পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్క్రిvరిస్క్రి পড়িলেন। কুটুবাৰুর তদ্বিরে তদারকে স্বয়ং এল-ডি-ও ঘটনাস্থল পরিদর্শন করিয়া গেলেন এবং শেষ পৰ্য্যস্ত কঙ্কণার বাবুদের নায়েব গোমস্তাকে পর্য্যন্ত আসামী-শ্রেণীভূক্ত করিয়া মামলাটা দায়রা আদালতে বিচারার্থ পাঠাইয়া দিলেন। কুটুবাবু নিজেও সদরে গিয়া বসিলেন, শুধু বসিলেন নয়—সরকারী উকীলের সহযোগে নিজেই মামলা চালাইতে আরম্ভ করিলেন। কয়েক দিনের মধ্যেই নানা জনে বহু বিনীত অনুরোধ এবং বহু প্রকারে লোভনীয় প্রস্তাব লইয়া কুটুবাবুকে আসিয়া ধরিয়া বলিল, ‘মিটিয়ে ফেলুন— তাতে আপনারই মৰ্য্যাদা বাড়বে। চুটুবাৰু বলিলেন, ‘বড়লোকের সঙ্গে গরিবের ঝগড়া কি আপোষে মেটে । কোন কালে মেটে নি—মিটবেও না।” শেষ পৰ্য্যন্ত বলিলেন, ‘বাবুর যদি ঢাক র্কাধে ক’রে আদালতের সামনে বাজাতে পারে, কি মহাভারতের ঘরের চালে উঠে নিঞ্জের চাল ছাওয়াতে পারে, তবে না-হয় দেখি ” প্রস্তাবকারীরা মুখ কাল করিয়া উঠিয়া গেল, বিচার চলিতে লাগিল। সাক্ষী-সাবুদ্ধ শেষ হইয়া গেলে সরকারী উকীলের সম্মতিক্রমে কুটুবাবু প্রথমে সওয়াল আরম্ভ করিলেন। সে যেন অকস্মাৎ আগ্নেয়গিরির মুখ খুলিয়। গেল। গভীর আস্তরিকতাপুর্ণ প্রদীপ্ত ভাষায় সমগ্র ঘটনা যেন চোখের সম্মুখে প্রত্যক্ষ হইয়া উঠিল—প্রবলের অত্যাচারে দুৰ্ব্বলের হাহাকার যেন রূপ পরিগ্রহ করিল। বিবাদের মূলস্থর হইতে আরম্ভ করিয়৷ এই অগ্নিদাহ পর্যন্ত প্রতিটি ঘটনা সাক্ষীদের উক্তির সহিত মিলাইয়া দেথাষ্টয়া অবশেষে বলিলেন, “আজ সমস্ত পৃথিবীময় ধনের মত্ততায় মত্ত ধনীর অত্যাচারে পৃথিবী জর্জরিত হয়ে উঠেছে। এই বিচারাধীন ঘটনাটি তার একটি প্রকৃষ্ট দৃষ্টান্ত। কিন্তু একান্ত দুঃখের বিষয় যে ধর্মীর অপরাধে ধনীর অনুগ্রহপুষ্ট দুৰ্ব্বলের উপর দণ্ড বিধান করা ছাড়া আজ ধৰ্ম্মাধিকরণের গত্যস্তর নেই। কিন্তু সে বিচার এক জন করবেন, যিনি সৰ্ব্বজ্ঞ—সৰ্ব্বত্র বিরাজমান, সৰ্ব্বনিয়ন্তী—তিনি এর বিচার অবশুই করবেন। সে বিচারের রায়ের সামান্ত একটু অংশ জামরা জানি, ঈশ্বরের পুত্র মহামানব যীশুখ্ৰীষ্ট জানিয়ে দিয়ে প্রৰণসী

  • Nogg

c•|t&a, fęfà qtwit&R-It is easier for a came to go through the eye of a needle than for rich man to enter into the Kingdom of God” [ ধনীর স্বৰ্গরাজ্যে প্রবেশের অপেক্ষ স্বচৗমুখে উটে প্রবেশও সহজ } র্তাহার সওয়ালের পর সরকারী উকীল আর কিছু বা প্রয়োজন মনে করিলেন না। বিচারে অপরাধীগণের কঠি দও হইয়া গেল। বিচারশেষে টুটুবাৰু বাহিরে আসিতে র্তাহার মুহুরী বলিল, তিনটে মামলার কাগজ নিয়ে মৰুে বসে আছে।" কুটুবাবুর মাথায় তখনও ঐ মোকদ্দমার কথা ঘুরিতেছিল, তিনি गणां शिख ३द्भिश्च भ्रश्नौ नि: চাহিলেন । সে বলিল, "একটা দায়র, আর ছুটে এস-ডি-ও কোটের মামলা। ফি বলেছি চার টাকা ক'রে-’ পিছন হইতে এক জন পুরাতন মোক্তার-বন্ধু জাসি অভিনন্দন জানাইয়ু বলিল, ‘চমৎকার আগুমেণ্ট হয়েছে এবার কিন্তু ছেড়া জুতো জামা পাণ্টাও ভাই। আমা হাতে একটা কেস আছে—তোমাকেই ওকালত-নাম দেব মক্কেল কিন্তু গরিব ? কুটুবাবু সঙ্গে সঙ্গে বলিলেন, ‘পাঠিা দিয়ে । পয়সার জন্তে কিছু এসে যাবে না ? 嶽 犧 彎 বিচিত্র পৃথিবী, কিন্তু সে বৈচিত্র্য অপেক্ষাও পৃথিবী বুকের ঘটনাপ্রবাহের ধারা বিচিত্রতর এবং বিস্ময়কর সেই বিচিত্র ধারার গতিতেই কঙ্কণার বাবুদের সহিৎ কুটুবাবুর বিরোধ অকস্মাৎ একটা অসম্ভব পরিণতিতে আসিয়া শেষ হইয় গেল। পনর বৎসর পর । সেদিন হঠাৎ কঙ্কণার বাবুলেঃ জুড়িটা আসিয়া মুটুবাবুর বাড়ীতে প্রবেশ করিম গাড়ীবারান্দায় দাড়াইল । গাড়ীর ভিতর হইতে নামিলেন কঙ্কণার বুদ্ধ বড়কওঁ, তাহার পুত্র এবং সেজতরফের কৰ্ত্ত। হুটুবাবুর দারোয়ান কায়দ-মাক্ষিক সেলাম করিয়া দরজা খুলিয়া দিল। সঙ্গে সঙ্গে ছুই জন খানসামা আসিয়া সসম্রমে অভিবাদন করিয়া ঝাড়ন দিয়া আসনগুলি ঝাড়িয়া দিয়া সরিয়া দাড়াইল । বৃদ্ধ