পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বম্ভর সেনের টাকায় অকৃল্যাণ্ড সাহেব জগতের প্রথম পাটকল স্থাপন করেন । আজ বাংলায় বিদেশীর পরিচালিত পাটকল হচ্ছে ৬৫টি, আর ভারতীয়দের হচ্ছে মাত্র ১৩টি। এই মিলগুলিতে পঞ্চাশ কোটির উপর টাকা খাটছে। কিন্তু বলতে পারেন, যে-ইণ্ডাষ্ট্রর গোড়াপত্তন করেছিল বাঙালী, সেই ইণ্ডাষ্ট্রীতে বাঙালীর শ্ৰীযুক্ত রজনীকান্ত দত্ত কয় টাকা আছে? যদি বাচাই আমাদের প্রয়োজন হয়, তা হ’লে সারা দুনিয়া জুড়ে যন্ত্রশিল্পের যে অভিযান চলেছে, সেই অভিযানে তাল ঠুকে আমাদেরও চলতে হবে । তা যদি না পারি, তা হ’লে আমাদের ধ্বংস অনিবাৰ্য্য। কবীন্দ্র রবীন্দ্রনাথের ভাবায়ু বলি, “পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচা কেন আর চলিবে না, বঞ্চনা বাড়িয় ওঠে, ফুরায় সত্যের যত পুজি, কাণ্ডারী ডাকিছে তাই বুঝি— তুফানের মাঝখানে নূতন সমুদ্রতীর পানে দিতে হবে পাড়ি।” রজনীবাবুর বক্তৃতা শেষ হইবার পর,“স্বদেশী”ত্ব যে আচার্ধ্য প্রফুল্লচন্দ্র রায়ে মুর্ষিপরিগ্রহ করিয়াছে, তিনি বক্তৃত করেন। স্বদেশী কোন পণ্যশিল্পের উদ্বোধন করিবার তিনি অন্যতম ধোগ্যতম ব্যক্তি। তাহার বক্তৃতার তাৎপৰ্য্য এই— মধ্যে মধ্যে আলামোহন দাসের কথা শুনেছি। এক ব্যক্তি পাটকলের যন্ত্র নির্মাণ করে পাটকল স্থাপন করতে যাচ্ছে শুনে ভাবতাম, লোকটির মাথা খারাপ আছে। পরে যখন শুনলাম মালগাড়ী ওজনের বড় বড় যন্ত্র তৈরি করে বড় বড় রেলকে তিনি লক্ষ লক্ষ টাকার যন্ত্র বেচেছেন, তখন বুঝলাম এর মধ্যে সারবস্তু ক্তপ্রবাসা SNరి8g T আছে । আমার এখানে এসে মনে হচ্ছে আমি শাস্তিতে মুকু পারব। এক ব্যক্তি প্রথমে ফেরিওয়ালাগিরি করেছে ও ধ পাটকল স্থাপন করল, সে যে বাঙালী, এ সহজে বিশ্বাস হয় , আমাদের মাড়ওয়ারী ভ্রাতাগণ সামাঙ্ক অবস্থা হ’তে উন্নতি করে. ইউরোপ ও আমেরিকায়ও তা করে । এখন মনে হচ্ছে বাঙ: এই অসামান্ত প্রতিভা নর্দামায় যাবে না । হয়ত বিধা বাঙালীকে বড় করবেন। উচ্চশিক্ষার মোহ ও চাকুরীর আকাঙ্ক আমাদের যুবকদের মনের তেজ কমিয়ে দেয় । ভাগ্যে । রাজেন্দ্র ইঞ্জিনিয়ারিং পাস করেন নাই, তাই এত কিছু ক গেলেন । আলমোহন বাবুও বেশী লেখাপড়া জানেন না, তা অসাধ্য সাধন করেছেন । রায় বাহাদুর দেবেন্দ্রনাথ বল্লভ ( { তার পিঠে মেরে), পাটের সেই বল্লভ মার্ক, রেলির সঙ্গে যা প্র:যোগিতা করত, তা আজকাল দেখি না কেন ? তার প্রায়শ্চিত্ত তু এই পাটের কলের চেয়ারম্যান হয়ে করলে । ইংরেজদের এক বা কোম্পানীর ১১টি প্রকাণ্ড পাটকল। মাড়ওয়ারীদের বড় বড় কল হুকুমৰ্চাদ মিল ভারতের ও বোধ হয় পৃথিবীর মধ্যে বৃহত্তম পাটকল বাঙালী এতদিলে দুটি পাটকল করল । বাঙালীর কম কথা বলবার সময় এসেছে । আমাদের মা ওয়ারী ভ্রাতারা কি কখনও গোলদীঘিতে বক্ততা করেছেন - শুনেছেন ? তাদের হুকুমচাদ, বিড়ল, সুরজমল পাটকল করেছেন মাড়ওয়ারী ভ্রাতারা সেদিন ৫ কোটি টাকা মূলধনের ব্যবসায়ের পত্ত করলেন । লড’ জেটল্যাণ্ডের পুত্র তার এক ডিরেক্টর । আমাদে এরূপ জিনিষ কই ? শ্ৰীআলামোহন দাস অতঃপর আচার্ষ্য রায় একটি স্বইচ টিপিয়া মিলের স সব তাত আলামোহ उँोशब्रा भूजायुक्ल, खछन। উাতগুলি চালাইয়া দিলেন। বাবুরাই নিৰ্ম্মাণ করিয়াছেন। কল প্রভৃতিও নিৰ্ম্মাণ করেন।