পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

W ひo না। আপনার সঙ্গে পরিচয় না থাকলেও একটা সম্বন্ধ আছে— আপনিও বাঙালী, আমিও বাঙালী। তাই ভরসা ক’রে আপনাকেই লিখছি। আপনার অমূল্য সময়ের উপর ভাগ বসাচ্ছি বলে আশা করি রুষ্ট হবেন না। আমার বিশেষ ক'রে দরকার বইয়ের নামের তালিকা ও কোনখানার পরে কোনখানা পড়তে হবে, তা জানা। এ ছাড়াও যদি অন্ত কোন রকমে এ বিষয়ে সাহায্য করতে পারেন, বিশেষ বাধিত হব। আমি যে সব বই পড়েছি তার একটা তালিকা অপর পৃষ্ঠায় দিলাম। ইতি বিনীত নিবেদক শ্ৰমনোরঞ্জন গুপ্ত 1. A. K. Coomarswamy --History of Indian & Indonesian Art. 2. E. B. Havell Painting. 3. L. Binyon --Painting in the Far East, oth Indian Sculpture and Edition. 4. N. C. Mehta –Studies in Indian Painting. 5. R. D. Banerji-Eastern Indian School of Mediæval Sculpture. 6. J. H. Cousins Modern Indian Artist. 7. Mukul De -My Pilgrimage to Ajanta and Bagh. 8. B. Barua---Barhut, story-teller ) 9. Gladstone Solomon - The Bk. 1 ( Stone as u Women of the Ajanta caves. 10. C. L. Sumerian Art. 11. Margaret Dobson—Art Appreciation. 12. Joseph Pijoan–History of Art, vol. I. 13. O. C. Ganguly-Indian Architecture. 14. , , —Love Poems in Hindi. 15. Four Arts Annual, 1935-36 and 1936-37. 16. Hirananda Sastry—Indian Pictorial Art as developed in Book-Illustrations. Woolley–The Development of ১২জুন >2>○" সবিনয় নিবেদন, আপনার অনুগ্রহলিপি পেয়ে সম্মানিত ও আনন্দিত হয়েছি । প্রবাসী SNలి98 যেদিন থেকে আপনি দেশ-মাতৃকার স্বরূপ দেখবার প্রচেষ্টায় ধ্যানের আসনে বসেছেন, দেশের সত্য-রূপ, দেশের দিব্য-প্রতিমা, যে অদ্ভূত ও অলৌকিক চারুকলা ও কারুকলার মধ্যে লুক্কায়িত আছে,-সেই শিল্প-দেবতার সাক্ষাং পরিচয়ের প্রতিজ্ঞা নিয়ে যেদিন আপনি ভক্তের আসনে বসেছেন, দেশ-ভক্তির শ্রেষ্ঠ আসন আপনি অধিকার করেছেন, দেশের শিল্পের ভক্ত—আপনাকে আমি নমস্কার করি। যারা দেশের চারুকলা ও কারুকলাকে দৃষ্টির পথে হৃদয়ঙ্গম করছেন, যার দেশের শিল্প-দেবতাকে স্বষ্টির পথে সার্থক করে তুলছেন, মূৰ্ত্তিমান করে তুলছেন, আমি তাদের কাছে মাথা নত করি। আজ, আপনি দৃষ্টির পথে শিল্পদেবতাকে অনুসন্ধান করছেন, কাল হয়ত স্বষ্টির পথে অঙ্গুসন্ধান করবেন, স্বতরাং আপনি আমার নমস্য, আমি আপনাকে আবার নমস্কার করি । আমি সারা জীবন কায়মনোবাক্যে দেশের শিল্পদেবতাকে পূজা করতে চেষ্ট করেছি, আমার ভাগে আজও র্তার দর্শনলাভ ঘটে নি। শুনেছি, এই দিব্যদৃষ্টি বই সাধনায় পাওয়া যায়। আমার পূজা ও সাধনার শক্তি অতি সামান্ত, সেই জন্য আজও সিদ্ধিলাভ ঘটে ন । আপনি আমার কাছে শিল্পসাধনার উপদেশ চেয়েছেন । আপনাকে উপদেশ দেবার অধিকার আমার নেই। মাত্র এক জীবনের স্বল্প চেষ্টায় ঘেটুকু পেয়েছি, অথবা পেয়েছি বলে মনে করেছি, সেইটুকুই আপনাকে জানাব। আজীবন দেশের ও বিদেশের শিল্প সম্বন্ধে শত শত পুস্তক পড়েছি। আমার বিশ্বাস শিল্পদেবতাকে পুথির পথে পাওয়া যায় না। পটে, প্রতিমায়, মন্দিরে, মূৰ্ত্তিতে, আসনে বসনে, রেখায়, নক্সায়, রূপে, বর্ণে,-দৃষ্টির পথে তাকে নিরস্তর চাক্ষুষ করতে হবে । চোখের ভিতর দিয়ে তিনি মরমে পশেন, কানের ভিতর দিয়ে, অক্ষরের ভিতর দিয়ে নয়, শব্যের ভিতর দিয়ে নয়। তিনি নিরক্ষরের দেবড়া, রেখা-বর্ণে তার প্রকাশ । কোনও কোনও শিল্প সম্বন্ধীয় পুস্তকে কিছু কিছু হাফটোনের ছাপা প্রতিলিপি থাকে। কিন্তু এই প্রতিলিপি আসল মূৰ্ত্তি বা চিত্রের অতি অল্প অংশই আমাদের দিতে পারে ।