পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

マーテtでリ দরিদ্র বান্ধব ভাণ্ডার কলিকাতার দরিদ্র বান্ধব ভাণ্ডার একটি জনহিতসাধক প্রতিষ্ঠান। ইহা পনর বৎসর পূৰ্ব্বে প্রতিষ্ঠিত হয়। শ্রযুক্ত যতীন্দ্রনাথ বস্তু ইহার পৃষ্ঠপোষক মুকুব্বি এবং শ্ৰীযুক্ত সর হরিশঙ্কর পাল ইগর কার্যনিৰ্ব্বাহক কমিটির সভাপতি । এই সমিতি জাতিধৰ্ম্ম-নির্বিশেষে অভাবগ্ৰস্ত, সুগীত, বিপন্ন ও পীড়িত লোকদের নানাবিধ সাহাধ্য করেন, এবং কলিকাতার বস্তাগুলির উন্নতির চেষ্টা করিয়া থাকেন । চাল সংগ্ৰহ করিয়া কতকগুলি পরিবারকে সমিতি প্রতি সপ্তাহে চাউল দেন । পূজার সময়ে ও আবশ্যকমত অন্য সময়েও বস্ত্রদান ইহার আর একটি কাজ । ইহার চিকিৎস ও ঔষধবিতরণ বিভাগ হস্ততে গত ১৯৩৬ সালে শু ৭৫০ জন রোগী এলোপ্যার্থী মতে এবং ৬৮৭৯৫ জন রোগী হোমিওপ্যাথী মতে ব্যবস্থা ও ঔষধ, পাইয়াছিল । কোকোন রোগীকে সমিতি দুগ্ধপথ্যও দিয়াছেন। স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনী ইহার অার একটি কাজ । ইহার সাহিত্য-বিভাগের গাইব্রেরি ও পাঠাগার অনেকের অধ্যয়নপুষ্ট। তৃপ্ত কবে । সমিতি মাতৃমঙ্গল’, ‘শিশুমঙ্গল’, ‘বসন্তরোগ ও তাহার প্রতিকার’, এবং ‘আমাদের খাদ্য’ - এই পুস্তিকাগুলি প্রকাশ করিয়াছেন। সমিতির কার্য প্রশংসনীয়। সৰ্ব্বসাধারণ এ কলিকাভী মিউনিসিপালিটি ইহাকে আর ও সাহায্য করিলে ততার ঠিতকর কী যা আবও ব্যাপক ও সুসম্পন্ন হবে । এইরূপ সমিতি কলিকাতার সব পড়িায় ও মফস্বলে থাকা উচিত। ইহার ঠিকানা— ১২-৫ নীলমণি মিত্র ষ্ট্রট । ধীবরদের উপর অত্যাচার গত মাসে একটা সংবাদ কটিয়াfছল, যে, চাদপুরের ধীবরেরা ধৰ্ম্মঘট করিয়াছে এবং তাঙ্গর ফলে কলিকাতায় মাছ রপ্তানী কম হওয়ায় মাছেৰ আমদানী কম হইয়াছে। প্রকত কথা তাহা নহে । ইজারাদারদের অত্যাচারে মৎস্যজীবীরা ঘরবাড়ী ছাড়িয়া পলায়ন করে, ধৰ্ম্মঘট করে মাঠ । ইহার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত। ব্যবস্থাপক সভায় এ বিষয়ে প্রশ্নণ্ড হওয়া উচিত । মৎস্যজীবীদের সমবায় সমিতি কেন রেজিষ্টরা হইবে না ? আইনে আছে, যে, মৎস্যজীবীদের সমবায় সমিতি থাকিলে মাছ ধরিবার ইজারা সেইরূপ সমিতিকেই দিতে হইবে ; সেরূপ সমিতি না থাকিলে তবে অন্য লোককে fদতে হুইবে । চাদপুরে মৎস্যজীবীদের একটি সমবায় সমিতি গঠিত হইয়াছে। কিন্তু কো-অপারেটিভ বিভাগের রেজিষ্ট্রার ৰিবিধ প্রসঙ্গ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক-সম্মেলন তাহাকে রেজিষ্টরী করিতেছেন না, সুতরাং সেই সমিতি ইজারা