়াছিলাম এই জন্ত, ষে, মাস্ত্রাজের ঐযুক্ত সত্যমূৰ্ত্তি ভারতীয় ব্যবস্থাপক সভায়ু vernacular-এর অর্থ দাস-ভাষা এই ধুম্ব তুলিয় সরকারী রিপোর্ট কাগজপত্র ইত্যাদিতে উহার ব্যবহার বন্ধ করিবার দাবী করিয়াছিলেন । সম্প্রতি কলিকাতার Advance কাগজে ও একটি বাংলা কাগজে দেখিলাম, আবার সেই যুক্তি ও দাবীর পুনরুত্থান হইয়াছে । ইংরেজী আমাদের মাতৃভাষা নহে। এই জন্তু কোন ইংরেজী কথার মানে কি তাহ জানিতে হইলে কোন ভারতীয় রাজনীতিব্যাপারীর কথা প্রামাণিক মনে করা চলে না, প্রসিদ্ধ ইংরেজী অভিধান দেখিতে হয়। সকলের চেয়ে প্রামাণিক ইংরেজী অভিধান আমেরিকায় ওয়েবষ্টারের অভিধানের নূতন সংস্করণ, এবং ইংলণ্ডে মারের অক্সফোর্ড অভিধান, যাহা ইংরেজী বৃহত্তম অভিধান। এই ছুটি অভিধানে vernacular মানে দাস-ভাষা এরূপ কিছু লেখা নাই । যাহা লেখা আছে, তাহ উদ্ধৃত করিতেছি । ওয়েবষ্টারে আছে – Vernacular, adj. [L. vernaculus born in one's house, native, fr. rerna a slave born in his master's house, a