পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ميسينوصية -- ১২388 আমরা বঙ্গবাসীঠ ছিলাম । “প্রবাসী” বলিয়া গণ্য হইতেছি । এই দুর্ভোগ আপাতত: অনিবাৰ্য্য। এ অনুশোচনী বুথা। এক্ষণে অস্ত্ৰত্য “প্রবাসী" বাঙ্গালীর প্রথম কর্তব্য বাংলার কুষ্টির সহিত আমাদের সাংস্কৃতিক যোগ অক্ষুণ্ণ রাথ। এবং দ্বিতীয় কর্তব্য আমাদের জাতীয় সংস্কৃতি এ বৈশিষ্ট্য অব্যাহত রাথিয় স্থানীয় সমাজের সহিত যোগসূত্র রচনা করা। এই যোগসূত্র রচনার ও সৌহাৰ্দ্দা বৰ্দ্ধনের জন্য বিবিধ উপায় অবলম্বন করিতে হঠবে, যথা—উভয় সমাজের সাহিত্যিকদের সংসদে সম্মিলন ; সাধারণ লোকষ্ঠিতকর অনুষ্ঠানে উভয় সমাজের নেতাদের সহযোগিত ; ব্ৰতাদের সভঘবদ্ধ হস্তয়া জাতি নির্বিশেষে লে{ক-সেবা, উত্যাদি । ইহা দ্বারা উভয় সমাজের মধ্যে ভাবগত ঐক্য ঘনীভূত হইয় মনের ও আত্মার প্রসার বৃদ্ধি শুইবার সম্ভাবন । কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন জন্স এখন উভয় সমাজের পথহিত—

  • ~ -I* ? کی

সাধনের আর একটি প্রক্লষ্ট উপায়—বস্তুত: আমাদের একf বিশেষ কৰ্ত্তব্য—স্থানীয় পুৰ্ব্বতন অধিবাসীদের মধ্যে বাঙালী সংস্কৃতি প্রচার এবং স্থানীয় সমাজের সাহিত্য ও অন্যাঃ সংস্কৃতির পয্যালোচনা করিয়া তাঙ্গতে যাই কিছু গ্রহণোপযোগ কল্যাণকর উপাদান অ1ছে, তাত সমাহরণ ও যথাযোগ সমীকরণের প্রচেষ্ট । এইরূপে ভাব ও চিন্তার আদান প্রদানের দ্বারা বঙ্গসাহিত্যের সম্পদ বৃদ্ধি ও স্থানীয় লোকদে এবং তথাকথিত “প্রবাসী" বাঙালীর হৃদয়-মনের প্রসার বৃদ্ধি আবখাস্তাব । আমাদের এই সমস্ত কৰ্কব পালনের জুলু ৪ বা gালী গৌরবমণ্ডিন সংস্কৃতি প্রবাসেওঁ অক্ষুঃ রাখিবার ৫ এর সেই সংস্কৃতির ক্রমিক উন্নতির সহিত সমগতিতে চলিবা fচস্তানত : কৰ্ম্মবীর মনীষাদিগে: সাহণধা ও সহযোগিতা, উপদেশ ও প্রেরণ আমাদের অবশ্য বাংল। দেশের f:3 ??? প্রয়োক্তনীয় ! . সার্থী শ্ৰীইলারাণী মুখোপাধ্যায় প্তাধার রাতের বিজল পথে চলতে যেদিন হবে, তুমি কি মোর সেষ্ট প্রজনার হবে সাথী তবে ? পরাণে মোর অভয় ভরি আসবে কি হে প্রদীপ ধরি ? আমার আকুল অঁপি কি গো তোমার পানেই রবে,— র্তাধার রাতের বিজন পথে চলতে যেদিন হবে ? সেদিন যখন আসবে অামার, ঘনিয়ে শুধু উঠবে আঁধার ; হাড়টি ধরি সোহাগ ভবে বঁধু কি মোর লবে – আঁধার রাতের বিঞ্জন পথে চলতে যেদিন হবে ? আপন যারা রহবে দূরে, ক্টাব্দবে না প্রাণ ব্যথার সুরে ; তুমি কি নাথ শ্রবণে মোর আশার বাণী কবে— আঁধার রাতের:বিজন পথে চলতে ষেদিন হবে ?