পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_ _ বৎসর লওনেও একটি শাখা প্রতিষ্ঠিত হইয়াছে। ভারতবর্ষের কোন দেশী ব্যাঙ্কের বিদেশে শাখা স্থাপন এই প্রথম । র্তাহার উদ্যোগিতার ইহা একটি প্রকৃষ্ট প্রমাণ । কৃষ্ণপ্রসাদ বসাক ঐযুক্ত লেডী অবলা বস্তু যে নারীশিক্ষাসমিতির প্রতিষ্ঠাত্রী ও সম্পাদিক, স্বৰ্গত কৃষ্ণপ্রসাদ বসাক তাহার প্রধান কৰ্ম্মী ছিলেন । তিনি কৰ্ম্মজীবনের প্রথম অংশে শিক্ষকতা করিতেন ও সুশিক্ষক ছিলেন। পরে তিনি লক্ষ্মেী শহরের তৎকালপ্রসিদ্ধ “স্ল্যাডভোকেট" নামক কাগজের সম্পাদক নিযুক্ত হন। পনর বৎসর উহার কৃষ্ণুপ্ৰসাদ বসাক সম্পাদকতা করিয়া তিনি লক্ষেী ত্যাগ করেন। যাহাদের উদ্যোগিতায় গিরিডিতে একটি উচ্চ-বালিকাবিদ্যালয় স্থাপিত হয়, তিনি তাঙ্গদের মধ্যে এক জন প্রধান কৰ্ম্মী ছিলেন । ১৯১০ সালে ইহা স্থাপিত হয়। ইহার উন্নতিকল্পে তিনি চারি বৎসর কঠোর পরিশ্রম করেন। কলিকাতায় নারীশিক্ষাসমিতির কার্য্যে তিনি ঐযুক্ত লেডী অবল বস্থর দক্ষিণহস্ত-স্বরূপ ছিলেন। ১৯১৬ সালে স্থাপিত এই সমিতি কলিকাতায় হিন্দু বিধবাদের শিক্ষার জন্ত বালিক-বিদ্যালয় স্থাপন করিয়াছেন। __ বিদ্যাসাগর বাণীভবন স্থাপন করিয়াছেন ও চালাইতেছেন। এখানে বিধবারা বিনাব্যয়ে শিক্ষয়িত্রীর কাজ ও নানা প্রকায় গৃহশিল্প ও কুটারশিল্প শিক্ষা করিয়া উপার্জনক্ষম হইতে সমর্থ হন। মফস্বলে নারীশিক্ষাসমিতি প্রায় ২০, বালিকা-বিদ্যালয় স্থাপন ও তৎসমুদ্বয়ের তত্ত্বাবধান করিবার জন্ত কৃষ্ণপ্রসাদ বাবু বৃদ্ধ বয়সেও গ্রামে গ্রামে কত যে ঘুরিয়াছেন, তাহার বৃত্তাস্ত সৰ্ব্বসাধারণ জ্ঞাত নহেন। ফরিদপুরের পালঙে এইরূপ কাজ করিবার সময় তিনি পক্ষাঘাতগ্রস্ত হন । উনিশ মাস এই রোগে শয্যাশায়ী থাকিস্তু তিনি ৭০ বৎসর ৭ মাস বয়সে পরলোকগত হইয়াছেন । কৰ্ত্তব্যপালন ও শ্রমপূর্ণ জীবনযাপন তাহার এরূপ স্বভাবসিদ্ধ ছিল, ষে, তিনি শয্যাশায়ী থাকিয়াও নারীশিক্ষাসমিতির কাজ করিতেন। তিনি সদাপ্রফুল্ল, অদম্যউৎসাহশীল এবং নিবিবাদ মাচুৰ্য ছিলেন। & শ্ৰযুক্ত অমিয়চন্দ্র চক্রবর্তীর কৃতিত্ব ভারতবর্যে ও ইংলণ্ডে ভারতবর্ষীয় অনেক যুবক নান বিদ্যায় জ্ঞানলাভ করেন। ইংরেঞ্জী সাহিত্যেও কেহ কেই ব্যুৎপন্ন হন । কিন্তু একেবারে আধুনিক যে ইংরেজী সাহিতা, শ্রযুও অমিয়চন্দ্র চক্রবর্তী