পাতা:প্রবাসী (সপ্তত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-ՓՏ প্রবাসী SNご88 জলন্ত দৃষ্টিতে ডাক্তারের দিকে চেয়ে সিতাংশু জিজ্ঞেস করলে, “কত দাম ?”

  • বার অান ।” সিতাংশু একটা টাকা ফেলে দিয়ে চলে গেল। পিছন থেকে ডাক্তার চ্যাটাজ বললেন, “ও মশাই, চেঞ্জট নিয়ে যান ।” কিন্তু সে ফিরল না ।

彎 褲 豪 শরৎ বাড়ী আসতে তার মা খুব বকতে মুরু করলেন। তার অপরাধ সে গিয়ে মাত্র একখানা চিঠি দিয়েছিল। নিশাও খুব রাগ করেছিল। শরং তাকে চুপি চুপি বললে, “ক-দিন বাদে আর রাগ করবে না।” নিশা কিছুই বুঝতে পারলে না। শরৎ বললে, “দেখ আমাদের এখন কিছুদিন তোমার দাদার বাড়ী গিয়ে থাকতে হবে।” "কেন ? না সেখানে আমি যাব না।” “ষা বলছি শোন না । তোমার দাদা কলকাতায় আসছেন ।” "দাদা ? সে কি ? তুমি কি ক’রে খবর পেলে ?” “আমার এক বন্ধু টেলিগ্রাম করেছে।" “তিনি দাদাকে চিনলেন কি ক'রে ?” “কি বিপদ ! চেনা কি অসম্ভব ? সে চেনে তাই লিখেছে।” সিডাংগু বাড়ী এসে শরৎ অfর নিশাকে দেখে আশ্চৰ্য্য হয়ে গেল। শরৎ বললে, “কিছু মনে করবেন না, বাড়ীট পড়েছিল কি না তাই...” “বেশ করেছ। ই, এলাহাবাদে তোমার কোন চেনা লোক আছে কি ? ডাক্তার...” “হনীল চ্যাটাজী—সে আমার বিশেষ বন্ধু। চমৎকার লোক-••* “আমার তা মনে হয় না।” “বলেন কি ? চমৎকার লোক ! সঙ্গে খারাপ ব্যবহার করেছে ?" “সে সব অনেক কথা, পরে হবে। নিশা কই ?” নিশা এসে তাকে নমস্কার ক’রে র্কাদতে লাগল। সিতাংশু তার মাথায় হাত দিয়ে বললে, “কাদছিস কেন ? ফিরে এসেছি ত। শরং গেল কোথায় ? আচ্ছা থাকৃ, তুই বোস।” নিশার সঙ্গে এলাহাবাদের গল্প করতে করতে কতক্ষণ কেটেছিল বলা যায় না। হঠাৎ সামনে জটিলানন্দকে দেখে সিতাংশুর চমক্‌ ভাঙল। সে কিছু বলবার আগেই স্বামীজী বললেন, “তুমি বড় অবিশ্বাসী, সন্ন্যাস তোমার হবে না। এই নাও তোমার বাড়ীর দলিল । দলিলট দেখে নিয়ে সিতাংশু বললে, "এ কি করেছেন ? কার নামে• • • • • • " “যে সত্যি পাবে তারই নামে লিখে দিয়েছি। কাছে পেলে আশীৰ্ব্বাদ ক’রে যেতাম।” নিশা সিতাংশুর কানে কানে বললে, "দাদা, ও সত্যি সন্ন্যাসী নয়, দেখ না ওর সাদা চুলের মধ্যে থেকে কাল কাল চুল দেখা যাচ্ছে।” সিতাংশু টপ ক’রে জটিলানদের চুল ধরে টান দিলে । সন্ন্যাসীর নূতন চেহারা দেখে নিশা মাথায় কাপড় টেনে দিলে। সিতাংশু বললে, “তোমার এই কীৰ্ত্তি !” শরৎ হাসতে হাসতে বললে, “না ক'রে কি করি বলুন ; এদিকে নিশা কঁদিছে, ওদিকে অমলা দেবী কাদছেন ! আর দূরে--- “দূরে কি ?” নিশা টানতে টানতে সে কি আপনার অমলাকে অমলাকে এনে হাজির করলে ।