পাইবার চেষ্টাও করিতে পারিতেছে না। রেজিষ্ট্রার কেন এরূপ করিতেছেন, তাহার কারণ অঙ্গুসন্ধান হওয়া উচিত, এবং এ বিষয়ে ব্যবস্থাপক সভায় প্রশ্ন হওয়া উচিত । বঙ্গীয় মৎস্যজীবী বিদ্যালয় চাদপুরের অন্তর্গত মেহেরনে যে মৎস্যজীবী বিদ্যালয় প্রতিষ্ঠিত হইতেছে, তাহাতে মৎস্যজীবীর ছেলের কেবল প্রবেশিকা পরীক্ষা পৰ্য্যন্ত সাধারণ শিক্ষা পাইবে, এমন নহে, এই বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রকেই বিভিন্ন স্তরে মংস্য সংরক্ষণ পরিবঞ্চন ও বিভিন্ন প্রকারের মৎস্যশিল্প এবং আধুনিকতম অর্থনীতিBBSBB BBB BDgSBBKSKSBBB DBBB BBB BBBBS কবিতে বাধ্য ক৪ ষ্টবে । এর প্রকারের শিক্ষণীয় বিষয়ে শিক্ষাদান করাষ্ট এই বিদ্যালয়ের বৈশিষ্ট্য ও উদেশ্বা । হহার সর্ববাঙ্গীন উন্নতি ও সাফল্য বাঞ্ছনীয় । বিহ টায় রেলওয়ে দুর্ঘটন। পাটনার নিকটবর্তী ঈষ্ট ইণ্ডিয় রেলওয়ের বিহু ট। ষ্টেশনের কাছে গত মাসে যে ভীষণ রেলওয়ে দুর্ঘটনা হইয়ু গিয়াছে, এরূপ দুৰ্ঘটনা ভারতবর্ষে আর কখনও হয় নাই । বেলগুয়েকর্তৃপক্ষের হিসাব-মতষ্ট শতাধিক স্বীপুরুষ ও শিশুর মৃত্যু হঠয়াছে, এবং দুই শতেব অধিক ব্যক্তি আহত হইয়াছে । মুত ব্যক্তিদের পরিবারবর্গকে এবং আহত জীবিত ব্যক্তিগণকে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়া উচিত। ঈষ্ট ইণ্ডিয়া রেলওয়ে সরকারী রেলওয়ে । কর্তৃপক্ষ দুর্ঘটনার যে তদন্ত কfরতেছেন, তাহাতে সৰ্ব্বসাধাৰণ সস্তুষ্ট হইতে পরিবে না । এই জন্য সর আবদুল হালিম গজনবী ও সরু জিয়াউদ্দিন আহমদ ইহার তদন্তেব জন্য সরকারী ও বেসরকারী সদস্য লইয়া একটি তদন্তকমিটি গঠন করিবার জন্য রেলওয়ে বোর্ডকে অতুরোধ করিয়াছেন। এরূপ কমিটি গঠিত হওয়া নিশ্চয়ই উচিত । নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক-সম্মেলন গত মাসে কলিকাতায় আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের সভাপতিত্বে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক-সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হইয়া গিয়াছে । বাংলা দেশে যথেষ্টসংখ্যক প্রাথমিক বিদ্যালয় নাই । যতগুলি বিদ্যালয় আছে, তাহাদের অধস্থা ভাল নয়। বিদ্যালয়গৃহ, বিদ্যালয়ের আসবাব, শিক্ষাদানপ্রণালী, শিক্ষণীয় বিষয়সমূহ, পাঠপুস্তকাবলী—এই সমস্তই অসন্তোষজনক । লাইব্রেরি কোন বিদ্যালয়ের আছে কিনা সন্দেহ । প্রাথমিক শিক্ষকশিক্ষয়িত্রীদিগের আর্থিক অবস্থা শোচনীয়। শহরের গৃংতৃত্যদের আয়ও তাহাদের আয়ের চেয়ে অধিব । বাংল: