পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マt@ বাঙালীর ব্যৰসায় Sehq দেশী জুতার কালি কিনিয়াও ঐরূপ অভিজ্ঞতা হইয়াছে । কয়েকটি বহুবিজ্ঞাপিত দেশী স্নো’তে গায়ে খড়ি পড়িতে দেখিয়াছি । একটিতে স্বগদ্ধের বিনিময়ে দুর্গন্ধ পাইয়াছি । একটি বিখ্যাত দেশী কোম্পানীর দস্তমঞ্চনে মাড়িতে ফোস্কা পড়িয়াছে । কয়েকটি দেশী "fক্রম’ গ্রীষ্মকালে গলিয়া নষ্ট হইতে দেখিয়াছি । হঠাৎ একটা বিদেশী ক্রিম একদিন ব্যবহার করিয়া দেশী ও বিদেশী বস্তুর পার্থক্য দেখিয়া আশ্চধ্যান্বিত হইলাম । এক টিন উচ্চ মূল্যের দেশী চ কিনিয়া, তাহাতে সাধারণ মূল্যের চা হইতে কিছুমাত্র পার্থক্য বুঝিতে পারিলাম F1 || আর একটি বিষয়ের উল্লেখ করি । ব্যবসায়ে সফল হইতে হইলে নিত্য নূতনত্বের আবশ্বক হয় । এই নূতনত প্যাকিং ও বোতলের নূতনত্ব নহে। ফুখের বিষয় বাঙালী ব্যবসায়ীর ধারণা এই স্তর অতিক্রম করে নাই । বিদেশী ফাউণ্টেন পেনের নিত্য নূতনত্বের কেমন প্রতিযোগিতা চলিতেছে, তাহা লক্ষ্য করিলে আমার বক্তব্য পরিস্ফুট হইবে। পূৰ্ব্বে যেরূপ টিনে চ ভৰ্ত্তি করিয়া বিক্রয় করা হইত, “ভ্যাকুয়ম" প্যাক্ করিয়া তাহ বিক্রয় করা হইল, ব্যবসায়ে লাভজনক নূতনত্ব । পূর্কে যে হারিকেন লণ্ঠন বিক্রয় হইত, নৃতনতর লন্ঠনে তাহার কয়েকটি বিষয়ে নূতনত্ব পরিস্ফুট হইতেছে। মোটর গাড়ীর তীব্র প্রতিযোগিতার ক্ষেত্রে নিত্য নূতনত্ব লাগিয়াই আছে । মোটের উপর, ষে-বিষয়ে ঘে-অসুবিধা বা ক্রটি লক্ষিত হয়, সেই অনুসারে পরিবর্তনসাধনরূপ নৃতনত্ব সাধনই ইষ্টতেছে ব্যবসায়ে লাভবান হইবার নূতনত্ব । bryーリデ বাঙালী ব্যবসায়ক্ষেত্রে সবে মাত্র নামিয়াছে। স্বতরাং ঐ বিদ্যা আয়ত্ত করিতে তাহার এখনও অনেক দেরি আছে दलिम्नां भtन झघ्न । আর একটি কথা বলিয়াই এ প্রবন্ধের উপসংহার করিব । ব্যবসায়ীর জিনিষের উপযুক্ত বিজ্ঞাপন দিতে হয়। বাঙালী ইহা ভাল রূপ জানে বলিয়া মনে হয় না। প্রত্যেক শিক্ষিত ব্যক্তিই কিছু কিছু পুস্তক নিয়মিত কিনিতে পারেন। কিন্তু তাহার কচি অনুযায়ী পুস্তকের প্রকাশ তাহার নজরে আনা আবশুক । বোম্বাইয়ের এক বিখ্যাত ব্যবসায়ী বিবিধ পুস্তকের বর্ণনা সম্বলিত বিজ্ঞাপন আমাকে নিয়মিত পাঠাইয়া দেন । তাহার ফলে আমি আমার প্রয়োজনীয় ও রুচি অনুযায়ী পুস্তক তাহাজের নিকট श्झेरउ यांनाङ्केड़ा जहे । ঐৰূপ কারণে আমি পঞ্জাবের এক ব্যবসায়ীর নিকট হইতে ঔষধ আনিয়া ব্যবহার করি । ঠিক ঐরুপ কারণে বোম্বাইয়ের এক দোকান হইতে অল্প বিবিধ দ্রব্য মাঝে মাঝে আনাইয়া লই । ঐ সকল বস্তু নিশ্চয় কলিকাতার বাঙালীর দোকানেও পাওয়ু যাইবে। কিন্তু বাঙালী ব্যবসায়ী এখনও ক্রয়াধীর নিকট তাহার এব্যাদির বিজ্ঞপ্তি উপযুক্ত ভাবে প্রচার করিতে শিখে নাই । এই সব বিষয়েও হুদুর বোম্বাই ও পঞ্জাব প্রভৃতির ব্যবসায়ীদের নিকট বাঙালীর অনেক শিখিবার আছে। সম্পাদকের মন্তব্য। লেখক যাহা লিখিয়াছেন, তাহা অংশু সকল বাঙালী ব্যবসায়ীদের প্রতি প্রযোজ্য নহে। কিন্তু কাহারও প্রতি প্রযোজ্য না হওয়াই বাঞ্ছনীয়। ]