পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግ¢b~ প্রবাসী ১৩৪৪ শ্ৰীঅবিনাশচন্দ্র বসু প্রবাসী বাঙালীর কথা বোম্বাই প্রদেশের অন্তর্গত কোলাপুর রাজ্যের রাজারাম কলেজের ইংরেজী সাহিত্যের প্রধান অধ্যাপক শ্ৰীযুক্ত অবিনাশচন্দ্র বস্তু কোলাপুর &ট হইতে শিক্ষ-বিষয়ে উচ্চ গবেষণা জন্য ইউরোপে প্রেরিত হইয়াছেন। কোলাপুর রাজ্যে তিনিই প্রথম বাঙালী অধ্যাপক, এবং প্রথম বাঙালী কৰ্ম্মচারী । লঙ্গেীর কবিরাজ শ্ৰীসতীশচন্দ্র সেন কবিরঞ্জন মহাশয়ের কনিষ্ঠ পুত্র শ্ৰীআমোদপ্লঞ্জন সেন এবং পৌত্র শ্ৰীবিধুরান সেন লঙ্গে বিশ্ববিদ্যালয়ের এম-এসসি পরীক্ষায় যথাক্রমে গণিতশাস্ত্রে প্রখম বিভাগে প্রথম স্থান এবং পদার্থ-বিজ্ঞানে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করিয়াছেন । পরিশ্রম, অধ্যবসায় ও সততার গুণে বিঙ্গর অঞ্চলে যে সকল প্রবাসী বাঙালী উন্নতি লাভ করিয়াছিলেন ক্ষীরোণেশ্বর বহু ঠাহীদের অন্যতম । সম্প্রতি ঠাহীর মৃত্যু হইয়াছে। সদাশয়ত ও পরদুঃথকাতরস্থ প্রভৃতি বিবিধ গুণ তিনি সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। কাশীতে স্বৰ্গত। বামাঙ্গিন দেব। শ্ৰীমতী নিস্তারিণী দেবীর মাত শ্রযুও বামাঙ্গিনী দেবী সম্প্রতি ৯৪ বৎসর বয়সে পরলোকগমন করিয়াছেন । ইনি গৃহস্থাশ্রমেই তপস্বিনী ছিলেন বলা যাঙ্কতে পারে । বস্ত্রীলঙ্কারের অভাব র্তাহার শতামোদরঞ্জন সেন " বিধুরঞ্জন সেন ক্ষীরোদেশ্বর বসু ন। থাকিলেও তিনি ভোগবিলাসে নিস্পৃহ ছিলেন । দাস-দাসী পাচক-পাটিকা থাকা সত্ত্বেও তিনি গৃহকৰ্ম্মে সৰ্ব্বক্ষণ মনোযোগিনী ও শ্রমশীল ছিলেন । পর-আপন জ্ঞাতিধৰ্ম্মনিৰ্ব্বিশেষে তিনি সকলকে ভালবাসিতে জানিতেন । আদর-অভ্যর্থনা যত্ন সেবায়ু মুত্তপ্রাণ ও মুক্তঃস্ত ছিলেন । অবস্থাস্থ্যায়ী দানে অকুণ্ঠ ছিলেন । অতিথিসেবায় হৃষ্টচিত্তে রান্ত্রি দ্বিপ্রহরেও অভ্যাগতকে স্বহস্তে পাক করিয়া ভোজন করাইতে পরিতৃপ্তি ছিল । তিনি সত্যবাদিনী ছিলেন